KKR vs DC: দিল্লি ম্যাচের আগে ৫ বড় চিন্তা কেকেআরের! জয়ের হ্যাটট্রিক হবে তো? জানুন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Kolkata Knight Riders: ৩ এপ্রিল বুধবার অ্যাওয়ে ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামবে কেকেআর। জয়ের হ্যাটট্রিক লক্ষ্য থাকলেও, দিল্লি ম্যাচে ৫ চিন্তা ভোগাচ্ছে নাইট শিবিরকে।
পরপর দুটি ম্যাচ জিতে আইপিএল ২০২৪-এ দুরন্ত শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। ৩ এপ্রিল বুধবার অ্যাওয়ে ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামবে কেকেআর। জয়ের হ্যাটট্রিক লক্ষ্য থাকলেও, দিল্লি ম্যাচে ৫ চিন্তা ভোগাচ্ছে নাইট শিবিরকে।পরপর দুটি ম্যাচ জিতে আইপিএল ২০২৪-এ দুরন্ত শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। ৩ এপ্রিল বুধবার অ্যাওয়ে ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামবে কেকেআর। জয়ের হ্যাটট্রিক লক্ষ্য থাকলেও, দিল্লি ম্যাচে ৫ চিন্তা ভোগাচ্ছে নাইট শিবিরকে।
advertisement
মিচেল স্টার্কের অফ ফর্ম: ২৪ কোটি ৭৫ লক্ষ রেকর্ড টাকা দিয়ে অজি স্পিড স্টার মিচেল স্টার্ককে নিয়েছিল কেকআর। সেই বোলার ২ ম্যাচে ৮ ওভার বিনা উইকেটে ১০০ রান খরচ করেছে। ফলে তৃতীয় ম্যাচে যদি স্টার্ক ফর্মে ফিরতে না পারে তাহলে চিন্তা আরও বাড়বে টিম ম্যানেজমেন্টের। যদিও কেকেআর বোলিং কোচ ভরত অরুণ শীঘ্রই স্টার্কের ফর্মে ফেরা নিয়ে আশাবাদী।
advertisement
শ্রেয়স আইয়ারের ছন্দের অভাব: প্রথমে চোটের কারণে কয়েকটি ম্যাচ খেলতে পারবেন কিা শ্রেয়স আইয়ার তা নিয়ে সংশয় ছিল। কিন্তু প্রথম ম্যাচ থেকেই মাঠে নেমে সেই চিন্তা দূর করেন কেকেআর অধিনায়ক। কিন্তু ব্যাটিংয়ে শ্রেয়সকে এখনও নিজের চেনা ছন্দে পাওয়া যায়নি। প্রথম ম্যাচে শূন্য় ও দ্বিতীয় ম্যাচে ৩৯। যদিও দ্বিতীয় ম্যাচে শুরুতেই ক্যাচ দিয়েছিলেন শ্রেয়স। তবে নিজের সেরাটা উজার করে দিতে ঘাম ঝরাচ্ছেন শ্রেয়স আইয়ার।
advertisement
advertisement
বরুণ চক্রবর্তীর অফ ফর্ম: পেসে মিচেল স্টার্ক চিন্তার কারণ হলে স্পিন বিভাগে বরুণ চক্রবর্তী কেকেআরের চিন্তা একটু বাড়িয়েছে। প্রথম ম্যাচে৪ ওভারে ৫৫ রান খরচ করে নিয়েছিলেন ১ উইকেট। দ্বিতীয় ম্যাচে ২ ওভারে ২০ রান দেওয়ার পর আর বোলিং মেলেনি। ফলে দলের স্পিন অ্যাটাকের অন্যতম সেরা অস্ত্র ছন্দে না থাকলে চিন্তা তো বাড়বেই।বরুণ চক্রবর্তীর অফ ফর্ম: পেসে মিচেল স্টার্ক চিন্তার কারণ হলে স্পিন বিভাগে বরুণ চক্রবর্তী কেকেআরের চিন্তা একটু বাড়িয়েছে। প্রথম ম্যাচে৪ ওভারে ৫৫ রান খরচ করে নিয়েছিলেন ১ উইকেট। দ্বিতীয় ম্যাচে ২ ওভারে ২০ রান দেওয়ার পর আর বোলিং মেলেনি। ফলে দলের স্পিন অ্যাটাকের অন্যতম সেরা অস্ত্র ছন্দে না থাকলে চিন্তা তো বাড়বেই।
advertisement