IPL 2025 Resumption: কবে থেকে শুরু হবে আইপিএল? কোথায় হবে খেলা? কবে ফাইনাল? 'যুদ্ধ' থামতেই বড় আপডেট!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2025 resumption new schedule dates venues player return: ভারত ও পাকিস্তানের সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার কারণে আইপিএল ২০২৫ এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছিল। তবে এখন দুই দেশ সংঘর্ষ বন্ধে সম্মত হয়েছে, ফলে আইপিএল আবার শুরু করার প্রস্তুতি চলছে।
advertisement
বিসিসিআই ১৭ মে থেকে চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদে বাকি থাকা ম্যাচগুলো আয়োজন করার চিন্তা করছে। নতুন সূচি রবিবার রাতের মধ্যেই ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো হতে পারে। ফাইনাল এখনও পর্যন্ত কলকাতাতেই হওয়ার কথা। যদিও কিছু দল বিদেশি খেলোয়াড়দের প্রাপ্যতা নিয়ে উদ্বিগ্ন, কারণ অনেকেই দেশে ফিরে গেছেন।
advertisement
advertisement
advertisement