হার্দিক -রাহুলই নয়, আগেও সিরিজের মধ্যে দেশে ফিরিয়ে দেওয়া হয়েছিল তারকা ক্রিকেটারকে

Last Updated:
1/7
হার্দিক পান্ডিয়াকে নিয়ে ছি ছি ৷ লোকেশ রাহুলকে নিয়েও মুখ বেঁকাচ্ছেন সকলেই ৷ Koffee with Karan এ শো তে তাঁদের বিতর্কিত ইন্টারভিউয়ের পর পরিস্থিতি আগুন ৷  Photo- Courtesy - Twitter
হার্দিক পান্ডিয়াকে নিয়ে ছি ছি ৷ লোকেশ রাহুলকে নিয়েও মুখ বেঁকাচ্ছেন সকলেই ৷ Koffee with Karan এ শো তে তাঁদের বিতর্কিত ইন্টারভিউয়ের পর পরিস্থিতি আগুন ৷ Photo- Courtesy - Twitter
advertisement
2/7
BCCI দুই ক্রিকেটারকে সব ধরণের ক্রিকেট থেকে সাসপেন্ড করে দিয়েছেন ৷ তাঁরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ চলাকালীনই দেশে ফিরছেন তাঁরা ৷
BCCI দুই ক্রিকেটারকে সব ধরণের ক্রিকেট থেকে সাসপেন্ড করে দিয়েছেন ৷ তাঁরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ চলাকালীনই দেশে ফিরছেন তাঁরা ৷
advertisement
3/7
দুই ক্রিকেটারের কীর্তিতে চটেছেন অধিনায়ক বিরাট কোহলিও ৷ মহিলাদের নিয়ে যেরকমভাবে বিদ্বেষমূলক মন্তব্য করা হয়েছে তাতে নাখুশ কোহলিও ৷ Photo- Courtesy - Twitter
দুই ক্রিকেটারের কীর্তিতে চটেছেন অধিনায়ক বিরাট কোহলিও ৷ মহিলাদের নিয়ে যেরকমভাবে বিদ্বেষমূলক মন্তব্য করা হয়েছে তাতে নাখুশ কোহলিও ৷ Photo- Courtesy - Twitter
advertisement
4/7
তবে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এই প্রথম এইধরণের ঘটনা ঘটল তা নয় এর আগেও এক তারকা ক্রিকেটারকে সিরিজ চলাকালীন সাসপেন্ড করে দেশে ফিরিয়ে দেওয়া হয়েছিল ৷ Photo- Collected
তবে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এই প্রথম এইধরণের ঘটনা ঘটল তা নয় এর আগেও এক তারকা ক্রিকেটারকে সিরিজ চলাকালীন সাসপেন্ড করে দেশে ফিরিয়ে দেওয়া হয়েছিল ৷ Photo- Collected
advertisement
5/7
লালা অমরনাথকে ১৯৩৬ সালে ৮২ বছর আগে এভাবে সিরিজের মধ্যে দেশে পাঠানো হয়েছিল ৷ Photo- Collected
লালা অমরনাথকে ১৯৩৬ সালে ৮২ বছর আগে এভাবে সিরিজের মধ্যে দেশে পাঠানো হয়েছিল ৷ Photo- Collected
advertisement
6/7
সে সময়ের দলের অধিনায়ক মহারাজ অফ বিজয়নগরম বা ভিজি লালা অমরনাথের বিরুদ্ধে ড্রেসিংরুম পলিটিক্সের অভিযোগ এনেছিলেন ৷ Photo- Collected
সে সময়ের দলের অধিনায়ক মহারাজ অফ বিজয়নগরম বা ভিজি লালা অমরনাথের বিরুদ্ধে ড্রেসিংরুম পলিটিক্সের অভিযোগ এনেছিলেন ৷ Photo- Collected
advertisement
7/7
এটা অবশ্য হয়েছিল প্রথম শ্রেণীর ক্রিকেটে ৷ এর আগে ভারতীয় ড্রেসিংরুমের বিভিন্ন ঘটনা নিয়ে অসন্তোষ হলেও এভাবে সিরিজের মধ্যে দেশে পিরিয়ে নেওয়ার ঘটনা খনও ঘটেনি ৷ Photo- Collected
এটা অবশ্য হয়েছিল প্রথম শ্রেণীর ক্রিকেটে ৷ এর আগে ভারতীয় ড্রেসিংরুমের বিভিন্ন ঘটনা নিয়ে অসন্তোষ হলেও এভাবে সিরিজের মধ্যে দেশে পিরিয়ে নেওয়ার ঘটনা খনও ঘটেনি ৷ Photo- Collected
advertisement
advertisement
advertisement