KL Rahul: গোয়েঙ্কার বিরুদ্ধে প্রেস্টিজ ফাইটে জয়ী রাহুল! লখনউ মালিকের হাসি কাড়লেন ২ বাংলার ক্রিকেটারও

Last Updated:
KL Rahul: মঙ্গলবার আইপিএলে শুধু দিল্লি বনাম লখনউ ম্যাচ ছিল না। আরও একটা খেলা চলছিল এলএসজি কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ও কেএল রাহুলের। সেই প্রেস্টিজ ফাইটে শেষ হাসি হাসলেন রাহুল। ধমকের জবাব ব্যাটে দিলেন ভারতীয় তারকা।
1/5
মঙ্গলবার আইপিএলে শুধু দিল্লি বনাম লখনউ ম্যাচ ছিল না। আরও একটা খেলা চলছিল এলএসজি কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ও কেএল রাহুলের। সেই প্রেস্টিজ ফাইটে শেষ হাসি হাসলেন রাহুল। ধমকের জবাব ব্যাটে দিলেন ভারতীয় তারকা। (Photo Courtesy- AP)
মঙ্গলবার আইপিএলে শুধু দিল্লি বনাম লখনউ ম্যাচ ছিল না। আরও একটা খেলা চলছিল এলএসজি কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ও কেএল রাহুলের। সেই প্রেস্টিজ ফাইটে শেষ হাসি হাসলেন রাহুল। ধমকের জবাব ব্যাটে দিলেন ভারতীয় তারকা। (Photo Courtesy- AP)
advertisement
2/5
একময় এলএসজির প্রথম ক্রিকেটার ছিলেন কেএল রাহুল। গতবার আইপিএলে রাহুলকে সঞ্জীব গোয়েঙ্কা একটি ম্যাচের শেষে ধমক দিয়েছিল। তারপর থেকেই রাহুলের দল ছাড়ার গুঞ্জন চলছিল। শেষ পর্যন্ত রাহুলকে রিটেন করেনি এলএসজি। (Photo Courtesy- AP)
একময় এলএসজির প্রথম ক্রিকেটার ছিলেন কেএল রাহুল। গতবার আইপিএলে রাহুলকে সঞ্জীব গোয়েঙ্কা একটি ম্যাচের শেষে ধমক দিয়েছিল। তারপর থেকেই রাহুলের দল ছাড়ার গুঞ্জন চলছিল। শেষ পর্যন্ত রাহুলকে রিটেন করেনি এলএসজি। (Photo Courtesy- AP)
advertisement
3/5
এবার নিলামে কেএল রাহুলকে দলে নেয় দিল্লি। আর সেই রাহুলের ব্যাটের ধামাকাতেই ঘরের মাঠে খড়কুটর মত উড়ে গেল লখনউ। এলএসজির দেওয়া ১৬০ রানের টার্গেট ১৩ বল বাকি থাকতেই করে ফেলে দিল্লি। ৮ উইকেটে ম্যাচ জেতে রাজধানীর দল। (Photo Courtesy- AP)
এবার নিলামে কেএল রাহুলকে দলে নেয় দিল্লি। আর সেই রাহুলের ব্যাটের ধামাকাতেই ঘরের মাঠে খড়কুটর মত উড়ে গেল লখনউ। এলএসজির দেওয়া ১৬০ রানের টার্গেট ১৩ বল বাকি থাকতেই করে ফেলে দিল্লি। ৮ উইকেটে ম্যাচ জেতে রাজধানীর দল। (Photo Courtesy- AP)
advertisement
4/5
ম্যাচে ৪২ বলে ৫৭ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেন কেএল রাহুল। ৩টি চার ও ৩টি ছয় মারেন তিনি। গতবার পর্যন্ত যে একানা তাঁর হোম গ্রাউন্ড ছিল সে মাঠেই নিজের সেরাটা দিতে পারে তৃপ্ত কেএল রাহুল। (Photo Courtesy- AP)
ম্যাচে ৪২ বলে ৫৭ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেন কেএল রাহুল। ৩টি চার ও ৩টি ছয় মারেন তিনি। গতবার পর্যন্ত যে একানা তাঁর হোম গ্রাউন্ড ছিল সে মাঠেই নিজের সেরাটা দিতে পারে তৃপ্ত কেএল রাহুল। (Photo Courtesy- AP)
advertisement
5/5
রাহুলকে যোগ্য সঙ্গ দেন আইপিএলের একমাত্র বাঙালি ক্রিকেটার অভিষেক পোরেল। ৩৬ বলে ৫১ রানের ঝকধকে ইনিংস খেলেন তিনি। এর আগে বোলিংয়ে ৪ ওভার ৩৩ রান দিয়ে ৪ উইকেট নেন অপর এক বাংলার ক্রিকেটার মুকেশ কুমার। (Photo Courtesy- AP)
রাহুলকে যোগ্য সঙ্গ দেন আইপিএলের একমাত্র বাঙালি ক্রিকেটার অভিষেক পোরেল। ৩৬ বলে ৫১ রানের ঝকধকে ইনিংস খেলেন তিনি। এর আগে বোলিংয়ে ৪ ওভার ৩৩ রান দিয়ে ৪ উইকেট নেন অপর এক বাংলার ক্রিকেটার মুকেশ কুমার। (Photo Courtesy- AP)
advertisement
advertisement
advertisement