একবার শুনুন না ক্যাপ্টেন কোহলির পরামর্শ, পরিসংখ্যান তো মাথা ঘুরিয়ে দিতে যথেষ্ট
Last Updated:
advertisement
বিরাট কোহলি ও পুমা একটি রিচার্স সংস্থার মাধ্যমে একটি সমীক্ষা করিয়েছেন ৷ তাতে ভারতীয়দের মধ্যে কমন ফিটনেসের যে হাল চোখে পড়েছে তাতে রীতিমতো ভেঙে পড়তে হয় ৷ এরপরেই বিরাট বার্তা দিয়েছেন যে দেশে-র মানুষদেরও ফিটনেস সচেতন হওয়া উচিত ৷ বিরাটের বার্তা ভালোবেসে ব্যায়াম করুন ৷ এটা আপনাকে খুশি করে দেবে ৷ পাশাপাশি তাঁর বার্তা এটাকে রোজকার রুটিনের মধ্যে নিয়ে আসুন ৷ File Photo
advertisement
advertisement
এছাড়াও রয়েছে বিস্ফোরক পরিসংখ্যান ৫৭ শতাংশ মানুষ সারা বছর কোনও রকম খেলা খেলেননি ৷ এই সংখ্যক মানুষ শেষ খেলাধুলো করেছেন নিজেদের স্কুল বা কলেজ জীবনে ৷ ১৮-২১ বছরের মধ্যে জনসংখ্যা যেখানে ৭০ শতাংশ মানুষ খেলাধুলো করেন ৷ সেখানে যেই বয়সের গণ্ডিটা ৩৬-৪০ বছর অবধি হয়ে যায় তখন খেলার পরিসংখ্যানটা হয়ে যায় মাত্র ২৬ শতাংশ ৷ File Photo
advertisement
advertisement
advertisement
advertisement