নতুন বছরে ভারতীয় ক্রিকেট দলের সম্পূর্ণ সূচি, কবে কাদের বিরুদ্ধে খেলা? দেখে নিন এক ঝলকে
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Indian Cricket Team Full Fixture On New Year 2026: নতুন বছরে টিম ইন্ডিয়া ঘরোয়া সিরিজ, বিদেশ সফর এবং আইসিসির বড় টুর্নামেন্টে অংশ নেবে। নতুন বছরের জন্য ভারতের ক্রিকেট রোডম্যাপ এবং যেসব দলের বিরুদ্ধে তারা খেলবে, তার সম্পূর্ণ বিবরণ দেওয়া হলো।
advertisement
১. নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরোয়া সিরিজ দিয়ে বছর শুরু:২০২৬ সালে ভারতীয় ক্রিকেট দল তাদের আন্তর্জাতিক অভিযান শুরু করবে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ দিয়ে। এই সিরিজে মোট তিনটি ওয়ানডে ও পাঁচটি টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেলা হবে। ১১ জানুয়ারি থেকে ওয়ানডে সিরিজ শুরু হয়ে ৩১ জানুয়ারি টি২০ ম্যাচের মাধ্যমে শেষ হবে। নতুন বছরের প্রথম অ্যাসাইনমেন্ট হওয়ায় এই সিরিজকে বিশেষ গুরুত্ব দিচ্ছে টিম ম্যানেজমেন্ট।
advertisement
২. আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৬ (ঘরের মাঠে বড় চ্যালেঞ্জ):৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৬, যার সহ-আয়োজক ভারত। এক দশক পর ঘরের মাঠে এই মেগা টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ায় প্রত্যাশা তুঙ্গে। সূর্যকুমার যাদবের নেতৃত্বে বর্তমান চ্যাম্পিয়ন ভারত শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামবে। ঘরের পরিবেশ ও দর্শকদের সমর্থন ভারতের জন্য বড় বাড়তি সুবিধা হতে পারে।
advertisement
৩. আফগানিস্তান সিরিজ ও ইংল্যান্ড সফর:বিশ্বকাপ ও আইপিএল শেষে ভারত আফগানিস্তানকে আতিথ্য দেবে। এই সিরিজে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলা হবে, যদিও নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত নয়। এরপর ভারতীয় দল ইংল্যান্ড সফরে যাবে। সেখানে পাঁচটি টি২০ ও তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ অনুষ্ঠিত হবে। টি২০ দলে সূর্যকুমার যাদব এবং ওয়ানডে দলে শুভমন গিল নেতৃত্ব দেবেন।
advertisement
৪. শ্রীলঙ্কা সফর ও দ্বিতীয় আফগানিস্তান সিরিজ:আগস্ট মাসে ভারত শ্রীলঙ্কা সফরে গিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। এটি হবে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ লাল বলের চ্যালেঞ্জ। এর পর মরশুমের শেষদিকে ভারত আবার আফগানিস্তানের মুখোমুখি হবে, তবে এবার তিন ম্যাচের টি২০ সিরিজে। এই ম্যাচগুলোর ভেন্যু ও সূচি এখনো ঘোষণা করা হয়নি।
advertisement
৫. এশিয়ান গেমস ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজ:১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এশিয়ান গেমসে ভারত অংশ নেবে দ্বিতীয় সারির দল নিয়ে। আগের আসরে ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে ভারতের সাফল্য স্মরণীয় ছিল। এদিকে সিনিয়র দল একই সময়ে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি২০ ম্যাচের সিরিজ খেলবে।
advertisement
৬. বছরের শেষে বড় পরীক্ষা: নিউজিল্যান্ড সফরঅক্টোবরের শেষ দিকে ভারত নিউজিল্যান্ড সফরে যাবে, যেখানে দুইটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলা হবে। এই সফর নভেম্বর পর্যন্ত চলবে। নিউজিল্যান্ডে ভারতের টেস্ট রেকর্ড খুব একটা ভালো নয়, ফলে অধিনায়ক শুভমন গিলের জন্য এটি হবে নেতৃত্ব ও কৌশলগত দক্ষতার বড় পরীক্ষা। এই সিরিজের মাধ্যমেই ভারতের ব্যস্ত ২০২৬ ক্রিকেট বর্ষের সমাপ্তি ঘটবে।







