রিলায়েন্স ফাউন্ডেশন ডেভলপমেন্ট লিগের ন্যাশানাল গ্রুপ স্টেজের প্রথম ম্যাচেই অনবদ্য জয় পেল মোহনবাগান।
নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচে ২-১ গোলে জয় পায় সবুজ-মেরুণ ব্রিগেড। দৃষ্টিনন্দন ফুটবল খেলে মোহনবাগানের অনুর্ধ্ব ২১ দল।
টাইসন ২ গোল করলেও উভয় ক্ষেত্রেই গোলের বল বাড়ান আমনদীপ। এছাড়া ম্যাচে মোহনবাগানের একটি গোল বাতিল করা হয়।
এছাড়া ম্যাচে একাধি সুযোগ তৈরি করেছিন মোহনবাগাব। সেই সকল সুযোগ নষ্ট না করলে বড় ব্যবধানে জয়ের সুযোগ ছিল পাল তোলা নৌকার।
রবিবার স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার বিরুদ্ধে জাতীয় স্তরের গ্রুপের দ্বিতীয় ম্যাচ খেলবে মোহনবাগান। তার আগে এই জয় আত্মবিশ্বাস অনেকটাই বাড়াল দলের।
...