লড়াই করে বেঁচে থাকার নামই জীবন’—কথাটা রুকসানা বেগমের চেয়ে ভালো কেই–বা বুঝতে পেরেছেন! বক্সিং রিংয়ে লড়তে হয় প্রতিপক্ষের সঙ্গে। কিন্তু রিংয়ের বাইরেও যে পাহাড় সমান লড়াই করতে হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ বক্সারকে, লড়তে হয়েছে নিজের পরিবার, সমাজের সঙ্গেও