রাহানের সেঞ্চুরির পর বল হাতে দুরন্ত বুমরাহ ! ৩১৮ রানে অ্যান্টিগায় টেস্ট জিতল ভারত

Last Updated:
1/6
ভারত:২৯৭ ও ৩৪৩/৭ (ডিক্লেয়ার),  ওয়েস্ট ইন্ডিজ: ২২২ ও ১০০ (২৬.৫ ওভার, টার্গেট ৪১৯),  ভারত জয়ী ৩১৮
ভারত:২৯৭ ও ৩৪৩/৭ (ডিক্লেয়ার), ওয়েস্ট ইন্ডিজ: ২২২ ও ১০০ (২৬.৫ ওভার, টার্গেট ৪১৯), ভারত জয়ী ৩১৮
advertisement
2/6
টার্গেট ছিল ৪১৯ রান ৷ চতুর্থ ইনিংসে সেই রান করাটা কার্যত অসম্ভবই ছিল ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের জন্য ৷ কিন্তু হোল্ডাররা যে এভাবে আত্মসমর্পণ করবে তা কারোর পক্ষেই হয়তো আন্দাজ করা সম্ভব হয়নি ৷ মাত্র ১০০ রানেই গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ ৷ Photo Courtesy: BCCI/Twitter
টার্গেট ছিল ৪১৯ রান ৷ চতুর্থ ইনিংসে সেই রান করাটা কার্যত অসম্ভবই ছিল ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের জন্য ৷ কিন্তু হোল্ডাররা যে এভাবে আত্মসমর্পণ করবে তা কারোর পক্ষেই হয়তো আন্দাজ করা সম্ভব হয়নি ৷ মাত্র ১০০ রানেই গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ ৷ Photo Courtesy: BCCI/Twitter
advertisement
3/6
নর্থ সাউন্ডে সিরিজের প্রথম টেস্ট ৩১৮ রানে জিতে গেল ভারত ৷ মাত্র ৭ রানে ৫ উইকেট নিয়ে একাই ক্যারিবিয়ান ব্যাটিংকে ধ্বংস করলেন জসপ্রীত বুমরাহ ৷ Photo Courtesy: BCCI/Twitter
নর্থ সাউন্ডে সিরিজের প্রথম টেস্ট ৩১৮ রানে জিতে গেল ভারত ৷ মাত্র ৭ রানে ৫ উইকেট নিয়ে একাই ক্যারিবিয়ান ব্যাটিংকে ধ্বংস করলেন জসপ্রীত বুমরাহ ৷ Photo Courtesy: BCCI/Twitter
advertisement
4/6
সিরিজে ১-০ এগিয়ে গেল রবি শাস্ত্রীর ছেলেরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচ জিতে ৬০ পয়েন্ট পেল ভারত। Photo Courtesy: BCCI/Twitter
সিরিজে ১-০ এগিয়ে গেল রবি শাস্ত্রীর ছেলেরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচ জিতে ৬০ পয়েন্ট পেল ভারত। Photo Courtesy: BCCI/Twitter
advertisement
5/6
বুমরাহের ৫ উইকেটের পাশাপাশি ম্যাচে বাকি উইকেটগুলি নেন ইশান্ত শর্মা (৩-৩১) ও মহম্মদ শামি (২-১৩) ৷ Photo Courtesy: BCCI/Twitter
বুমরাহের ৫ উইকেটের পাশাপাশি ম্যাচে বাকি উইকেটগুলি নেন ইশান্ত শর্মা (৩-৩১) ও মহম্মদ শামি (২-১৩) ৷ Photo Courtesy: BCCI/Twitter
advertisement
6/6
দলকে জিতিয়ে বুমরাহ জানান, ‘‘প্রথম ইনিংসে বল ভিজে যাওয়ায় সে রকম সুইং পাইনি। দ্বিতীয় ইনিংসে বৃষ্টি না হওয়ায় সেই অসুবিধার মধ্যে পড়তে হয়নি। ইংল্যান্ডে ডিউক বলে বল করার অভিজ্ঞতা হয়েছিল ৷ এখানেও বল করতে তাই কোনও অসুবিধা হয়নি ৷ ’’ Photo Courtesy: BCCI/Twitter
দলকে জিতিয়ে বুমরাহ জানান, ‘‘প্রথম ইনিংসে বল ভিজে যাওয়ায় সে রকম সুইং পাইনি। দ্বিতীয় ইনিংসে বৃষ্টি না হওয়ায় সেই অসুবিধার মধ্যে পড়তে হয়নি। ইংল্যান্ডে ডিউক বলে বল করার অভিজ্ঞতা হয়েছিল ৷ এখানেও বল করতে তাই কোনও অসুবিধা হয়নি ৷ ’’ Photo Courtesy: BCCI/Twitter
advertisement
advertisement
advertisement