IPL Orange Cap: আইপিএলের কমলা টুপি এখন কার মাথায়? করেছেন ৫০৫ রান! চমকে ভরা নাম

Last Updated:
Ipl 2025- সাই সুদর্শনকে (৫০৪) টপকে আইপিএলে কমলা টুপির মালিক এখন বিরাট কোহলি (৫০৫ রান)। তিনি এবারও অতিক্রম করলেন পাঁচশো রানের মাইলফলক।
1/6
 রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচে ফিক্সিংয়ের গন্ধ! তবে ম্যাচ ছিল জমজমাট। আর এই ম্যাচে বিরাট কোহলি যা পারফর্ম করলেন, তাতে আইপিএলের সমস্ত হিসেব আবার উল্টেপাল্টে গেল। এক ম্যাচে পাঁচটি রেকর্ড করলেন কোহলি।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচে ফিক্সিংয়ের গন্ধ! তবে ম্যাচ ছিল জমজমাট। আর এই ম্যাচে বিরাট কোহলি যা পারফর্ম করলেন, তাতে আইপিএলের সমস্ত হিসেব আবার উল্টেপাল্টে গেল। এক ম্যাচে পাঁচটি রেকর্ড করলেন কোহলি।
advertisement
2/6
প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে একটি দলের হয়ে তিনশো ছক্কার মাইলফলক ছুঁয়েছেন কোহলি। সাই সুদর্শনকে (৫০৪) টপকে আইপিএলে কমলা টুপির মালিক এখন বিরাট কোহলি (৫০৫ রান)। তিনি এবারও অতিক্রম করলেন পাঁচশো রানের মাইলফলক।
প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে একটি দলের হয়ে তিনশো ছক্কার মাইলফলক ছুঁয়েছেন কোহলি। সাই সুদর্শনকে (৫০৪) টপকে আইপিএলে কমলা টুপির মালিক এখন বিরাট কোহলি (৫০৫ রান)। তিনি এবারও অতিক্রম করলেন পাঁচশো রানের মাইলফলক।
advertisement
3/6
আইপিএলে ৮ মরশুমে ৫০০ রানের গণ্ডি টপকেছেন কোহলি। সেটাও একটা রেকর্ড। আইপিএলে ৬ মরশুমে ৫০০ রান করেছেন কেএল রাহুল। পাঁচটি মরশুমে ৫০০ রানের গণ্ডি পেরিয়েছেন শিখর ধাওয়ান।
আইপিএলে ৮ মরশুমে ৫০০ রানের গণ্ডি টপকেছেন কোহলি। সেটাও একটা রেকর্ড। আইপিএলে ৬ মরশুমে ৫০০ রান করেছেন কেএল রাহুল। পাঁচটি মরশুমে ৫০০ রানের গণ্ডি পেরিয়েছেন শিখর ধাওয়ান।
advertisement
4/6
২০১১ সালে প্রথমবার আইপিএলে ৫০০ রামের গণ্ডি টপকান কোহলি। গত আইপিএলের বিরাট ৭৪১ রান করেছিলেন। এছাড়াও আইপিএলে এক দলের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করে ফেলেছেন কোহলি। সিএসকে-র বিরুদ্ধে কোহলির রান ১,১৪৬।
২০১১ সালে প্রথমবার আইপিএলে ৫০০ রামের গণ্ডি টপকান কোহলি। গত আইপিএলের বিরাট ৭৪১ রান করেছিলেন। এছাড়াও আইপিএলে এক দলের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করে ফেলেছেন কোহলি। সিএসকে-র বিরুদ্ধে কোহলির রান ১,১৪৬।
advertisement
5/6
বেঙ্গালুরুর জার্সি গায়ে কোহলির ছক্কার সংখ্যা ৩০৪টি। গত ম্যাচে কোহলি মারেন পাঁচটি ছক্কা। এই তালিকায় দ্বিতীয় স্থানে ক্রিস গেইল। আরসিবির হয়ে মারেন ২৬৩টি ছক্কা। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে রোহিত শর্মা মারেন ২৬২টি ছক্কা। তিনি তিন নম্বরে।
বেঙ্গালুরুর জার্সি গায়ে কোহলির ছক্কার সংখ্যা ৩০৪টি। গত ম্যাচে কোহলি মারেন পাঁচটি ছক্কা। এই তালিকায় দ্বিতীয় স্থানে ক্রিস গেইল। আরসিবির হয়ে মারেন ২৬৩টি ছক্কা। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে রোহিত শর্মা মারেন ২৬২টি ছক্কা। তিনি তিন নম্বরে।
advertisement
6/6
শনিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবির কাছে মাত্র ২ রানে হারে সিএসকে। এই হারের ফলে চেন্নাইয়ের এবারের মতো আইপিএল প্লে-অফ খেলার সব আশা শেষ। অন্যদিকে, আরসিবি প্লে-অফ খেলার একেবারে কাছে পৌঁছে গেল।
শনিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবির কাছে মাত্র ২ রানে হারে সিএসকে। এই হারের ফলে চেন্নাইয়ের এবারের মতো আইপিএল প্লে-অফ খেলার সব আশা শেষ। অন্যদিকে, আরসিবি প্লে-অফ খেলার একেবারে কাছে পৌঁছে গেল।
advertisement
advertisement
advertisement