ইডেন গার্ডেন্সে কেকেআরের বিরুদ্ধে স্মরণীয় ইনিংস কেললেন হ্যারি ব্রুক। আইপিএলের ইতিহাসের পাতায় নাম লেখালেন তিনি।
2/ 7
আইপিএল ২০২৩ মরসুমে প্রথম শতরান আসল সানরাইজার্স হায়দরাবাদের ইংল্যান্ড তারকার ব্যাট থেকে। কেকেআর বোলারদের রীতিমত শাসন করলেন ব্রুক।
3/ 7
মরসুমের প্রথম তিনটি ম্যাচ খুব একটা ভালো যায়নি হ্যারি ব্রুকের। চতুর্থ ম্যাচে শতরান করে প্রমাণ করে দিলেন কেন তাকে দলে নিয়েছিল অরেঞ্জ আর্মি।
4/ 7
আইপিএল ১৩.২৫ কোটি টাকায় হ্যারি ব্রুককে দলে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। তার আগে দেশের হয়ে দুরন্ত ফর্মে ছিলেন তিনি। পাক সফরে করেছিলেন ৩টি সেঞ্চুরি।
5/ 7
এদিন কেকেআরের বিরুদ্ধে প্রথম থেকেই বিদ্ধংসী মেজাজে ব্যাট করতে থাকেন হ্যারি ব্রুক। একের পর এক মারকাটারি শট খেলতে থাকেন ইংল্যান্ডের তারকা ব্যাটার।
6/ 7
গত মরসুমেও আইপিএলে প্রথম শতরান এসেছিল ইংল্যান্ড ক্রিকেটারের ব্যাট থেকে। জস বাটলার করেছিলেন শতরান। এবার এক ইংল্যান্ড ব্যাটারই করলেন প্রথম শতরান।
7/ 7
এদিন কেকেআরের বিরুদ্ধে ৫৫ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেন হ্যারি ব্রুক। ১২টি চার ও ৩টি ছয়ে সাজানো তার ইনিংস। ইতিহাসের পাতায় নাম তুলতে পেরে খুশি ব্রুক।
KKR vs SRH: কেন তাঁর দাম ১৩.২৫ কোটি, ২০২৩ আইপিএলে ইতিহাস তৈরি করে প্রমাণ করলেন হ্যারি ব্রুক
এদিন কেকেআরের বিরুদ্ধে ৫৫ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেন হ্যারি ব্রুক। ১২টি চার ও ৩টি ছয়ে সাজানো তার ইনিংস। ইতিহাসের পাতায় নাম তুলতে পেরে খুশি ব্রুক।