KKR News: কেকেআরের জয়ে ফেরার ৫ কারণ কী? কোন কোন জায়গায় মাস্টারস্ট্রোক দিল নাইটরা? জেনে নিন বিস্তারিত

Last Updated:
Kolkata Knight Riders: ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করে মরশুমের প্রথম জয় পেয়েছে নাইটরা। ম্যাচ উইনিং নক খেলেছেন কুইন্টন ডিকক। রাজস্থানের বিরুদ্ধে কেকেআরের জয়ে ফেরা ৫ কারণ কী? চলুন জেনে নেওয়া যাক।
1/6
রাজস্থানের বিরুদ্ধে জয়ে ফিরেছে কেকেআর। ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করে মরশুমের প্রথম জয় পেয়েছে নাইটরা। ম্যাচ উইনিং নক খেলেছেন কুইন্টন ডিকক। রাজস্থানের বিরুদ্ধে কেকেআরের জয়ে ফেরা ৫ কারণ কী? চলুন জেনে নেওয়া যাক।
রাজস্থানের বিরুদ্ধে জয়ে ফিরেছে কেকেআর। ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করে মরশুমের প্রথম জয় পেয়েছে নাইটরা। ম্যাচ উইনিং নক খেলেছেন কুইন্টন ডিকক। রাজস্থানের বিরুদ্ধে কেকেআরের জয়ে ফেরা ৫ কারণ কী? চলুন জেনে নেওয়া যাক।
advertisement
2/6
টস জেতা: ইডেনে টস ভাগ্য সাথ দেয়নি কেকেআরের। কিন্তু গুয়াহাটিতে টস জেতেন অজিঙ্কে রাহানে। গুয়াহাটির উইকেটে প্রথম ইনিংসে সুবিধা পান কেকেআর বোলাররা। নারিন না খেলাতেও কোনও সমস্যা হয়নি। টস জিতে প্রথমে বল করে কম স্কোরে রাজস্থানকে আটতে রাখতে পারা কেকেআরের জয়ের অন্যতম কারণ।
টস জেতা: ইডেনে টস ভাগ্য সাথ দেয়নি কেকেআরের। কিন্তু গুয়াহাটিতে টস জেতেন অজিঙ্কে রাহানে। গুয়াহাটির উইকেটে প্রথম ইনিংসে সুবিধা পান কেকেআর বোলাররা। নারিন না খেলাতেও কোনও সমস্যা হয়নি। টস জিতে প্রথমে বল করে কম স্কোরে রাজস্থানকে আটতে রাখতে পারা কেকেআরের জয়ের অন্যতম কারণ।
advertisement
3/6
বোলারদের ছন্দে ফেরা: আরসিবি ম্যাচের ধাক্কা সামলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ঘুড়ে দাঁড়ায় কেকেআরের বোলিং অ্যাটাক। রাজস্থান ব্যাটারদের হাত খোলার সেভাবে সুযোগ দেয়নি নাইট বোলাররা।  কেকেআরের হয়ে ২টি করে উইকেট নেন বৈভব, হর্ষিত, মইন ও বরুণ। একটি উইকেট স্পেনসর জনসনের।
বোলারদের ছন্দে ফেরা: আরসিবি ম্যাচের ধাক্কা সামলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ঘুড়ে দাঁড়ায় কেকেআরের বোলিং অ্যাটাক। রাজস্থান ব্যাটারদের হাত খোলার সেভাবে সুযোগ দেয়নি নাইট বোলাররা। কেকেআরের হয়ে ২টি করে উইকেট নেন বৈভব, হর্ষিত, মইন ও বরুণ। একটি উইকেট স্পেনসর জনসনের।
advertisement
4/6
ডিককের দুরন্ত ইনিংস: প্রথম ম্যাচে রান পাননি। কিন্ত রাজস্থানের বিরুদ্ধে প্রথম থেকে শেষ পর্যন্ত ব্যাটিং করে ম্যাচ উইনিং ইনিংস খেলেন কুইন্টন ডিক। প্রোটিয়া তারকা অপরাজিত ৯৭ রানের ইনিংস না খেললে কেকেআরের জয় সহজ আসত না। কারণ গুয়াহাটিক উইকেট ব্যাটারদের জন্য ততটা সহজ ছিল না। তাই প্রথমে ঠান্ডা মাথায় ব্যাটিং করার পাশাপাশি পরে দ্রুত গতিতে রান তোলেন ডিকক।
ডিককের দুরন্ত ইনিংস: প্রথম ম্যাচে রান পাননি। কিন্ত রাজস্থানের বিরুদ্ধে প্রথম থেকে শেষ পর্যন্ত ব্যাটিং করে ম্যাচ উইনিং ইনিংস খেলেন কুইন্টন ডিক। প্রোটিয়া তারকা অপরাজিত ৯৭ রানের ইনিংস না খেললে কেকেআরের জয় সহজ আসত না। কারণ গুয়াহাটিক উইকেট ব্যাটারদের জন্য ততটা সহজ ছিল না। তাই প্রথমে ঠান্ডা মাথায় ব্যাটিং করার পাশাপাশি পরে দ্রুত গতিতে রান তোলেন ডিকক।
advertisement
5/6
পাওয়ার প্লে-তে উইকেট না হারানো: ১৫২ রানের ছোট টোটাল তাড়া করতে নামায় শুরু থেকে খুব একটা তাড়াহুড়ো করেনি কেকেআর ব্যাটাররা। ডিকক প্রয়োজন মত শট খেললেও অপরদিক আগলে রেখেছিলেন মইন আলি। নিজে বড় রান রান না পেলেও পাওয়ার প্লে-তে কেকেআর দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়েনি।
পাওয়ার প্লে-তে উইকেট না হারানো: ১৫২ রানের ছোট টোটাল তাড়া করতে নামায় শুরু থেকে খুব একটা তাড়াহুড়ো করেনি কেকেআর ব্যাটাররা। ডিকক প্রয়োজন মত শট খেললেও অপরদিক আগলে রেখেছিলেন মইন আলি। নিজে বড় রান রান না পেলেও পাওয়ার প্লে-তে কেকেআর দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়েনি।
advertisement
6/6
রাহানের অধিনায়কত্ব: আরসিবি ম্যাচে রাহানের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু রাজস্থানে বিরুদ্ধে অনেক বেশি আক্রমণাত্মক অধিনায়কত্ব করেছেন অজিঙ্কে রাহানে। বোলিং পরিবর্তন থেকে ফিল্ডিং সেট সবকিছু নিখুঁত ছিল কেকেআর অধিনায়কের।
রাহানের অধিনায়কত্ব: আরসিবি ম্যাচে রাহানের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু রাজস্থানে বিরুদ্ধে অনেক বেশি আক্রমণাত্মক অধিনায়কত্ব করেছেন অজিঙ্কে রাহানে। বোলিং পরিবর্তন থেকে ফিল্ডিং সেট সবকিছু নিখুঁত ছিল কেকেআর অধিনায়কের।
advertisement
advertisement
advertisement