KKR vs SRH: এ কী কাণ্ড! ইডেনের সামনে রাস্তায় ঘুড়ে বেড়াচ্ছেন সুনীল নারিন? ব্যাপারটা কী

Last Updated:
KKR vs SRH: সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের আগে হঠাৎ ইডেনের রাস্তায় টিকিট হাতে ঘুরছেন সুনীল নারিন! অনেকেই দেখে থমকে যাচ্ছেন। কেউ কেউ তুলছে ছবিও। এক ঝলক দেখলে চমকে যাবে যে কেউ। ভাবতে পারেন মাঠ ছেড়ে রাস্তায় কী করছেন ক্যারিবিয়ান তারকা। কিন্তু একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন সত্যিটা।
1/7
সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের আগে হঠাৎ ইডেনের রাস্তায় টিকিট হাতে ঘুরছেন সুনীল নারিন! অনেকেই দেখে থমকে যাচ্ছেন। কেউ কেউ তুলছে ছবিও।
সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের আগে হঠাৎ ইডেনের রাস্তায় টিকিট হাতে ঘুরছেন সুনীল নারিন! অনেকেই দেখে থমকে যাচ্ছেন। কেউ কেউ তুলছে ছবিও।
advertisement
2/7
এক ঝলক দেখলে চমকে যাবে যে কেউ। ভাবতে পারেন মাঠ ছেড়ে রাস্তায় কী করছেন ক্যারিবিয়ান তারকা। কিন্তু একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন সত্যিটা।
এক ঝলক দেখলে চমকে যাবে যে কেউ। ভাবতে পারেন মাঠ ছেড়ে রাস্তায় কী করছেন ক্যারিবিয়ান তারকা। কিন্তু একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন সত্যিটা।
advertisement
3/7
আসলে এই ব্যক্তি দিল্লির বাসিন্দা। নাম অজয় কাপুর। সুনিল নারিনের অন্ধ ভক্ত বলতে যা বোঝায়। একইসঙ্গে ভগবান তাকে বানিয়েছেও অনেকটাই নারিনের মতন।
আসলে এই ব্যক্তি দিল্লির বাসিন্দা। নাম অজয় কাপুর। সুনিল নারিনের অন্ধ ভক্ত বলতে যা বোঝায়। একইসঙ্গে ভগবান তাকে বানিয়েছেও অনেকটাই নারিনের মতন।
advertisement
4/7
সুনীল নারিনের ডুপলিকেট, ড্যামি, লুক আ লাইক বলতে যা বোঝায় অজয় তেমনই। কিন্তু নারিনের হেয়ার কাটিং, ট্যাটু, হাঁটা-চলা থেকে শুরু কর সব কিছুই রয়েছে অজয়ের মধ্যে।
সুনীল নারিনের ডুপলিকেট, ড্যামি, লুক আ লাইক বলতে যা বোঝায় অজয় তেমনই। কিন্তু নারিনের হেয়ার কাটিং, ট্যাটু, হাঁটা-চলা থেকে শুরু কর সব কিছুই রয়েছে অজয়ের মধ্যে।
advertisement
5/7
একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন তিনি। নারিনের মতন দেখতে হওয়া ও আর বন্ধুদের কথাতেই নিজেকে এমনভাবে সাজিয়েছেন তিনি। এদিন ইডেনের সামনে তাকে দেখতেও ভিড় জমে যায়।
একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন তিনি। নারিনের মতন দেখতে হওয়া ও আর বন্ধুদের কথাতেই নিজেকে এমনভাবে সাজিয়েছেন তিনি। এদিন ইডেনের সামনে তাকে দেখতেও ভিড় জমে যায়।
advertisement
6/7
দুবাইয়ের এক প্রতিযোগিতায় খেলা দেখতে গিয়ে নারিনের সঙ্গে সাক্ষাৎ হয়। তাকে দেখে হেসেওছিলেন সর্বদা চুপচাপ থাকা নারিন। দুজনের মধ্যে কথাও হয়েছে। নারিনের সঙ্গে সময় কাটানো অজয়ের স্বপ্ন।
দুবাইয়ের এক প্রতিযোগিতায় খেলা দেখতে গিয়ে নারিনের সঙ্গে সাক্ষাৎ হয়। তাকে দেখে হেসেওছিলেন সর্বদা চুপচাপ থাকা নারিন। দুজনের মধ্যে কথাও হয়েছে। নারিনের সঙ্গে সময় কাটানো অজয়ের স্বপ্ন।
advertisement
7/7
আর কেকেআর ফ্যান হলেন কীভাবে। তার উত্তরে জানান, দিল্লির গৌতম গম্ভীর কেকেআর অধিনায়ক হওয়াক সময় থেকেই তিনি কেকেআর ফ্যান হয়ে যান। শুক্রবারও নারিন বেশে এসেছেন প্রিয় দলের জয় দেখতে।
আর কেকেআর ফ্যান হলেন কীভাবে। তার উত্তরে জানান, দিল্লির গৌতম গম্ভীর কেকেআর অধিনায়ক হওয়াক সময় থেকেই তিনি কেকেআর ফ্যান হয়ে যান। শুক্রবারও নারিন বেশে এসেছেন প্রিয় দলের জয় দেখতে।
advertisement
advertisement
advertisement