রিঙ্কু সিংয়ের হাতের ট্যাটুর ঘড়িতে কেন সময় ২.২১ ? কেকেআর তারকা জানালেন এর পেছনে রয়েছে বড় কারণ

Last Updated:
Kolkata Knight Riders: আইপিএল মানে শুধু ব্যাট-বলের দ্বৈরথ নয়। প্রিয় তারকাদের ব্যক্তিগত জীবন নিয়েও জানার কৌতুহল কম নয় ফ্যানেদের। বর্তমানে চর্চায় রয়েছে কেকেআর তারকা রিঙ্কু সিংয়ের ট্যাটু।
1/5
আইপিএল মানে শুধু ব্যাট-বলের দ্বৈরথ নয়। প্রিয় তারকাদের ব্যক্তিগত জীবন নিয়েও জানার কৌতুহল কম নয় ফ্যানেদের। বর্তমানে চর্চায় রয়েছে কেকেআর তারকা রিঙ্কু সিংয়ের ট্যাটু।
আইপিএল মানে শুধু ব্যাট-বলের দ্বৈরথ নয়। প্রিয় তারকাদের ব্যক্তিগত জীবন নিয়েও জানার কৌতুহল কম নয় ফ্যানেদের। বর্তমানে চর্চায় রয়েছে কেকেআর তারকা রিঙ্কু সিংয়ের ট্যাটু।
advertisement
2/5
আইপিএল বদলে দিয়েছে রিঙ্কু সিংয়ের জীবন। কেকেআরের হয়ে খেলার পর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তরুণ তারকাকে। জাতীয় দলের হয়েও খেলে ফেলেছেন রিঙ্কু সিং।
আইপিএল বদলে দিয়েছে রিঙ্কু সিংয়ের জীবন। কেকেআরের হয়ে খেলার পর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তরুণ তারকাকে। জাতীয় দলের হয়েও খেলে ফেলেছেন রিঙ্কু সিং।
advertisement
3/5
রিঙ্কু হাতে একাধিক ট্যাটু রয়েছে। তার মধ্যে একটি ঘড়ির ছবি ট্যাটু রয়েছে। যেই ট্যাটুতে দেখা যায় দুপুর ২.২১ মিনিট বেজে রয়েছে। কিন্তু কেন এই ট্যাটু? কী এর মানে?
রিঙ্কু হাতে একাধিক ট্যাটু রয়েছে। তার মধ্যে একটি ঘড়ির ছবি ট্যাটু রয়েছে। যেই ট্যাটুতে দেখা যায় দুপুর ২.২১ মিনিট বেজে রয়েছে। কিন্তু কেন এই ট্যাটু? কী এর মানে?
advertisement
4/5
ঘড়ির ট্য়াটুর সময় নিয়ে রহস্যভেদ করেছেন রিঙ্কু নিজেই। এক সাক্ষাৎকারে কেকেআর তারকা জানিয়েছেন,"২০১৮ সালে নিলামে ঠিক ওই সময় কেকেআর আমাকে কিনেছিল।"
ঘড়ির ট্য়াটুর সময় নিয়ে রহস্যভেদ করেছেন রিঙ্কু নিজেই। এক সাক্ষাৎকারে কেকেআর তারকা জানিয়েছেন,"২০১৮ সালে নিলামে ঠিক ওই সময় কেকেআর আমাকে কিনেছিল।"
advertisement
5/5
এছাড়া রিঙ্কুর হাতে রয়েছে একটি গোলাপ ফুল ও ‘গডস প্ল্যান’ লেখা ট্যাটু। সুন্দর যাত্রা শুরু বোঝাতে গোলাপ ফুল ফোটার ট্যাটু, আর  সব ঈশ্নরের পরিকল্পনা বোঝাতে বানিয়েছেমন বানিয়েছেন ‘গডস প্ল্যান’ লেখা ট্যাটু।
এছাড়া রিঙ্কুর হাতে রয়েছে একটি গোলাপ ফুল ও ‘গডস প্ল্যান’ লেখা ট্যাটু। সুন্দর যাত্রা শুরু বোঝাতে গোলাপ ফুল ফোটার ট্যাটু, আর সব ঈশ্নরের পরিকল্পনা বোঝাতে বানিয়েছেমন বানিয়েছেন ‘গডস প্ল্যান’ লেখা ট্যাটু।
advertisement
advertisement
advertisement