Andre Russell : রাসেলকে কেন ছেড়ে দিল কেকেআর? একজনের জন্য! নাইটদের বড় রহস্য ফাঁস করে দিলেন মহম্মদ কাইফ
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Andre Russell : ২০২৬ আইপিএলের আগে মিনি নিলাম হবে। তার আগে সব দল রিটেনশন লিস্ট তৈরি করে ফেলেছে। প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ অবশ্য রাসেল আর কেকেআরের এই বিচ্ছেদ ভালভাবে নেননি।
advertisement
advertisement
advertisement
advertisement
কাঈফ বলেছেন, ''রাসেলের মতো ক্রিকেটারকে ছেড়ে দেওয়া সঠিক সিদ্ধান্ত নয় কেকেআরের। ওর মতো খেলোয়াড়ের জন্য এটা ১২ কোটি টাকা খুব একটা বড় অঙ্ক নয়। এমন বিগ হিটার সচরাচর আসে না। ওর ফর্ম নিয়ে সমস্যা ছিল। তবে কোচ পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিছু পরিবর্তন আনা হয় যে কোনও দলে। আমার মনে হয়, রাসেলকে ছেড়ে দেওয়া কেকেআরের বড় সিদ্ধান্ত।''
advertisement
