বাইকে করে দুই ভাই গিয়েছিলেন বউ আনতে! ক্রুণাল পান্ডিয়ার প্রেম কাহিনি হার মানেবে বলিউড সিনেমাকে

Last Updated:
Krunal Pandya Love Story: হার্দিকের দাদা ক্রুণাল পান্ডিয়ার প্রেমের গল্পও মুম্বই ইন্ডিয়ান্স তারকাকে বলে বলে দশ গোল দিতে পারে। হার মানাবে বলিউডের রোমান্টিক সিনেমাকেও।
1/8
হার্দিক পান্ডিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। বিবাহ বিচ্ছেদ থেকে নতুন প্রেম, সব কিছুই নিয়ে কৌতুহলের শেষ নেই ফ্যানেদের। তবে হার্দিকের দাদা ক্রুণাল পান্ডিয়ার প্রেমের গল্পও মুম্বই ইন্ডিয়ান্স তারকাকে বলে বলে দশ গোল দিতে পারে। হার মানাবে বলিউডের রোমান্টিক সিনেমাকেও।
হার্দিক পান্ডিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। বিবাহ বিচ্ছেদ থেকে নতুন প্রেম, সব কিছুই নিয়ে কৌতুহলের শেষ নেই ফ্যানেদের। তবে হার্দিকের দাদা ক্রুণাল পান্ডিয়ার প্রেমের গল্পও মুম্বই ইন্ডিয়ান্স তারকাকে বলে বলে দশ গোল দিতে পারে। হার মানাবে বলিউডের রোমান্টিক সিনেমাকেও।
advertisement
2/8
২০১৭ সালে ক্রুনাল ইভেন্ট এবং সেলিব্রিটি ম্যানেজমেন্ট কর্মী পাঙ্খুরী শর্মাকে বিয়ে করেছিলেন। ক্রুনাল এবং পাঙ্খুরীর প্রেমের কাহিনি বেশ আকর্ষণীয়ভাবে শুরু হয়েছিল। যার মধ্যে ফিল্মি মশালাও কম ছিল না। ক্রণাল পাঙ্খুরীর হোয়াটসঅ্যাপ ডিপে দেখেই প্রথমবারেই তার প্রেমে পাগল হয়ে গিয়েছিল।
২০১৭ সালে ক্রুনাল ইভেন্ট এবং সেলিব্রিটি ম্যানেজমেন্ট কর্মী পাঙ্খুরী শর্মাকে বিয়ে করেছিলেন। ক্রুনাল এবং পাঙ্খুরীর প্রেমের কাহিনি বেশ আকর্ষণীয়ভাবে শুরু হয়েছিল। যার মধ্যে ফিল্মি মশালাও কম ছিল না। ক্রণাল পাঙ্খুরীর হোয়াটসঅ্যাপ ডিপে দেখেই প্রথমবারেই তার প্রেমে পাগল হয়ে গিয়েছিল।
advertisement
3/8
২০১৬ সালে, আইপিএল চলাকালীন, ক্রুণা পাঙ্খুরীর ডিপি দেখেছিলেন। সে তাকে দেখে 'দিওয়ানা' হয়ে যায়। ক্রুণাল তার এক বন্ধুর সহায়তায় পাঙ্খুরীর সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছিলেন। ক্রুনালের সেই  বন্ধু দুজনের প্রথম সাক্ষাতের ব্যবস্থা করেছিলেন। এভাবেই ক্রুণাল ও পাঙ্খুরীর প্রথম সাক্ষাত হয়।
২০১৬ সালে, আইপিএল চলাকালীন, ক্রুণা পাঙ্খুরীর ডিপি দেখেছিলেন। সে তাকে দেখে 'দিওয়ানা' হয়ে যায়। ক্রুণাল তার এক বন্ধুর সহায়তায় পাঙ্খুরীর সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছিলেন। ক্রুনালের সেই বন্ধু দুজনের প্রথম সাক্ষাতের ব্যবস্থা করেছিলেন। এভাবেই ক্রুণাল ও পাঙ্খুরীর প্রথম সাক্ষাত হয়।
advertisement
4/8
ক্রুরণালের সঙ্গে প্রথম ডেটিংয়ে গিয়েই তারকা ক্রিকেটারকে পছন্দ হয়ে যায় পাঙ্খুরীর। এরপরে তারা বছর দুয়েক ধরে একাধিকবার ডেটিং করেন। দুজনের প্রেমও গভীর হয়। এবং পাঙ্খুরীকে বিয়ে করার সিদ্ধান্ত নেন ক্রুণাল।
