Mohammed Siraj Injury: গলায় লাগল সজোরে বল, মুখে যন্ত্রণার চরম ছাপ, তারপর, লেটেস্ট আপডেট

Last Updated:
Mohammed Siraj Injury: আগে দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির এই ধরণের চোট পেয়েছিলেন৷  তাঁর এই চোটের ব্যাথা কমতে পাঁচ ঘণ্টা লেগেছিল
1/6
: মহম্মদ সিরাজের গলায় ধাঁই করে লাগল বল৷ বাউন্ডারি রোপের ধারে ফিল্ডিং করার সময় আঘাত পান ভারতের তারকা পেস ব্যাটারি৷ রবিবার দিওয়ালির দিন সব ভাল ভারতের পক্ষে গেলেও এই খবরে খুশি নয় টিম ইন্ডিয়া৷ Photo- AP 
: মহম্মদ সিরাজের গলায় ধাঁই করে লাগল বল৷ বাউন্ডারি রোপের ধারে ফিল্ডিং করার সময় আঘাত পান ভারতের তারকা পেস ব্যাটারি৷ রবিবার দিওয়ালির দিন সব ভাল ভারতের পক্ষে গেলেও এই খবরে খুশি নয় টিম ইন্ডিয়া৷ Photo- AP 
advertisement
2/6
বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে তখন ভারত বনাম নেদারল্যান্ডস ম্যাচের ১৫ তম ওভারের খেলা হচ্ছিল৷ কুলদীপ যাদবের বল মারতে গিয়ে হিসেব মেলেনি ম্যাক্স ও ডউডের৷ আকাশে অনেক উঁচুতে ভাসতে থাকা বলের নিচে চলে আসেন মহম্মদ সিরাজ৷
বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে তখন ভারত বনাম নেদারল্যান্ডস ম্যাচের ১৫ তম ওভারের খেলা হচ্ছিল৷ কুলদীপ যাদবের বল মারতে গিয়ে হিসেব মেলেনি ম্যাক্স ও ডউডের৷ আকাশে অনেক উঁচুতে ভাসতে থাকা বলের নিচে চলে আসেন মহম্মদ সিরাজ৷
advertisement
3/6
কিন্তু মহম্মদ সিরাজ বলটি মিস করেন এবং বলটি সজোরে এসে তাঁর গলায় আঘাত করে৷ Photo- AP
কিন্তু মহম্মদ সিরাজ বলটি মিস করেন এবং বলটি সজোরে এসে তাঁর গলায় আঘাত করে৷ Photo- AP
advertisement
4/6
কিছুক্ষণ মাঠের মধ্যে দাঁড়িয়ে থাকেন সিরাজ কিন্তু তাঁর যন্ত্রণা হচ্ছিল ফলে বিসিসিআই মেডিক্যাল  টিম তাঁকে মাঠের বাইরে নিয়ে যায়৷ Photo- AP
কিছুক্ষণ মাঠের মধ্যে দাঁড়িয়ে থাকেন সিরাজ কিন্তু তাঁর যন্ত্রণা হচ্ছিল ফলে বিসিসিআই মেডিক্যাল  টিম তাঁকে মাঠের বাইরে নিয়ে যায়৷ Photo- AP
advertisement
5/6
বাউন্ডারি রোপের ধারেও তিনি বেশ কিছুক্ষণ বসে থাকেন তারপর গিয়ে বসেন ডাগআউটে৷ Photo- AP
বাউন্ডারি রোপের ধারেও তিনি বেশ কিছুক্ষণ বসে থাকেন তারপর গিয়ে বসেন ডাগআউটে৷ Photo- AP
advertisement
6/6
পরে তিনি মাঠে ফিল্ডিং করতেও নামেন৷ এর আগে দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির এই ধরণের চোট পেয়েছিলেন৷  তাঁর এই চোটের ব্যাথা কমতে পাঁচ ঘণ্টা লেগেছিল৷ তবে সিরাজ এদিন ফের বল হাতে বলও করেন৷ Photo- AP
পরে তিনি মাঠে ফিল্ডিং করতেও নামেন৷ এর আগে দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির এই ধরণের চোট পেয়েছিলেন৷  তাঁর এই চোটের ব্যাথা কমতে পাঁচ ঘণ্টা লেগেছিল৷ তবে সিরাজ এদিন ফের বল হাতে বলও করেন৷ Photo- AP
advertisement
advertisement
advertisement