IPL Mega Auction: ঋষভ পন্থের দাম উঠল সবচেয়ে বেশি! জোস বাটলারের উপর লাগল ছপ্পড় ফাড় টাকা, কেকেআর এ কী করে ফেলল

Last Updated:
IPL Mega Auction: এই মক নিলামে মোট ৫ টি দল রাখা হয়েছিল এবং প্রতিটি দলের বাজেট ছিল ৫১ কোটি টাকা।
1/10
: আইপিএল ২০২৫ মেগা নিলাম আর হাতে ঠিক সাতদিন৷  তার আগেই স্থির হয়ে গেল কোন ক্রিকেটার সবচেয়ে বেশি দামে বিক্রি হবেন, আর কোনও জল্পনায় নয় একেবারে নিলামের টেবলে হল দর হাঁকাহাঁকি৷ চমকে যাচ্ছেন, ভাবছেন এ আবার কী কথা, না এটাই সত্যিই৷ মেগা নিলামের আগে মক নিলামের আসর বসিয়েছিল কেকেআর৷
: আইপিএল ২০২৫ মেগা নিলাম আর হাতে ঠিক সাতদিন৷  তার আগেই স্থির হয়ে গেল কোন ক্রিকেটার সবচেয়ে বেশি দামে বিক্রি হবেন, আর কোনও জল্পনায় নয় একেবারে নিলামের টেবলে হল দর হাঁকাহাঁকি৷ চমকে যাচ্ছেন, ভাবছেন এ আবার কী কথা, না এটাই সত্যিই৷ মেগা নিলামের আগে মক নিলামের আসর বসিয়েছিল কেকেআর৷
advertisement
2/10
কলকাতা নিজেদের পুরনো দল থেকে ৬ জন খেলোয়াড় ধরে রাখতে ইতিমধ্যেই ৬৯ কোটি টাকা খরচ করে ফেলেছে। তাঁরা হলেন রিঙ্কু  সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা এবং রমনদীপ সিং।
কলকাতা নিজেদের পুরনো দল থেকে ৬ জন খেলোয়াড় ধরে রাখতে ইতিমধ্যেই ৬৯ কোটি টাকা খরচ করে ফেলেছে। তাঁরা হলেন রিঙ্কু  সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা এবং রমনদীপ সিং।
advertisement
3/10
দিল্লি ক্যাপিটালস তাঁদের নিজেদের অধিনায়ক ঋষভ পন্থকে রিলিজ করে দিয়েছে আর সেই নিলামের আসরে তাঁর জন্য ভয়ঙ্কর বিডিং যুদ্ধ দেখা গেছে। এই মক নিলামটি ১৩ নভেম্বর বসেছিল৷  যেখানে পন্থের জন্য ১৮.৭৫ কোটি টাকার দর উঠেছিল।
দিল্লি ক্যাপিটালস তাঁদের নিজেদের অধিনায়ক ঋষভ পন্থকে রিলিজ করে দিয়েছে আর সেই নিলামের আসরে তাঁর জন্য ভয়ঙ্কর বিডিং যুদ্ধ দেখা গেছে। এই মক নিলামটি ১৩ নভেম্বর বসেছিল৷  যেখানে পন্থের জন্য ১৮.৭৫ কোটি টাকার দর উঠেছিল।
advertisement
4/10
এই মক নিলামে, পাঁচটি দলের নাম ছিল নোবেল নাইটস, পার্পল নাইটস, গোল্ডেন নাইটস, থান্ডার নাইটস এবং রিগাল নাইটস। এর মধ্যে পন্থকে ১৮.৭৫ কোটি টাকা দিয়ে কিনেছে গোল্ডেন নাইটস।
এই মক নিলামে, পাঁচটি দলের নাম ছিল নোবেল নাইটস, পার্পল নাইটস, গোল্ডেন নাইটস, থান্ডার নাইটস এবং রিগাল নাইটস। এর মধ্যে পন্থকে ১৮.৭৫ কোটি টাকা দিয়ে কিনেছে গোল্ডেন নাইটস।
advertisement
5/10
এই মক নিলামে দ্বিতীয় সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন জস বাটলার, যাঁর জন্যেও বিশাল দর উঠেছিল৷ ১৭.২৫ কোটি টাকা দর ওঠে বিডিংয়ে।
এই মক নিলামে দ্বিতীয় সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন জস বাটলার, যাঁর জন্যেও বিশাল দর উঠেছিল৷ ১৭.২৫ কোটি টাকা দর ওঠে বিডিংয়ে।
