KKR vs CSK: কেকেআরের প্রথম একাদশে একাধিক বদল! বড় বদল সিএসকেতে! মেগা ম্যাচে চমক দেবে দুই দল!

Last Updated:
KKR vs CSK IPL 2025: চিপকের পিচে ব্যাটারদের পাশাপাশি স্পিনাররাও সাহায্য পেয়ে থাকে। ফলে কেকেআরের একাদশ কেমন হবে তা নিয়ে রয়েছে জল্পনা। দলে হতে পারে একাধিক বদল।
1/7
শুক্রবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে চিপকে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। ৫ খেলে মাত্র ১টিতে জিতেছে সিএসকে। কেকেআর জিতেছে পাঁচটির মধ্যে দুটিতে। ফলে লড়াইয়ে টিকে থাকতে হলে জয় ছাড়া গতি নেই উভয় দলের।
শুক্রবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে চিপকে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। ৫ খেলে মাত্র ১টিতে জিতেছে সিএসকে। কেকেআর জিতেছে পাঁচটির মধ্যে দুটিতে। ফলে লড়াইয়ে টিকে থাকতে হলে জয় ছাড়া গতি নেই উভয় দলের।
advertisement
2/7
সিএসকে এবার চেনা ছন্দে নেই। অন্যদিকে ধারাবাহিকতার অভাবে ভুগছে কেকেআর। টানা ম্যাচ জিততে পারছে না নাইট শিবির। শেষ ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে ২৩৮ রান তাড়া করে মাত্র ৪ রানের হারার আক্ষেপ রয়েছে গোটা দলের।
সিএসকে এবার চেনা ছন্দে নেই। অন্যদিকে ধারাবাহিকতার অভাবে ভুগছে কেকেআর। টানা ম্যাচ জিততে পারছে না নাইট শিবির। শেষ ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে ২৩৮ রান তাড়া করে মাত্র ৪ রানের হারার আক্ষেপ রয়েছে গোটা দলের।
advertisement
3/7
তবে চেন্নাই সুপার কিংসের ঘরে ঢুকে তাদের হারানোটা কতটা কঠিন তা সকলের জানা। তারউপর আবার কেকেআর ম্যাচ থেকেই অধিনায়ক হিসেবে ফের সিএসকেতে দেখা যাবে এমএস ধোনিকে। ফলে চ্যালেঞ্জ অনেকটাই বাড়বে নাইটদের।
তবে চেন্নাই সুপার কিংসের ঘরে ঢুকে তাদের হারানোটা কতটা কঠিন তা সকলের জানা। তারউপর আবার কেকেআর ম্যাচ থেকেই অধিনায়ক হিসেবে ফের সিএসকেতে দেখা যাবে এমএস ধোনিকে। ফলে চ্যালেঞ্জ অনেকটাই বাড়বে নাইটদের।
advertisement
4/7
চিপকের পিচে ব্যাটারদের পাশাপাশি স্পিনাররাও সাহায্য পেয়ে থাকে। ফলে কেকেআরের একাদশ কেমন হবে তা নিয়ে রয়েছে জল্পনা। দলে দুটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। একটি স্পেনসর জনসনের বদলে ফিরতে পারেন মইন আলি। তাতে ব্যাটিং ও স্পিন বোলিং দুটি অপশনই বাড়বে।
চিপকের পিচে ব্যাটারদের পাশাপাশি স্পিনাররাও সাহায্য পেয়ে থাকে। ফলে কেকেআরের একাদশ কেমন হবে তা নিয়ে রয়েছে জল্পনা। দলে দুটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। একটি স্পেনসর জনসনের বদলে ফিরতে পারেন মইন আলি। তাতে ব্যাটিং ও স্পিন বোলিং দুটি অপশনই বাড়বে।
advertisement
5/7
অপরদিকে, আন্দ্রে রাসেলের ব্যাট হাতে টানা ব্যর্থতা চিন্তায় রেখেছে কেকেআরকে। শেষ ম্যাচেও রাসেল কিছুটা রান পেলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত। ফলে রাসেলের বদলে রভম্যান পাওয়েলকে খেলিয়ে দেখতে পারে কেকেআর।
অপরদিকে, আন্দ্রে রাসেলের ব্যাট হাতে টানা ব্যর্থতা চিন্তায় রেখেছে কেকেআরকে। শেষ ম্যাচেও রাসেল কিছুটা রান পেলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত। ফলে রাসেলের বদলে রভম্যান পাওয়েলকে খেলিয়ে দেখতে পারে কেকেআর।
advertisement
6/7
এক ঝলকে দেখে নিন সিএসকের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ: কুইন্টন ডিকক (উইকেটকিপার), সুনীল নারিন, অজিঙ্কে রাহানে (অধিনায়ক), আংক্রিশ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, স্পেনসর জনসম / মইন আলি, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা।  ইমপ্যাক্ট প্লেয়াক: বৈভব অরোরা।
এক ঝলকে দেখে নিন সিএসকের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ: কুইন্টন ডিকক (উইকেটকিপার), সুনীল নারিন, অজিঙ্কে রাহানে (অধিনায়ক), আংক্রিশ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, স্পেনসর জনসম / মইন আলি, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা। ইমপ্যাক্ট প্লেয়াক: বৈভব অরোরা।
advertisement
7/7
এক ঝলকে দেখে নিন কেকেআরের বিরুদ্ধে সিএসকের সম্ভাব্য একাদশ: ডেভন কনওয়ে, রাহুল ত্রিপাঠী, রাচিন রবীন্দ্র, শিবম দুবে, বিজয় শঙ্কর, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (অধিনায়ক / উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, মাথিসা পাথিরানা, নুর আহমেদ, খালিল আহমেদ।  ইমপ্যাক্ট প্লেয়ার: মুকেশ চৌধুরী / সইক রাশিদ।
এক ঝলকে দেখে নিন কেকেআরের বিরুদ্ধে সিএসকের সম্ভাব্য একাদশ: ডেভন কনওয়ে, রাহুল ত্রিপাঠী, রাচিন রবীন্দ্র, শিবম দুবে, বিজয় শঙ্কর, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (অধিনায়ক / উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, মাথিসা পাথিরানা, নুর আহমেদ, খালিল আহমেদ। ইমপ্যাক্ট প্লেয়ার: মুকেশ চৌধুরী / সইক রাশিদ।
advertisement
advertisement
advertisement