IPL 2024 Auction: এঁরা সকলে খেলা শুরু করবেন ২ কোটি টাকা থেকে, ভারতের শুধু এঁরাই পেলেন জায়গা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
IPL 2024 Auction: একাধিক ক্রিকেটার রয়েছেন ২ কোটি টাকার বেস ক্যাপে৷ ভারতের কিন্তু মাত্র ৩ জন এই গ্রুপে৷
আইপিএলের মিনি নিলাম বলা হলেও, এটা আসলে বেশ গেম চেঞ্জিং নিলাম হতে চলেছে৷ বিভিন্ন দলের যা ফাঁকা স্লট রয়েছে তাতে সর্বোচ্চ ৭৭ জন প্লেয়ার দল পাবেন৷ এবারের নিলামের জন্য ২১৪ ভারতীয় এবং ১১৯ বিদেশি ক্রিকেটারের নাম রয়েছে। অ্যাসোসিয়েট দেশের ২ জন খেলোয়াড়ও রয়েছেন। এদিকে ক্যাপড ক্রিকেটার রয়েছেন ১১৬ জন এবং ২১৫ জন আনক্যাপড ক্রিকেটারের নামও রয়েছে। নিলামের জন্য ১১৬৬ জন ক্রিকেটার নিজেদের নাম নথিভুক্ত করিয়েছিলেন৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো ছাড়াও রাসি ভ্যান দার দুসেন, জেরাল্ড কোয়েৎজি, নিউজিল্যান্ডের লকি ফার্গুসন, আফগানিস্তানের মুজিব উর রহমান এবং বাংলাদেশের মুস্তাফিজুর রহমানেরও বেস প্রাইস ২ কোটি টাকা। ইংল্যান্ডের হয়ে হ্যারি ব্রুক, ক্রিস ওকস, জেমস ভিন্স। জেমি ওভারটন, আদিল রশিদ, ডেভিড উইলি এবং বেন ডাকেটও এই তালিকায় নাম নথিভুক্ত করেছেন।