advertisement
6/10
তৃতীয় সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন ভেঙ্কটেশ আইয়ার, যাঁকে কেনার জন্য ১৪.৭৫ কোটি টাকার দর ওঠে৷
তৃতীয় সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন ভেঙ্কটেশ আইয়ার, যাঁকে কেনার জন্য ১৪.৭৫ কোটি টাকার দর ওঠে৷
advertisement
7/10
শ্রেয়াস আইয়ার, যিনি আইপিএল ২০২৪-এ কেকেআরের  অধিনায়কত্ব সামলেছিলেন  এবং যাঁর নেতৃত্বেই  চ্যাম্পিয়ন হয়েছিল নাইট রাইডার্স তিনি মাত্র ৪.৪ কোটি টাকা পান নিলামে৷ এদিকে এ মরশুমে কেকেআরে থাকার জন্য শ্রেয়স আইয়ার ৩০ কোটি টাকার প্যাকেজ দাবি করেছিলেন।
শ্রেয়াস আইয়ার, যিনি আইপিএল ২০২৪-এ কেকেআরের  অধিনায়কত্ব সামলেছিলেন  এবং যাঁর নেতৃত্বেই  চ্যাম্পিয়ন হয়েছিল নাইট রাইডার্স তিনি মাত্র ৪.৪ কোটি টাকা পান নিলামে৷ এদিকে এ মরশুমে কেকেআরে থাকার জন্য শ্রেয়স আইয়ার ৩০ কোটি টাকার প্যাকেজ দাবি করেছিলেন।
advertisement
8/10
এদিনের মক নিলামের আসরে KKR ফ্র্যাঞ্চাইজি মোট ৩০ জন সুপার ফ্যানকে বেছে নিয়েছিল এবং এরপর এদের পাঁচটি গ্রুপে ভাগ করেছে। এই দলগুলি নিজেদের  প্রিয় খেলোয়াড়দের জন্য বিড করে।
এদিনের মক নিলামের আসরে KKR ফ্র্যাঞ্চাইজি মোট ৩০ জন সুপার ফ্যানকে বেছে নিয়েছিল এবং এরপর এদের পাঁচটি গ্রুপে ভাগ করেছে। এই দলগুলি নিজেদের  প্রিয় খেলোয়াড়দের জন্য বিড করে।
advertisement
9/10
কলকাতা নাইট রাইডার্সের মক নিলাম পরিচালনা করেছিল, যেখানে ঋষভ পন্থের জন্য এত টাকার দর হাঁকাহাঁকি হয়েছিল যে সকলেই চমকে উঠেছিলেন৷ খেতাব রক্ষার লড়াইতে নামা কেকেআর আইপিএল ২০২৫-র জন্য ৬ জন খেলোয়াড়কে ধরে রেখেছে। এই নিলামের আসরে জস বাটলারের জন্য বাম্পার বিড দেখে সবাই অবাক।
কলকাতা নাইট রাইডার্সের মক নিলাম পরিচালনা করেছিল, যেখানে ঋষভ পন্থের জন্য এত টাকার দর হাঁকাহাঁকি হয়েছিল যে সকলেই চমকে উঠেছিলেন৷ খেতাব রক্ষার লড়াইতে নামা কেকেআর আইপিএল ২০২৫-র জন্য ৬ জন খেলোয়াড়কে ধরে রেখেছে। এই নিলামের আসরে জস বাটলারের জন্য বাম্পার বিড দেখে সবাই অবাক।
advertisement
10/10
এই মক নিলামে মোট ৫ টি দল রাখা হয়েছিল এবং প্রতিটি দলের বাজেট ছিল ৫১ কোটি টাকা। কেন সকলের কাছেই ৫১ কোটি টাকার পার্স দেওয়া হয়েছিল তার একটা বড় কারণ রয়েছে- মেগা নিলামের জন্য কেকেআরের কাছে ৫১ কোটি টাকা বাকি রয়েছে৷
এই মক নিলামে মোট ৫ টি দল রাখা হয়েছিল এবং প্রতিটি দলের বাজেট ছিল ৫১ কোটি টাকা। কেন সকলের কাছেই ৫১ কোটি টাকার পার্স দেওয়া হয়েছিল তার একটা বড় কারণ রয়েছে- মেগা নিলামের জন্য কেকেআরের কাছে ৫১ কোটি টাকা বাকি রয়েছে৷
advertisement
advertisement
advertisement