Viral Photos|ICC T20 World Cup 2021|IndVSPak|Pakistan New Jersey controversy: টি ২০ বিশ্বকাপের আগেই ভারতের বিরুদ্ধে সস্তা রুচির পরিচয় পাকিস্তানের
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Viral Photos|IndiaVSPakistan ICC T20 World Cup 2021|Pakistan New Jersey controversy|ICC|PCB|BCCI: সীমান্তের মতই খেলার মাঠেও ভারত-পাকিস্তানের অবস্থান সব সময়েই টানটান থাকে
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
২০২১ সালের টি ২০ বিশ্বকাপের আয়োজক দেশ (T20 World Cup 2021 host Nation Is India) ৷ তাই সমস্ত দেশের জার্সিতে ভারতের নাম লেখা থাকাটা অবশ্যম্ভাবী ৷ বৃহস্পতিবার যে সমস্ত দেশের জার্সি প্রকাশ্যে এসেছে সেখানে পাকিস্তানের জার্সি (Pakistan New Jeresy) একদম আলাদা ৷ তাতে লেখা আছে ‘ICC Men’s T20 World Cup India 2021’ লেখা থাকার কথা ছিল ৷ ফাইল ছবি ৷
advertisement
কিন্তু সেক্ষেত্রে জার্সিতে ইউএই লেখা আছে ৷ সেই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ পাকিস্তানের অধিনায়ক বাবর আজম (Pakistan Captain Babar Azam) টি ২০ বিশ্বকাপের (T20 World Cup 2021) জন্য নতুন জার্সি পরেছেন ৷ সেই জার্সিতে এই প্রতিযোগিতার আয়োজক দেশের জায়গায় ভারতের বদলে ইউএই (UAE) লেখা আছে ৷ ফাইল ছবি ৷
advertisement
advertisement
advertisement
advertisement
২০০৭-এ গ্রুপ লিগ ও ফাইনালে ভারত হারিয়েছে পাকিস্তানকে, ২০১২, ২০১৪ ও ২০১৬-এর টি ২০ বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছে ভারত (Still Now India and Pakistan came across into T20 World Cup 5 times each other all the occasion India have won the game) ৷ শেষবার ২০১৯ সালে একদিনের বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান সেখানেও ৮৯ রানে ভারতের হাতে পাক বধ হয়েছিল ৷ ফাইল ছবি ৷