IPL 2023 Final: রোহিত-হার্দিক-গম্ভীররা তো শিশু! আইপিএল ফাইনালে ধোনির রয়েছে এমন রেকর্ড

Last Updated:
IPL 2023 Final: ২৮ মে রবিবার আইপিএল ২০২৩-এর মেগা ফাইনাল। মুখোমুখি এমএস ধোনির চেন্নাই সুপার কিংস ও হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স। ঘরের মাঠে লাগাতার দ্বিতীয়বার ট্রফি তুলবে গুজরাত না পঞ্চমবার ট্রফি জিতে আরও এক নয়া ইতিহাস তৈরি করবে এমএস ধোনির দল।
1/8
২৮ মে রবিবার আইপিএল ২০২৩-এর মেগা ফাইনাল। মুখোমুখি এমএস ধোনির চেন্নাই সুপার কিংস ও হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স।
২৮ মে রবিবার আইপিএল ২০২৩-এর মেগা ফাইনাল। মুখোমুখি এমএস ধোনির চেন্নাই সুপার কিংস ও হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স।
advertisement
2/8
 ঘরের মাঠে লাগাতার দ্বিতীয়বার ট্রফি তুলবে গুজরাত না পঞ্চমবার ট্রফি জিতে আরও এক নয়া ইতিহাস তৈরি করবে এমএস ধোনির দল।
ঘরের মাঠে লাগাতার দ্বিতীয়বার ট্রফি তুলবে গুজরাত না পঞ্চমবার ট্রফি জিতে আরও এক নয়া ইতিহাস তৈরি করবে এমএস ধোনির দল।
advertisement
3/8
তবে আইপিএল ফাইনালে এম এস ধোনির রয়েছে এমন রেকর্ড যেখানে আইপিএল জয়ী অন্যান্য অধিনায়করা কার্যত শিশু এমএসডি-র কাছে।
তবে আইপিএল ফাইনালে এম এস ধোনির রয়েছে এমন রেকর্ড যেখানে আইপিএল জয়ী অন্যান্য অধিনায়করা কার্যত শিশু এমএসডি-র কাছে।
advertisement
4/8
এর আগে ১৫টি আইপিএলের মধ্যে ১০ বার অধিনায়ক হিসেবে ফাইনাল খেলেছেন এমএস ধোনি। ৯ বার সিএসকের হয়ে ও একবার পুণের হয়ে।
এর আগে ১৫টি আইপিএলের মধ্যে ১০ বার অধিনায়ক হিসেবে ফাইনাল খেলেছেন এমএস ধোনি। ৯ বার সিএসকের হয়ে ও একবার পুণের হয়ে।
advertisement
5/8
২৮ মে আইপিএল কেরিয়ারের ১১তম ফাইনাল ম্যাচে নামতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। ধোনির এই রেকর্ডের কাছাকাছি আর কোনও ক্রিকেটার নেই।
২৮ মে আইপিএল কেরিয়ারের ১১তম ফাইনাল ম্যাচে নামতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। ধোনির এই রেকর্ডের কাছাকাছি আর কোনও ক্রিকেটার নেই।
advertisement
6/8
এখনও পর্যন্ত ৪ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন এমএস ধোনি। প্রতিবারউ সিএসকের হয়ে। ৬ বার রানার্স হয়েছেন। ৫ বার চেন্নাইয়ের হয়ে ও একবার পুণে।
এখনও পর্যন্ত ৪ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন এমএস ধোনি। প্রতিবারউ সিএসকের হয়ে। ৬ বার রানার্স হয়েছেন। ৫ বার চেন্নাইয়ের হয়ে ও একবার পুণে।
advertisement
7/8
রবিবার ধোনির সামনে পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি ধোনির সামনে। জিততে পারলেই রোহিত শর্মার ৫ বার আইপিএল জয়কে ছুয়ে ফেলবেন মাহি।
রবিবার ধোনির সামনে পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি ধোনির সামনে। জিততে পারলেই রোহিত শর্মার ৫ বার আইপিএল জয়কে ছুয়ে ফেলবেন মাহি।
advertisement
8/8
তবে এই নিয়ে ১৬টি আইপিএলের মধ্যে ১১টিতেই খেলার রেকর্ড সত্যি অবিশ্বাস্য। রবিবার আরও একবার ধোনির হাতে ট্রফি দেখার অপেক্ষায় কোটি কোটি মাহি ফ্যানেরা।
তবে এই নিয়ে ১৬টি আইপিএলের মধ্যে ১১টিতেই খেলার রেকর্ড সত্যি অবিশ্বাস্য। রবিবার আরও একবার ধোনির হাতে ট্রফি দেখার অপেক্ষায় কোটি কোটি মাহি ফ্যানেরা।
advertisement
advertisement
advertisement