ক্রুরণালের সঙ্গে প্রথম ডেটিংয়ে গিয়েই তারকা ক্রিকেটারকে পছন্দ হয়ে যায় পাঙ্খুরীর। এরপরে তারা বছর দুয়েক ধরে একাধিকবার ডেটিং করেন। দুজনের প্রেমও গভীর হয়। এবং পাঙ্খুরীকে বিয়ে করার সিদ্ধান্ত নেন ক্রুণাল।
advertisement
5/8
তবে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য ক্রুণাল আইপিএল জেতা পর্যত্ন অপেক্ষা করেছিলেন। ২০১৭ সালে আইপিএল জয় ও ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হওয়ার পর পাঙ্খুরীকে মাঠেই ফিল্মী কায়দায় বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ক্রুণাল। বিয়ের প্রস্তাবে রাজি হন পাঙ্খুরী।
তবে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য ক্রুণাল আইপিএল জেতা পর্যত্ন অপেক্ষা করেছিলেন। ২০১৭ সালে আইপিএল জয় ও ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হওয়ার পর পাঙ্খুরীকে মাঠেই ফিল্মী কায়দায় বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ক্রুণাল। বিয়ের প্রস্তাবে রাজি হন পাঙ্খুরী।
advertisement
6/8
মুম্বইয়ের জুহুতে জে ডাব্লু মেরিয়ট-এ ক্রুনাল এবং পাঙ্খুরীর বিয়ে অনুষ্ঠান হয়েছিল।  বিয়েতে সচিন তেন্ডুলকর থেকে শুরু করে অমিতাভ বচ্চন, নীতা আম্বানিও অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন।
মুম্বইয়ের জুহুতে জে ডাব্লু মেরিয়ট-এ ক্রুনাল এবং পাঙ্খুরীর বিয়ে অনুষ্ঠান হয়েছিল। বিয়েতে সচিন তেন্ডুলকর থেকে শুরু করে অমিতাভ বচ্চন, নীতা আম্বানিও অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন।
advertisement
7/8
বিয়ের দিনও চমক দিয়েছিলেন ক্রুণাল পান্ডিয়া। বুলেট বাইকে করে বিয়ে করতে পৌছেছিলেন ক্রুণাল। বাইকটি চালাচ্ছিলেন হার্দিক পান্ডিয়া। আর বাইকের সঙ্গে যুক্ত অন্য একটি সিটে বসেছিলেন ক্রুণাল।
বিয়ের দিনও চমক দিয়েছিলেন ক্রুণাল পান্ডিয়া। বুলেট বাইকে করে বিয়ে করতে পৌছেছিলেন ক্রুণাল। বাইকটি চালাচ্ছিলেন হার্দিক পান্ডিয়া। আর বাইকের সঙ্গে যুক্ত অন্য একটি সিটে বসেছিলেন ক্রুণাল।
advertisement
8/8
দুজনের বিয়ের ছবিগুলি বেশ ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। যা সকলেই খুব পছন্দ করেছিল।বিয়ের দিন উৎসবের আমেজে ফটোশুটও করতে দেখা যায় হার্দিক-ক্রুণাল-পাঙ্খুরী সহ সকল অতিথিরা। বর্তমানে সন্তান সহ সুখী দাম্পত্য জীবন উপভোগ করছেন দুজনেই।
দুজনের বিয়ের ছবিগুলি বেশ ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। যা সকলেই খুব পছন্দ করেছিল।বিয়ের দিন উৎসবের আমেজে ফটোশুটও করতে দেখা যায় হার্দিক-ক্রুণাল-পাঙ্খুরী সহ সকল অতিথিরা। বর্তমানে সন্তান সহ সুখী দাম্পত্য জীবন উপভোগ করছেন দুজনেই।
advertisement
advertisement
advertisement