IND vs ENG: ওভালে জমে গেল ফাইনাল টেস্ট! ইংরেজদের চোখে চোখ রেখে জবাব দিল ভারত

Last Updated:
IND VS ENG 5th Test: জমে গেল ওভাল টেস্ট। প্রথম ইনিংসের ব্যাটিং ভাল না হলেও বোলারদের বদান্যতায় ম্যাচে ফিরল টিম ইন্ডিয়া। ভারতীয় পেসারদের দাপটে মাত্র ২৩ রানের লিড নিল ইংল্যান্ড।
1/6
জমে গেল ওভাল টেস্ট। প্রথম ইনিংসের ব্যাটিং ভাল না হলেও বোলারদের বদান্যতায় ম্যাচে ফিরল টিম ইন্ডিয়া। ভারতীয় পেসারদের দাপটে মাত্র ২৩ রানের লিড নিল ইংল্যান্ড।  (Photo-AP)
জমে গেল ওভাল টেস্ট। প্রথম ইনিংসের ব্যাটিং ভাল না হলেও বোলারদের বদান্যতায় ম্যাচে ফিরল টিম ইন্ডিয়া। ভারতীয় পেসারদের দাপটে মাত্র ২৩ রানের লিড নিল ইংল্যান্ড। (Photo-AP)
advertisement
2/6
দ্বিতীয় দিনের সকালে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ২২৪ রানে। ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৯২ রানের পার্টনারশিপ গড়েন বেন ডাকেট ও জ্যাক ক্রলি। ডাকেটকে আউট করে ইংল্যান্ডকে প্রথম ধাক্কা দেন আকাশ দীপ।   (Photo-AP)
দ্বিতীয় দিনের সকালে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ২২৪ রানে। ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৯২ রানের পার্টনারশিপ গড়েন বেন ডাকেট ও জ্যাক ক্রলি। ডাকেটকে আউট করে ইংল্যান্ডকে প্রথম ধাক্কা দেন আকাশ দীপ। (Photo-AP)
advertisement
3/6
প্রথম উইকেট পড়তেই আর সেভাবে ম্যাচে ঘুড়ে দাঁড়াতে পারেনি ইংরেজরা। সৌজন্যে মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণার দুরন্ত বোলিং। জ্যাক ক্রলির  ৬৪, হ্যারি ব্রুকের ৫৩ ও বেন ডাকেটের ৪৩ রান ছাড়া কোনও ব্যাটার সেভাবে বড় স্কোর করতে পারেনি।  (Photo-AP)
প্রথম উইকেট পড়তেই আর সেভাবে ম্যাচে ঘুড়ে দাঁড়াতে পারেনি ইংরেজরা। সৌজন্যে মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণার দুরন্ত বোলিং। জ্যাক ক্রলির ৬৪, হ্যারি ব্রুকের ৫৩ ও বেন ডাকেটের ৪৩ রান ছাড়া কোনও ব্যাটার সেভাবে বড় স্কোর করতে পারেনি। (Photo-AP)
advertisement
4/6
একটা সময় ইংল্যান্ডের স্কোর ছিল ১২৯ রানে ১ উইকেট। সেখান থেকে ২৪৭ রানে অলআউ হয়ে যায় পুরো দল। চোটের কারণে ব্যাট করতে নামেননি ক্রিস ওকস। ফলে ৯ উইকেটেই শেষ হয় ইনিংস।  (Photo-AP)
একটা সময় ইংল্যান্ডের স্কোর ছিল ১২৯ রানে ১ উইকেট। সেখান থেকে ২৪৭ রানে অলআউ হয়ে যায় পুরো দল। চোটের কারণে ব্যাট করতে নামেননি ক্রিস ওকস। ফলে ৯ উইকেটেই শেষ হয় ইনিংস। (Photo-AP)
advertisement
5/6
ভারতের পেস অ্যাটাকে এদিন সবথেকে ভাল বোলিং করেন মহম্মদ সিরাজ। কারণ ইংল্যান্ডের ব্যাটিং অ্যাটাকে অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, জেকব বেথেল, সকব প্রথম সারির ব্যাটারদের উইকেট পান।  (Photo-AP)
ভারতের পেস অ্যাটাকে এদিন সবথেকে ভাল বোলিং করেন মহম্মদ সিরাজ। কারণ ইংল্যান্ডের ব্যাটিং অ্যাটাকে অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, জেকব বেথেল, সকব প্রথম সারির ব্যাটারদের উইকেট পান। (Photo-AP)
advertisement
6/6
অপরদিকে, প্রসিদ্ধ কৃষ্ণা দলে ফিরে নিজেকে আরও একবার প্রমাণ করেন তিনিও ৪ উইকেট নেন। তিনি শিকার করেন জ্যাক ক্রলি, জেমি স্মিথ, জেমি ওভারটন ও গাস আটকিনসন।  (Photo-AP)
অপরদিকে, প্রসিদ্ধ কৃষ্ণা দলে ফিরে নিজেকে আরও একবার প্রমাণ করেন তিনিও ৪ উইকেট নেন। তিনি শিকার করেন জ্যাক ক্রলি, জেমি স্মিথ, জেমি ওভারটন ও গাস আটকিনসন। (Photo-AP)
advertisement
advertisement
advertisement