KL Rahul Athiya Wedding: কেএল রাহুলের চেয়ে লম্বা আথিয়া শেট্টি? দু'জনের মধ্যে ঠিক কত 'ইঞ্চির' ফারাক? শুনলে চোখ কপালে উঠবে!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
KL Rahul Athiya Wedding: ভারতীয় ক্রিকেটার কেএল রাহুল সোমবার, ২৩ জানুয়ারি, সুনীল শেট্টির মেয়ে আথিয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন। অনেক দিন ধরেই এই দুই লাভ বার্ডের ডেটিং-এর খবর গুঞ্জন আকারে প্রকাশ্যে আসছিল। প্রেমিক যুগল কখনও দুজনে প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা না বললেও, আগুন থাকলে ধোয়া তো দেখা যাবেই। দুজনের সম্পর্কের খবর তাই বেরিয়ে আসতেই থাকে। শেষে বিয়ের তারিখ ও ভেন্যু ফাঁস হয়ে যায়। বলিউডে আথিয়ার উচ্চতা নিয়ে জল্পনা উঠে এসেছে বার বার। তাই অনুরাগীদের অনেকেরই প্রশ্ন দীর্ঘাঙ্গী আথিয়া কি সত্যিই কেএলের থেকে লম্বা?
advertisement
ভারতীয় ক্রিকেটার কেএল রাহুল সোমবার, ২৩ জানুয়ারি, সুনীল শেট্টির মেয়ে আথিয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন। অনেক দিন ধরেই এই দুই লাভ বার্ডের ডেটিং-এর খবর গুঞ্জন আকারে প্রকাশ্যে আসছিল। প্রেমিক যুগল কখনও দুজনে প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা না বললেও, আগুন থাকলে ধোয়া তো দেখা যাবেই। দুজনের সম্পর্কের খবর তাই বেরিয়ে আসতেই থাকে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement