ICC World Cup 2023, IND vs AUS Final: আজ কি পিচের হাতেই ম্যাচের ভাগ্য, টস জেতাটা কতটা দরকার, রইল আহমেদাবাদ থেকে ব্রেকিং আপডেট

Last Updated:
ICC World Cup 2023, IND vs AUS Final: কিছু মিডিয়া রিপোর্ট অনুসারে, ফাইনাল ম্যাচটি আহমেদাবাদের কালো মাটি দিয়ে তৈরি পিচে খেলা হবে৷ 
1/10
: আজ ‘ডি ডে’, হাতে আর অল্প সময় তারপরেই জানা যাবে আগামী ৪ বছরের জন্য ওডিআই ফর্ম্যাটে কারা বিশ্বসেরা৷ দুই দল তো নিজের মতো সেরাটা তৈরি করছে৷ কিন্তু ২২ জন ক্রিকেটার ছাড়াও আজ আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ২২ গজ৷  এই বিশ্বকাপে এখন পর্যন্ত ৪টি ম্যাচ খেলা হয়েছে। Photo- AP
: আজ ‘ডি ডে’, হাতে আর অল্প সময় তারপরেই জানা যাবে আগামী ৪ বছরের জন্য ওডিআই ফর্ম্যাটে কারা বিশ্বসেরা৷ দুই দল তো নিজের মতো সেরাটা তৈরি করছে৷ কিন্তু ২২ জন ক্রিকেটার ছাড়াও আজ আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ২২ গজ৷  এই বিশ্বকাপে এখন পর্যন্ত ৪টি ম্যাচ খেলা হয়েছে। Photo- AP
advertisement
2/10
এই পিচে যারা রান  তাড়া করে ছে তাদের মধ্যে ৩ টি দল জিতেছে৷  প্রথম ব্যাট  করা একটি দলই জয় হাশিল করেছে। সব মিলিয়ে এখন পর্যন্ত এই মাঠে ৩০টি ওডিআই ম্যাচ খেলা হয়েছে। যার মধ্যে ১৫টি ম্যাচে প্রথমে ব্যাট করে দল জিতেছে এবং ১৫টি দল জিতেছে রান তাড়া করে। অর্থাৎ পরিসংখ্যানের হিসেবে পুরো ফিফটি-ফিফটি৷  Photo- AP
এই পিচে যারা রান  তাড়া করে ছে তাদের মধ্যে ৩ টি দল জিতেছে৷  প্রথম ব্যাট  করা একটি দলই জয় হাশিল করেছে। সব মিলিয়ে এখন পর্যন্ত এই মাঠে ৩০টি ওডিআই ম্যাচ খেলা হয়েছে। যার মধ্যে ১৫টি ম্যাচে প্রথমে ব্যাট করে দল জিতেছে এবং ১৫টি দল জিতেছে রান তাড়া করে। অর্থাৎ পরিসংখ্যানের হিসেবে পুরো ফিফটি-ফিফটি৷  Photo- AP
advertisement
3/10
শেষ ১০ ম্যাচে তাড়া করা দলেরাই বাড়তি সুবিধা পেয়েছে। তাড়া করা দল ১০টি ম্যাচের মধ্যে জিতেছে ৬টিতে।Photo- AP
শেষ ১০ ম্যাচে তাড়া করা দলেরাই বাড়তি সুবিধা পেয়েছে। তাড়া করা দল ১০টি ম্যাচের মধ্যে জিতেছে ৬টিতে।Photo- AP
advertisement
4/10
কিছু মিডিয়া রিপোর্ট অনুসারে, ফাইনাল ম্যাচটি আহমেদাবাদের কালো মাটি দিয়ে তৈরি পিচে খেলা হবে৷  গড় নিয়ে কথা বললে, প্রথম ইনিংসের গড় স্কোর ২৪৩। এখানে সর্বোচ্চ রান তাড়া ছিল ৩২৫। Photo- AP
কিছু মিডিয়া রিপোর্ট অনুসারে, ফাইনাল ম্যাচটি আহমেদাবাদের কালো মাটি দিয়ে তৈরি পিচে খেলা হবে৷  গড় নিয়ে কথা বললে, প্রথম ইনিংসের গড় স্কোর ২৪৩। এখানে সর্বোচ্চ রান তাড়া ছিল ৩২৫। Photo- AP
advertisement
5/10
: ঠিক একমাস চারদিন বাদে একই পিচে খেলবে ভারত৷ ১৪ অক্টোবরের সেই ম্যাচও ছিল ভারতের সম্মানের জন্য মেগা ম্যাচ আর ১৮ নভেম্বর যে ম্যাচটি খেলা হবে সেটিও মেগা ম্যাচ৷  বিশ্বকাপ ফাইনালেও খেলা উইকেটে ম্যাচ। ভারত পাকিস্তান ম্যাচ যে পিচে খেলা হয়েছিল। সেই উইকেটেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের ফাইনাল খেলবে  ভারত। Photo- AP
: ঠিক একমাস চারদিন বাদে একই পিচে খেলবে ভারত৷ ১৪ অক্টোবরের সেই ম্যাচও ছিল ভারতের সম্মানের জন্য মেগা ম্যাচ আর ১৮ নভেম্বর যে ম্যাচটি খেলা হবে সেটিও মেগা ম্যাচ৷  বিশ্বকাপ ফাইনালেও খেলা উইকেটে ম্যাচ। ভারত পাকিস্তান ম্যাচ যে পিচে খেলা হয়েছিল। সেই উইকেটেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের ফাইনাল খেলবে  ভারত। Photo- AP
advertisement
6/10
১৪ অক্টোবরের সেই ম্যাচে ভারত পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছিল৷ সেই ম্যাচে ৪২.৫ ওভারে অল আউট হয়ে গিয়েছিল পাকিস্তান৷ করেছিল ১৯১ রান৷ আর ভারত মাত্র ৩ উইকেট খুইয়ে ৩০.৩ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে গিয়েছিল৷ ফলে পিচ থেকে সবরকমের ফায়দা তুলেছিল টিম ইন্ডিয়া৷ Photo- AP
১৪ অক্টোবরের সেই ম্যাচে ভারত পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছিল৷ সেই ম্যাচে ৪২.৫ ওভারে অল আউট হয়ে গিয়েছিল পাকিস্তান৷ করেছিল ১৯১ রান৷ আর ভারত মাত্র ৩ উইকেট খুইয়ে ৩০.৩ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে গিয়েছিল৷ ফলে পিচ থেকে সবরকমের ফায়দা তুলেছিল টিম ইন্ডিয়া৷ Photo- AP
advertisement
7/10
সেই ম্যাচে একমাত্র শার্দুল ঠাকুর ছাড়া বাকি সব বোলারই দুটি করে উইকেট পেয়েছিলেন৷ Photo- AP
সেই ম্যাচে একমাত্র শার্দুল ঠাকুর ছাড়া বাকি সব বোলারই দুটি করে উইকেট পেয়েছিলেন৷ Photo- AP
advertisement
8/10
তবে যেটা বড় ব্যাপার ভারতীয় বোলিং ব্রিগেডের বিধ্বংসী অস্ত্র মহম্মদ শামি সেই প্লেয়িং ইলেভেনের অংশ ছিলেন না৷ ফলে আহমেদাবাদের সেই পিচ শামির জন্য নতুন বধ্যভূমি হবে৷ Photo- AP
তবে যেটা বড় ব্যাপার ভারতীয় বোলিং ব্রিগেডের বিধ্বংসী অস্ত্র মহম্মদ শামি সেই প্লেয়িং ইলেভেনের অংশ ছিলেন না৷ ফলে আহমেদাবাদের সেই পিচ শামির জন্য নতুন বধ্যভূমি হবে৷ Photo- AP
advertisement
9/10
পাশাপাশি অল্প রান তাড়া করার সেই ভারত বনাম পাকিস্তান ম্যাচে ভারতীয় ব্যাটারদের মধ্যে অধিনায়ক রোহিত শর্মা ও শ্রেয়স আইয়ার অর্ধশতরান করেছিলেন৷
পাশাপাশি অল্প রান তাড়া করার সেই ভারত বনাম পাকিস্তান ম্যাচে ভারতীয় ব্যাটারদের মধ্যে অধিনায়ক রোহিত শর্মা ও শ্রেয়স আইয়ার অর্ধশতরান করেছিলেন৷
advertisement
10/10
এদিকে অস্ট্রেলিয়া এই পিচে এবারের বিশ্বকাপের কোনও ম্যাচ খেলেনি। সেক্ষেত্রে ভারতীয় দল চেনা পিচে ক্রিকেট খেলার কোনও বাড়তি অ্যাডভানটেজ পাবে কিনা তা জানা এখন সময়ের অপেক্ষা৷ Photo- AP
এদিকে অস্ট্রেলিয়া এই পিচে এবারের বিশ্বকাপের কোনও ম্যাচ খেলেনি। সেক্ষেত্রে ভারতীয় দল চেনা পিচে ক্রিকেট খেলার কোনও বাড়তি অ্যাডভানটেজ পাবে কিনা তা জানা এখন সময়ের অপেক্ষা৷ Photo- AP
advertisement
advertisement
advertisement