IPL 10 Teams Full Retention List: আইপিএলের ১০ দল কাদের ধরে রাখছে? তৈরি চূড়ান্ত তালিকা! রয়েছে একের পর এক মহাচমক
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2025 IPL 10 Team Full Retention List: মোট ৬ জন ক্রিকেটার ধরে রাখতে পারবে আইপিএলের প্রতিটি দল। ৫ জন রিটেনশন ও এক জন আরটিএমের মাধ্যমে। আইপিএলের ১০টি দল কাদের রিটেন করতে পারে রইল তার সম্ভাব্য একাদশ।
সামনেই আইপিএল ২০২৫-এর মেগা নিলাম। ইতিমধ্যেই নিলামের রিটেনশন পলিসি জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। মোট ৬ জন ক্রিকেটার ধরে রাখতে পারবে প্রতিটি দল। ৫ জন রিটেনশন ও এক জন আরটিএমের মাধ্যমে। আইপিএলের ১০টি দল কাদের রিটেন করতে পারে রইল তার সম্ভাব্য একাদশ।
advertisement
মুম্বই ইন্ডিয়ান্স: আইপিএলে ইতিহাসে সবথেকে সফল দলগুলির মধ্যে ওপরের সারিতে রয়েছে ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মা মুম্বই ছাড়বেন না দল তাঁকে ছাড়বেন? তা নিয়ে জল্পনা রয়েছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, যশপ্রীত বুমরা, তিলক বর্মা, রোহিত শর্মা এবং ঈশান কিশনদের ধরে রাখবে এমআই।
advertisement
সিএসকে: চেন্নাই সুপার কিংসও আইপিএলের ইতিহাসে মোট পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। এবার কাদের ধরে রাখবে সিএসকে তা নিয়ে ছিল জোর জল্পনা। তবে মনে করা হচ্ছে ঋতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি, মাথিশা পাথিরানা, শিবম দুবে ও ডেভন কনওয়ে / রাচিন রবীন্দ্রকে ধরে রাখবে চেন্নাই।
advertisement
আরসিবি: আরসিবি দলেও এবার বড় পরিবর্তন হতে পারে। তবে রিটেনশনের মাধ্যমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ধরে রাখতে পারে বিরাট কোহলি, ফ্যাফ ডুপ্লেসি, উইল জ্যাকস, যশ দয়াল, মহম্মদ সিরাজ এবং ক্যামেরন গ্রিনকে।
advertisement
সানরাইজার্স হায়দরাবাদ: গতবার একটুর জন্য ট্রফি হাতছাড়া হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদের। এবার এসআরএই দলে ধরে রাখতে পারে প্যাট কামিন্স, ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, হেনরিক ক্লাসেন, এডেন মার্করাম এবং নীতীশ কুমার রেড্ডিকে।
advertisement
লখনউ সুপার জায়ান্টস: কেএল রাহুল এবাপ লখনউ সুপার জায়ান্টসে খেলবেন কিনা তা নিয়ে বিস্তর জল্পনা রয়েছে। তবে এলএসজির প্রাথমিক তালিকায় যাদের ধরে রাখা হবে বলে মনে করা হচ্ছে তারা হলেন, কেএল রাহুল, নিকোলাস পুরান, মার্কাস স্টোইনিস, রবি বিষ্ণোই, কুইন্টন ডি কক, ক্রুণাল পান্ডিয়া।
advertisement
পঞ্জাব কিংস: প্রতিবার দলের অনেক পরিবর্তন করেও ভাগ্য ফেরেনি প্রীতি জিন্টার দল পঞ্জাব কিংসের। এবার যে ৬ জনকে ধরে রাখতে পারে পঞ্জাব তারা হলেন, কাগিসো রাবাডা, স্যাম কারেন, লিয়াম লিভিংস্টোন, অর্শদীপ সিংহ, শশাঙ্ক সিং, হর্ষল পটেল।
advertisement
গুজরাত টাইটান্স: এবার আইপিএলে গুজরাত টাইটান্স দল কাদের রিটেন করতে পারে তার একটা আভাস আগে থেকেই পাওয়া গিয়েছিল। তারা হলেন, শুভমন গিল, মহম্মদ শামি, সাই সুদর্শন, ডেভিড মিলার, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই।
advertisement
রাজস্থান রয়্যালস: রাজস্থান রয়্যালস কাদের ধরে রাখবে সেই সিদ্ধান্তটা খুব কঠিন হতে চলেছে। কারণ দলে একাধিক মহাতারকা। তবে সূত্রের খবর অনুযায়ী, সঞ্জু স্যামসন, জস বাটলার, যশস্বী জয়সওয়াল, ট্রেন্ট বোল্ট , রবিচন্দ্রন অশ্বিন এবং যুজবেন্দ্র চহালকে ধরের আরআর।
advertisement
দিল্লি ক্যাপিটালস: দিল্লি ক্যাপিটালস কোন ৬ ক্রিকেটারকে ধরে রাখতে পারে তা আন্দাজ করাই যায়। এখনও পর্যন্ত মনে করা হচ্ছে রাজধানীর দলে ধরে রাখতে পারে ঋষভ পন্থ, ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মিচেল মার্শ এবং জ্যাক ফেসার ম্যাকগার্ককে।
advertisement