IPL 2025 Final Prediction: পঞ্জাব না বেঙ্গালুরু, শ্রেয়স না কোহলি! প্রাক্তনদের মতে এই দলই হতে চলেছে এবারের IPL চ্যাম্পিয়ন...

Last Updated:
IPL 2025 Final Prediction: আইপিএল ২০২৫ ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয় চাইলেন গিবস ও দিলশান। পঞ্জাব কিংসের বিরুদ্ধে তাদের প্রথম ট্রফি ঘরে তুলতে পারবে কি না, সেটাই দেখার। ১৮ বছরের অপেক্ষার অবসান হবে কি এবার?
1/9
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএল ২০২৫-এর ফাইনালে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। এই হাই-ভোল্টেজ ম্যাচের আগে বেঙ্গালুরুর পক্ষে সওয়াল করলেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হার্শেল গিবস ও প্রাক্তন শ্রীলঙ্কান অধিনায়ক তিলকরত্নে দিলশান।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএল ২০২৫-এর ফাইনালে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। এই হাই-ভোল্টেজ ম্যাচের আগে বেঙ্গালুরুর পক্ষে সওয়াল করলেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হার্শেল গিবস ও প্রাক্তন শ্রীলঙ্কান অধিনায়ক তিলকরত্নে দিলশান।
advertisement
2/9
গিবস বিশ্বাস করেন, বেঙ্গালুরু যে কোনও লক্ষ্য তাড়া করে নিতে সক্ষম এবং তাদের প্রথম আইপিএল ট্রফি জেতার এটাই সেরা সুযোগ। তিনি বলেন, “আমি আরসিবির পক্ষেই থাকছি। যদি পাঞ্জাব আগে ব্যাট করে, তাহলেও ওরা টার্গেট তাড়া করে জিতবে বলেই মনে করি। এটা দারুণ একটা ম্যাচ হবে। আমার মনে হয়, যারা ক্রিকেট ভালোবাসে, তারা সবাই চায় বেঙ্গালুরু অন্তত একবার ট্রফি জিতুক। এটা যেন চিরন্তন অপেক্ষা হয়ে গেছে ওদের জন্য।”
গিবস বিশ্বাস করেন, বেঙ্গালুরু যে কোনও লক্ষ্য তাড়া করে নিতে সক্ষম এবং তাদের প্রথম আইপিএল ট্রফি জেতার এটাই সেরা সুযোগ। তিনি বলেন, “আমি আরসিবির পক্ষেই থাকছি। যদি পাঞ্জাব আগে ব্যাট করে, তাহলেও ওরা টার্গেট তাড়া করে জিতবে বলেই মনে করি। এটা দারুণ একটা ম্যাচ হবে। আমার মনে হয়, যারা ক্রিকেট ভালোবাসে, তারা সবাই চায় বেঙ্গালুরু অন্তত একবার ট্রফি জিতুক। এটা যেন চিরন্তন অপেক্ষা হয়ে গেছে ওদের জন্য।”
advertisement
3/9
২০০৯ সালে হার্শেল গিবস ডেকান চার্জার্সের হয়ে ফাইনালে বেঙ্গালুরুর স্বপ্নভঙ্গ ঘটিয়েছিলেন। সেই ম্যাচে তিনি ৫৩ রানে অপরাজিত থেকে ম্যাচ জেতান। গিবস বলেন, “২০০৯ সালে সাউথ আফ্রিকায় আমরা যখন ওদের বিরুদ্ধে ফাইনালে খেলি, তখন ওরা হেরে গিয়েছিল। ওটা ছিল ওদের ব্যর্থতার সূচনা। তবে এবারের ম্যাচটা দারুণ হবে, এটা বলাই যায়।”
২০০৯ সালে হার্শেল গিবস ডেকান চার্জার্সের হয়ে ফাইনালে বেঙ্গালুরুর স্বপ্নভঙ্গ ঘটিয়েছিলেন। সেই ম্যাচে তিনি ৫৩ রানে অপরাজিত থেকে ম্যাচ জেতান। গিবস বলেন, “২০০৯ সালে সাউথ আফ্রিকায় আমরা যখন ওদের বিরুদ্ধে ফাইনালে খেলি, তখন ওরা হেরে গিয়েছিল। ওটা ছিল ওদের ব্যর্থতার সূচনা। তবে এবারের ম্যাচটা দারুণ হবে, এটা বলাই যায়।”
advertisement
4/9
