Malda News: জাতীয় স্তরে দৌড় প্রতিযোগিতায় ডাবল চ্যাম্পিয়ন মালদহের সাইরিন, লক্ষ্য আকাশ ছোঁয়ার

Last Updated:
রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত জাতীয় স্তরের ইয়ুথ গেমস এডুকেশন ফেডারেশন ইন্ডিয়া দ্বারা আয়োজিত অনূর্ধ্ব ১৯ মহিলা বিভাগে ১০০ মিটার এবং ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম হয় সাইরিন পারভিন। তাঁর এমন সাফল্যের খুশির হাওয়া দেখা দিয়েছে জেলা জুড়ে।
1/5
জাতীয় স্তরে এবারে দৌড় প্রতিযোগিতায় বাংলার হয়ে দুই দুটি সোনা জয় মালদহের মেয়ে সাইরিনের। প্রায় ৩০০ জন প্রতিযোগীকে পেছনে ফেলে ১০০ মিটার এবং ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়ে নজর কাড়লো মালদহের কালিয়াচকের ট্রাক চালকের মেয়ে সাইরিন পারভিন।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
জাতীয় স্তরে এবারে দৌড় প্রতিযোগিতায় বাংলার হয়ে দুই দুটি সোনা জয় মালদহের মেয়ে সাইরিনের। প্রায় ৩০০ জন প্রতিযোগীকে পেছনে ফেলে ১০০ মিটার এবং ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়ে নজর কাড়লো মালদহের কালিয়াচকের ট্রাক চালকের মেয়ে সাইরিন পারভিন।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/5
রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত জাতীয় স্তরের ইয়ুথ গেমস এডুকেশন ফেডারেশন ইন্ডিয়া দ্বারা আয়োজিত অনূর্ধ্ব ১৯ মহিলা বিভাগে ১০০ মিটার এবং ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম হয় সাইরিন পারভিন। তাঁর এমন সাফল্যের খুশির হাওয়া দেখা দিয়েছে জেলা জুড়ে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত জাতীয় স্তরের ইয়ুথ গেমস এডুকেশন ফেডারেশন ইন্ডিয়া দ্বারা আয়োজিত অনূর্ধ্ব ১৯ মহিলা বিভাগে ১০০ মিটার এবং ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম হয় সাইরিন পারভিন। তাঁর এমন সাফল্যের খুশির হাওয়া দেখা দিয়েছে জেলা জুড়ে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
3/5
কালিয়াচক গার্লস হাইস্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী সাইরিন পারভিন। বাড়ি মালদহের কালিয়াচক কালিকাপুর কবিরাজ পাড়া এলাকায়। বাবা হাফিজুল শেখ পেশায় একজন ট্রাক চালক, মা এলেনুর বিবি গৃহবধূ।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
কালিয়াচক গার্লস হাইস্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী সাইরিন পারভিন। বাড়ি মালদহের কালিয়াচক কালিকাপুর কবিরাজ পাড়া এলাকায়। বাবা হাফিজুল শেখ পেশায় একজন ট্রাক চালক, মা এলেনুর বিবি গৃহবধূ।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
4/5
মা এলেনুর বিবি জানান,
মা এলেনুর বিবি জানান, "পরিবারের আর্থিক অনটন থাকা সত্ত্বেও পড়াশোনার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যাচ্ছে মেয়ে। কোন রকম ভাবে ট্রাক চালিয়ে পরিবারের হাল ধরেন স্বামী। এমন পরিস্থিতিতে মেয়ের এমন সাফল্য দেখে খুব ভাল লাগছে। আমরা চাই আগামীতে আরও বড় জায়গায় যাক মেয়ে।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
5/5
স্কুলের ক্রীড়া শিক্ষিকা শ্রাবণী জানান,
স্কুলের ক্রীড়া শিক্ষিকা শ্রাবণী জানান, "স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়াশোনার সময় থেকে মালদহ শহরে গিয়ে নিয়মিত খেলাধুলার প্রশিক্ষণ নিত সাইরিন। এর আগে জেলা, রাজ্য ও জাতীয় স্তরের দৌড় প্রতিযোগিতায় একাধিকবার প্রথম হয়েছে সে। আন্তর্জাতিক স্তরেও প্রথম হয়েছিল নেপালে গিয়ে। এ বছর আবার জাতীয় স্তরে একই সাথে দুটি স্বর্ণপদক এনেছে সাইরিন। তার এমন সাফল্যে শুধু জেলা নয় রাজ্যবাসিও গর্বিত।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
advertisement
advertisement