নিউজিল্যান্ড সিরিজের আগে ধাক্কা! এখনই মাঠে ফেরা হচ্ছে না শ্রেয়সের! কারণটা কী?
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs NZ: ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার শ্রেয়স আইয়ারের প্রতিযোগিতামূলক এখনই ফেরা হচ্ছে না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজে তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।
advertisement
প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, ৩০ ডিসেম্বরের মধ্যেই শ্রেয়স সেন্টার অফ এক্সিলেন্স থেকে ছাড়া পাবেন এবং ঘরোয়া ক্রিকেটে ফিরবেন। সেই অনুযায়ী বিজয় হাজারে ট্রফির ম্যাচ ও নিউজিল্যান্ড সিরিজে তার খেলার সম্ভাবনাও তৈরি হয়েছিল। কিন্তু সর্বশেষ আপডেট অনুযায়ী, তাকে অন্তত আরও এক সপ্তাহ পর্যবেক্ষণে থাকতে হবে।
advertisement
advertisement
টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, শ্রেয়স ওয়ানডে দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য। তাই সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তাকে মাঠে নামানোর কোনও তাড়াহুড়ো করতে চায় না বোর্ড। নির্বাচক ও টিম ম্যানেজমেন্টকে তার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে নিয়মিত জানানো হচ্ছে।
advertisement
advertisement
উল্লেখ্য, শ্রেয়াস ইতিমধ্যেই জিম, নেট প্র্যাকটিস ও ফিল্ডিং অনুশীলন শুরু করেছেন। CoE-তে তিনি নিয়মিত ফিটনেস ট্রেনিং চালিয়ে যাচ্ছেন। বিজয় হাজারে ট্রফির নকআউট ম্যাচ শুরু হবে ১২ জানুয়ারি থেকে, যেখানে তার ফেরার সম্ভাবনা থাকলেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ওয়ানডেতেও তার খেলা কঠিন বলেই মনে করা হচ্ছে।