বেঙ্গালুরু এখন পর্যন্ত তিনবার আইপিএল ফাইনালে উঠেছে—২০০৯, ২০১১ এবং ২০১৬ সালে। কিন্তু তিনবারই শিরোপা হাতছাড়া হয়েছে। এবারে আবার তারা সেই স্বপ্নপূরণের চেষ্টায় মাঠে নামছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে।
বেঙ্গালুরু এখন পর্যন্ত তিনবার আইপিএল ফাইনালে উঠেছে—২০০৯, ২০১১ এবং ২০১৬ সালে। কিন্তু তিনবারই শিরোপা হাতছাড়া হয়েছে। এবারে আবার তারা সেই স্বপ্নপূরণের চেষ্টায় মাঠে নামছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে।
advertisement
5/9
দিলশানও আবার মনে করিয়ে দেন বেঙ্গালুরুর ধারাবাহিক পারফরম্যান্সের কথা। তিনি বলেন, “এই মরশুমে ওরা অসাধারণ খেলেছে। আমার শুভেচ্ছা রইল বিরাট কোহলি ও তার দলের জন্য। বেঙ্গালুরুর প্রথম আইপিএল ট্রফি আসুক এবার। ওদের ভক্তরা আগামীকাল দারুণ একটা রাত উপভোগ করতে চলেছে।”
দিলশানও আবার মনে করিয়ে দেন বেঙ্গালুরুর ধারাবাহিক পারফরম্যান্সের কথা। তিনি বলেন, “এই মরশুমে ওরা অসাধারণ খেলেছে। আমার শুভেচ্ছা রইল বিরাট কোহলি ও তার দলের জন্য। বেঙ্গালুরুর প্রথম আইপিএল ট্রফি আসুক এবার। ওদের ভক্তরা আগামীকাল দারুণ একটা রাত উপভোগ করতে চলেছে।”
advertisement
6/9
বেঙ্গালুরুর সবচেয়ে বড় ভরসা তাঁদের ফর্মে থাকা ব্যাটিং লাইনআপ এবং কোহলির অভিজ্ঞতা। কোহলির জন্য এটাও হতে পারে নিজের নেতৃত্বে না থাকলেও দলের জন্য প্রথম আইপিএল ট্রফি আনার সুবর্ণ সুযোগ।
বেঙ্গালুরুর সবচেয়ে বড় ভরসা তাঁদের ফর্মে থাকা ব্যাটিং লাইনআপ এবং কোহলির অভিজ্ঞতা। কোহলির জন্য এটাও হতে পারে নিজের নেতৃত্বে না থাকলেও দলের জন্য প্রথম আইপিএল ট্রফি আনার সুবর্ণ সুযোগ।
advertisement
7/9
অন্যদিকে, পঞ্জাব কিংস তাদের দ্বিতীয় ফাইনাল খেলতে নামছে ১১ বছর পর। শেষবার তারা ২০১৪ সালে ফাইনালে উঠেছিল। এবারে দলে রয়েছেন হেড কোচ রিকি পন্টিং ও অধিনায়ক শ্রেয়াস আইয়ার—যাঁরা দলটিকে এক নতুন শক্তিতে পরিণত করেছেন।
অন্যদিকে, পঞ্জাব কিংস তাদের দ্বিতীয় ফাইনাল খেলতে নামছে ১১ বছর পর। শেষবার তারা ২০১৪ সালে ফাইনালে উঠেছিল। এবারে দলে রয়েছেন হেড কোচ রিকি পন্টিং ও অধিনায়ক শ্রেয়াস আইয়ার—যাঁরা দলটিকে এক নতুন শক্তিতে পরিণত করেছেন।
advertisement
8/9
পঞ্জাবের ব্যাটিং লাইনআপ অত্যন্ত আগ্রাসী এবং তারা যে কোনো স্কোর তুলতে সক্ষম। তবে বেঙ্গালুরুর মতো ফর্মে থাকা দলের বিপক্ষে জিততে হলে তাদেরকে নিখুঁত পারফরম্যান্স করতেই হবে।
পঞ্জাবের ব্যাটিং লাইনআপ অত্যন্ত আগ্রাসী এবং তারা যে কোনো স্কোর তুলতে সক্ষম। তবে বেঙ্গালুরুর মতো ফর্মে থাকা দলের বিপক্ষে জিততে হলে তাদেরকে নিখুঁত পারফরম্যান্স করতেই হবে।
advertisement
9/9
ফাইনাল ম্যাচে দুই দলের লড়াই হবে উত্তেজনাপূর্ণ। তবে দুই কিংবদন্তির ভবিষ্যদ্বাণীতে বেঙ্গালুরু ভক্তদের প্রত্যাশা আরও বাড়িয়েছে। এখন দেখার, ১৮ বছরের অপেক্ষার অবসান হয় কি না কোহলিদের।
ফাইনাল ম্যাচে দুই দলের লড়াই হবে উত্তেজনাপূর্ণ। তবে দুই কিংবদন্তির ভবিষ্যদ্বাণীতে বেঙ্গালুরু ভক্তদের প্রত্যাশা আরও বাড়িয়েছে। এখন দেখার, ১৮ বছরের অপেক্ষার অবসান হয় কি না কোহলিদের।
advertisement
advertisement
advertisement