৩১ বছর ধরে এই মেয়েকে ভালবাসেন মেসি! ৫-এ প্রেম, ২৫ বছর পর বিয়ে

Last Updated:
Lionel Messi love story: ৩১টা বসন্ত ধরে একজনকেই ভালবেসেছেন মেসি। স্বপ্নের মতো তাঁর প্রেমের গল্প।
1/6
আজ লিওনেল মেসির বয়স হল ৩৬। জীবনের ৩১টা বসন্ত ধরে মেসি কিন্তু একজনকেই ভালবেসেছেন। ছোট ছেতে স্বপ্ন দেখেছেন, সেই মেয়েই একদিন তাঁর জীবনসঙ্গীনী হবে।
আজ লিওনেল মেসির বয়স হল ৩৬। জীবনের ৩১টা বসন্ত ধরে মেসি কিন্তু একজনকেই ভালবেসেছেন। ছোট ছেতে স্বপ্ন দেখেছেন, সেই মেয়েই একদিন তাঁর জীবনসঙ্গীনী হবে।
advertisement
2/6
আন্তোনেলা রোকুজোকে এখন সারা বিশ্ব চেনে। তিনি মেসির স্ত্রী। মেসি তাঁকে প্রথম দেখেছিলেন পাঁচ বছর বয়সে। খুড়তুতো ভাই লুকাসের বাড়িতে প্রথমবার অ্যান্তোনেলাকে দেখেছিলেন মেসি।
আন্তোনেলা রোকুজোকে এখন সারা বিশ্ব চেনে। তিনি মেসির স্ত্রী। মেসি তাঁকে প্রথম দেখেছিলেন পাঁচ বছর বয়সে। খুড়তুতো ভাই লুকাসের বাড়িতে প্রথমবার অ্যান্তোনেলাকে দেখেছিলেন মেসি।
advertisement
3/6
১০ বছর বয়সেই মেসি ঠিক করে ফেলেন, কোনও একদিন অ্যান্তোনেলা তাঁর প্রেমিকা হবে। সে কথা মেসি নাকি তাঁর বন্ধুদের চিঠি লিখে জানাতেন। অ্যান্তোনেলার প্রেমে অনেক ছোট থেকে হাবুডুবু খান মেসি।
১০ বছর বয়সেই মেসি ঠিক করে ফেলেন, কোনও একদিন অ্যান্তোনেলা তাঁর প্রেমিকা হবে। সে কথা মেসি নাকি তাঁর বন্ধুদের চিঠি লিখে জানাতেন। অ্যান্তোনেলার প্রেমে অনেক ছোট থেকে হাবুডুবু খান মেসি।
advertisement
4/6
 ২০০৯ সালে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ জিতে। মেসি তার পর এক সাক্ষাৎকারে অ্যান্তোনেলার কথা সারা বিশ্বকে জানান। ততদিনে মেসি ও অ্যান্তোনেলা পরস্পরের অনেক কাছাকাছি চলে এসেছিলেন।
২০০৯ সালে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ জিতে। মেসি তার পর এক সাক্ষাৎকারে অ্যান্তোনেলার কথা সারা বিশ্বকে জানান। ততদিনে মেসি ও অ্যান্তোনেলা পরস্পরের অনেক কাছাকাছি চলে এসেছিলেন।
advertisement
5/6
২০১২ থেকে মেসির সঙ্গেই থাকেন অ্যান্তোনেলা। ২০১৭-তে দ্বিতীয় সন্তান মাতেওর জন্মের পর মেসি ও অ্যান্তোনেলা বিয়ে করেন। এখন তাঁরা তিন ছেলের বাবা-মা। তিয়াগো, মাতেও ও সিরো তাঁদের সন্তান।
২০১২ থেকে মেসির সঙ্গেই থাকেন অ্যান্তোনেলা। ২০১৭-তে দ্বিতীয় সন্তান মাতেওর জন্মের পর মেসি ও অ্যান্তোনেলা বিয়ে করেন। এখন তাঁরা তিন ছেলের বাবা-মা। তিয়াগো, মাতেও ও সিরো তাঁদের সন্তান।
advertisement
6/6
 ৮০৭টি গোলের মালিক মেসি বরাবর অ্যান্তোনেলাকেই ভালবেসেছেন। তাঁর নামে কখনও কোনও কেচ্ছা-কেলেঙ্কারি শোনা যায়নি। অন্য কোনও মহিলার সঙ্গে মেসির নামও কখনও জড়ায়নি।
৮০৭টি গোলের মালিক মেসি বরাবর অ্যান্তোনেলাকেই ভালবেসেছেন। তাঁর নামে কখনও কোনও কেচ্ছা-কেলেঙ্কারি শোনা যায়নি। অন্য কোনও মহিলার সঙ্গে মেসির নামও কখনও জড়ায়নি।
advertisement
advertisement
advertisement