

বিরাট কোহলি যে ফিটনেস ফ্রেক তা কারোর অজানা নয় ৷ নিজের দলের ক্রিকেটারদের মধ্যেও সেই ফিটনেস মন্ত্র ভরে দিয়েছেন তিনি ৷ এবার চাইছেন শুধু ক্রিকেটার বা প্লেয়াররাই নন, ফিটেনেসে মাতুন দেশবাসী ৷ File Photo


বিরাট কোহলি ও পুমা একটি রিচার্স সংস্থার মাধ্যমে একটি সমীক্ষা করিয়েছেন ৷ তাতে ভারতীয়দের মধ্যে কমন ফিটনেসের যে হাল চোখে পড়েছে তাতে রীতিমতো ভেঙে পড়তে হয় ৷ এরপরেই বিরাট বার্তা দিয়েছেন যে দেশে-র মানুষদেরও ফিটনেস সচেতন হওয়া উচিত ৷ বিরাটের বার্তা ভালোবেসে ব্যায়াম করুন ৷ এটা আপনাকে খুশি করে দেবে ৷ পাশাপাশি তাঁর বার্তা এটাকে রোজকার রুটিনের মধ্যে নিয়ে আসুন ৷ File Photo


সাম্প্রতিক রিসার্চ জানিয়েছে ভারতের ১/৩ জনসংখ্যা সারা বছরে একদিনও ব্যায়াম করে না ৷ তারমধ্যে রয়েছে ঘরে কিম্বা বাইরে বা জিমে কিম্বা ফিটনেস সেন্টারে শারীরিক কসরত করা ৷ এরমধ্যে রয়েছে দৌড়নো,হাঁটা, জুম্বা, যোগা, সাঁতার কাটা ৷ এছাড়াও থাকে বিভিন্ন খেলাধুলোয় অংশগ্রহণ করা ৷ File Photo


এছাড়াও রয়েছে বিস্ফোরক পরিসংখ্যান ৫৭ শতাংশ মানুষ সারা বছর কোনও রকম খেলা খেলেননি ৷ এই সংখ্যক মানুষ শেষ খেলাধুলো করেছেন নিজেদের স্কুল বা কলেজ জীবনে ৷ ১৮-২১ বছরের মধ্যে জনসংখ্যা যেখানে ৭০ শতাংশ মানুষ খেলাধুলো করেন ৷ সেখানে যেই বয়সের গণ্ডিটা ৩৬-৪০ বছর অবধি হয়ে যায় তখন খেলার পরিসংখ্যানটা হয়ে যায় মাত্র ২৬ শতাংশ ৷ File Photo


৫৮ শতাংশ মানুষ না খেলার কারণ হিসেবে দেখান সময়ের অভাব ৷ যাঁরা এই কথা বলে তাঁরা সোশ্যাল মিডিয়ায় দিনে ৪-৫ ঘন্টা সময় কাটান এটাও জানাচ্ছে সমীক্ষা ৷ File Photo


এদিকে যাঁরা খেলাধুলো করেন তাঁদের মতে ৮১ শতাংশ মানুষ মনে করেন এটা তাঁরা উপভোগ করেন তাই করেন ৷ তাঁদের মতে এটা স্ট্রেস বাস্টার হিসেবে কাজ করে ৷ File Photo


গোয়া-র মানুষ সবচেয়ে খেলাধুলো প্রিয় ৷ তাদের ৮৯ শতাংশ মানুষ মাসে অন্তত একবার খেলেন ৷ এরপর রয়েছে হায়দরাবাদ ও মুম্বই ৷ তালিকার একদম তলার দিকে রয়েছে রায়পুর ও পটনা ৷ File Photo