KKR vs DC: বাদ দুই তারকা? দিল্লি ম্যাচে কেকেআরে বড় বদল! মহাচমক দিতে পারেন গম্ভীর

Last Updated:
IPL 2024 KKR vs DC Probable Playing 11 Kolkata Knight Riders: পঞ্জাব কিংসের বিরুদ্ধে ঘরের মাঠে ২৬১ রান করেও হার। এই লজ্জার হারের ক্ষত কেকেআরকে যে দীর্ঘদিন ভোগাবে তা বলাই যায়। সোমবার ঘরের মাঠে কেকেআরের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস।
1/8
ঘরের মাঠে টানা পাঁচ জয়ের লক্ষ্য ছিল কলকাতা নাইট রাইডার্সের। কিন্তু দুটি ম্যাচে হার অনেকটাই ধাক্কা দিয়েছে কেকেআরের পরিকল্পনা। এই পরিস্থিতি সোমবার ইডেনে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামবে কেকেআর।
ঘরের মাঠে টানা পাঁচ জয়ের লক্ষ্য ছিল কলকাতা নাইট রাইডার্সের। কিন্তু দুটি ম্যাচে হার অনেকটাই ধাক্কা দিয়েছে কেকেআরের পরিকল্পনা। এই পরিস্থিতি সোমবার ইডেনে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামবে কেকেআর।
advertisement
2/8
শেষ ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ঘরের মাঠে ২৬১ রান করেও হার। এই লজ্জার হারের ক্ষত কেকেআরকে যে দীর্ঘদিন ভোগাবে তা বলাই যায়। সোমবার ঘরের মাঠে কেকেআরের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস।
শেষ ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ঘরের মাঠে ২৬১ রান করেও হার। এই লজ্জার হারের ক্ষত কেকেআরকে যে দীর্ঘদিন ভোগাবে তা বলাই যায়। সোমবার ঘরের মাঠে কেকেআরের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস।
advertisement
3/8
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৫৭ রান করে জিতে আসছে ঋষভ পন্থের দল। যে দিল্লির বিরুদ্ধে ২৭২ রান করেছিল কেকেআর সেই দিল্লি এখন আর নেই। শেষ পাঁচটি ম্যাচের মধ্যে ৪টিতে জিতে লিগ টেবিলের পঞ্চম স্থানে সৌরভ গঙ্গোপাধ্যায়রা। এবার ইডেনে বদলার ম্যাচ দিল্লির।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৫৭ রান করে জিতে আসছে ঋষভ পন্থের দল। যে দিল্লির বিরুদ্ধে ২৭২ রান করেছিল কেকেআর সেই দিল্লি এখন আর নেই। শেষ পাঁচটি ম্যাচের মধ্যে ৪টিতে জিতে লিগ টেবিলের পঞ্চম স্থানে সৌরভ গঙ্গোপাধ্যায়রা। এবার ইডেনে বদলার ম্যাচ দিল্লির।
advertisement
4/8
দিল্লি বিরুদ্ধে নামার আগে দলকে পেপটক দিয়েছেন কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। এই দল যে ঘুড়ে দাঁড়াতে পারে সেই বিশ্বাসই জুগিয়েছেন ক্রিকেটারদের। দলের ভুল-ত্রুটি শুধরে দেওয়ার চেষ্টা করেছেন গম্ভীরও।
দিল্লি বিরুদ্ধে নামার আগে দলকে পেপটক দিয়েছেন কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। এই দল যে ঘুড়ে দাঁড়াতে পারে সেই বিশ্বাসই জুগিয়েছেন ক্রিকেটারদের। দলের ভুল-ত্রুটি শুধরে দেওয়ার চেষ্টা করেছেন গম্ভীরও।
advertisement
5/8
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামার আগে কেকেআরের প্রথম একাদশে পরিবর্তন আসতে পারে সেই কথা বলাই যায়। বিশেষ করে বোলিং বিভাগে বড় পরিবর্তন দেখা যেতে পারে। ব্যাটিংয়ে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা কম।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামার আগে কেকেআরের প্রথম একাদশে পরিবর্তন আসতে পারে সেই কথা বলাই যায়। বিশেষ করে বোলিং বিভাগে বড় পরিবর্তন দেখা যেতে পারে। ব্যাটিংয়ে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা কম।
advertisement
6/8
বোলিংয়ে গত ম্যাচে স্টার্কের পরিবর্তে খেলেছিলেন দুষ্মান্তা চামিরা। কিন্তু ভাল পারফর্ম করতে পারেননি। কেকেআর সূত্রে খবর, স্টার্কের চোট এখন অনেক ভাল জায়গায় রয়েছে। ফলে দিল্লির বিরুদ্ধে ফিরতে পারেন তিনি। এছাড়া আফগান মিস্ট্রি স্পিনাপ আল্লাহ গজনফরকে খেলিয়ে চমক দিতে পারে কেকেআর। সেক্ষেত্রে বরুণ চক্রবর্তীকে বসিয়ে দলে আসতে পারেন আরেক ভারতীয় পেসার। বরুণ চক্রবর্তীর পারফরম্যান্সও খুব একটা ভাল নয়।
বোলিংয়ে গত ম্যাচে স্টার্কের পরিবর্তে খেলেছিলেন দুষ্মান্তা চামিরা। কিন্তু ভাল পারফর্ম করতে পারেননি। কেকেআর সূত্রে খবর, স্টার্কের চোট এখন অনেক ভাল জায়গায় রয়েছে। ফলে দিল্লির বিরুদ্ধে ফিরতে পারেন তিনি। এছাড়া আফগান মিস্ট্রি স্পিনাপ আল্লাহ গজনফরকে খেলিয়ে চমক দিতে পারে কেকেআর। সেক্ষেত্রে বরুণ চক্রবর্তীকে বসিয়ে দলে আসতে পারেন আরেক ভারতীয় পেসার। বরুণ চক্রবর্তীর পারফরম্যান্সও খুব একটা ভাল নয়।
advertisement
7/8
এক ঝলকে দেখে নিন দিল্লির বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ: ফিল সল্ট (উইকেটকিপার), সুনীল নারিন, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), আংক্রিশ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক / আল্লাহ গজনফর, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী / চেতন সাকারিয়া। ইমপ্যাক্ট প্লেয়ার: বৈভব অরোরা
এক ঝলকে দেখে নিন দিল্লির বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ: ফিল সল্ট (উইকেটকিপার), সুনীল নারিন, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), আংক্রিশ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক / আল্লাহ গজনফর, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী / চেতন সাকারিয়া। ইমপ্যাক্ট প্লেয়ার: বৈভব অরোরা
advertisement
8/8
এক ঝলকে দেখে নিন দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ:  পৃথ্বি শ, জ্যাক ফ্রাসার ম্যাকগ্রাক, অভিষেক পোড়েল, সাই হোপ, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার, ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, লিজার্ড উইলিয়ামস, ,মুকেশ কুমার. খালিল আহমেদ। ইমপ্যাক্ট প্লেয়ার: রাসিখ সালাম।
এক ঝলকে দেখে নিন দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ: পৃথ্বি শ, জ্যাক ফ্রাসার ম্যাকগ্রাক, অভিষেক পোড়েল, সাই হোপ, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার, ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, লিজার্ড উইলিয়ামস, ,মুকেশ কুমার. খালিল আহমেদ। ইমপ্যাক্ট প্লেয়ার: রাসিখ সালাম।
advertisement
advertisement
advertisement