IPL 2023: কী মারাত্মক 'কিপটে' রে বাবা! চিনে নিন আইপিএলের এই ক্রিকেটারদের

Last Updated:
টি-২০ ক্রিকেট মানেই বেশিরভাগ মনে করেন ব্যাটারদের ফর্ম্যাট। তবে টি-২০ মারকাটারি ক্রিকেটেও এমন কিছু বোলার রয়েছ যারা রান দেওয়ার ক্ষেত্রে খুবই কৃপণ। চলুন দেখে নেওয়া যাক আইপিএলের ইতিহাসে সেরা ৫ বেস্ট ইকোনমি বোলার কারা।
1/6
টি-২০ ক্রিকেট মানেই বেশিরভাগ মনে করেন ব্যাটারদের ফর্ম্যাট। যেখানে বোলারদের কোনও দর নেই। কিন্তু আইপিএল সেটা বারবার ভুল প্রমাণিত করেছে। ব্যাটার-বোলার উভয়পক্ষের সমান গুরুত্ব প্রমাণিত হয়েছে। তবে টি-২০ মারকাটারি ক্রিকেটেও এমন কিছু বোলার রয়েছ যারা রান দেওয়ার ক্ষেত্রে খুবই কৃপণ। চলুন দেখে নেওয়া যাক আইপিএলের ইতিহাসে সেরা ৫ বেস্ট ইকোনমি বোলার কারা।
টি-২০ ক্রিকেট মানেই বেশিরভাগ মনে করেন ব্যাটারদের ফর্ম্যাট। যেখানে বোলারদের কোনও দর নেই। কিন্তু আইপিএল সেটা বারবার ভুল প্রমাণিত করেছে। ব্যাটার-বোলার উভয়পক্ষের সমান গুরুত্ব প্রমাণিত হয়েছে। তবে টি-২০ মারকাটারি ক্রিকেটেও এমন কিছু বোলার রয়েছ যারা রান দেওয়ার ক্ষেত্রে খুবই কৃপণ। চলুন দেখে নেওয়া যাক আইপিএলের ইতিহাসে সেরা ৫ বেস্ট ইকোনমি বোলার কারা।
advertisement
2/6
আইপিএলে বেস্ট ইকোনমি রেট অর্থাৎ ওভার পিছু সবথেকে কম রান দেওয়ার বোলারদের তালিকায় প্রথম স্থানে রয়েছেন রাশিদ খান। বর্তমানে তিনি লখনউ সুপার জায়ান্টসে খেলেন। ৯২ ম্যাচ আইপিএল কেরিয়ারে ১১২ উইকেট নিয়েছেন। রাশিদ খানের ইকোনমি রেট ৬.৩৮।
আইপিএলে বেস্ট ইকোনমি রেট অর্থাৎ ওভার পিছু সবথেকে কম রান দেওয়ার বোলারদের তালিকায় প্রথম স্থানে রয়েছেন রাশিদ খান। বর্তমানে তিনি লখনউ সুপার জায়ান্টসে খেলেন। ৯২ ম্যাচ আইপিএল কেরিয়ারে ১১২ উইকেট নিয়েছেন। রাশিদ খানের ইকোনমি রেট ৬.৩৮।
advertisement
3/6
কৃপণ বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন প্রাক্তম কিউই ক্রিকেটার ড্যানিয়েল ভেত্তোরি। আরসিবি সহ আইপিএলে নানা দলের হয়ে খেলেছেন তিনি। ২৭ ম্যাচে এই বাঁ হাতি স্পিনারের সংগ্রহ ২১ উইকেট। ইকোনমি রেট ৬.৫৬।
কৃপণ বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন প্রাক্তম কিউই ক্রিকেটার ড্যানিয়েল ভেত্তোরি। আরসিবি সহ আইপিএলে নানা দলের হয়ে খেলেছেন তিনি। ২৭ ম্যাচে এই বাঁ হাতি স্পিনারের সংগ্রহ ২১ উইকেট। ইকোনমি রেট ৬.৫৬।
advertisement
4/6
এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন প্রাক্তন ভারতীয় কিংবদন্তী লেগ স্পিনার অনিল কুম্বলে। তাঁর নেতৃত্বে আরসিবি একবার ফাইনালও খেলেছে। আইপিএলে ৪২ ম্যাচে কুম্বলের শিকার ৪৫ উইকেট। ইকোনমি রেট ৬.৫৮।
এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন প্রাক্তন ভারতীয় কিংবদন্তী লেগ স্পিনার অনিল কুম্বলে। তাঁর নেতৃত্বে আরসিবি একবার ফাইনালও খেলেছে। আইপিএলে ৪২ ম্যাচে কুম্বলের শিকার ৪৫ উইকেট। ইকোনমি রেট ৬.৫৮।
advertisement
5/6
আইপিএলে খুব বেশি দিন না খেললেও নিজের আন্তর্জাতিক কেরিয়ারের মতই ওভার পিছু বেশি রান না খরচ করার রেকর্ড ধরে রেখেছেন গ্লেন ম্যাকগ্রা। আইপিএলে ১৪ ম্যাচে ১২ উইকেট মিয়েছেন। ইকোনমি রেট ৬.৬১।
আইপিএলে খুব বেশি দিন না খেললেও নিজের আন্তর্জাতিক কেরিয়ারের মতই ওভার পিছু বেশি রান না খরচ করার রেকর্ড ধরে রেখেছেন গ্লেন ম্যাকগ্রা। আইপিএলে ১৪ ম্যাচে ১২ উইকেট মিয়েছেন। ইকোনমি রেট ৬.৬১।
advertisement
6/6
আইপিএলে ইতিহাসে অন্যতম সেরা বোলার কেকেআরের সুনীল নারিন। বলের ধার আগে থেকে একটু কমলেও এখনও তিনি নাইটদের ম্যাচ উইনার। আইপিএলে ১৪৮ ম্যাচে ১৫২ উইকেট নিয়েছেন নারিন। ইকোনমি রেট
আইপিএলে ইতিহাসে অন্যতম সেরা বোলার কেকেআরের সুনীল নারিন। বলের ধার আগে থেকে একটু কমলেও এখনও তিনি নাইটদের ম্যাচ উইনার। আইপিএলে ১৪৮ ম্যাচে ১৫২ উইকেট নিয়েছেন নারিন। ইকোনমি রেট
advertisement
advertisement
advertisement