ICC World Cup 2023, IND vs AUS Final: আজ কি পিচের হাতেই ম্যাচের ভাগ্য, টস জেতাটা কতটা দরকার, রইল আহমেদাবাদ থেকে ব্রেকিং আপডেট
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ICC World Cup 2023, IND vs AUS Final: কিছু মিডিয়া রিপোর্ট অনুসারে, ফাইনাল ম্যাচটি আহমেদাবাদের কালো মাটি দিয়ে তৈরি পিচে খেলা হবে৷
advertisement
এই পিচে যারা রান তাড়া করে ছে তাদের মধ্যে ৩ টি দল জিতেছে৷ প্রথম ব্যাট করা একটি দলই জয় হাশিল করেছে। সব মিলিয়ে এখন পর্যন্ত এই মাঠে ৩০টি ওডিআই ম্যাচ খেলা হয়েছে। যার মধ্যে ১৫টি ম্যাচে প্রথমে ব্যাট করে দল জিতেছে এবং ১৫টি দল জিতেছে রান তাড়া করে। অর্থাৎ পরিসংখ্যানের হিসেবে পুরো ফিফটি-ফিফটি৷ Photo- AP
advertisement
advertisement
advertisement
: ঠিক একমাস চারদিন বাদে একই পিচে খেলবে ভারত৷ ১৪ অক্টোবরের সেই ম্যাচও ছিল ভারতের সম্মানের জন্য মেগা ম্যাচ আর ১৮ নভেম্বর যে ম্যাচটি খেলা হবে সেটিও মেগা ম্যাচ৷ বিশ্বকাপ ফাইনালেও খেলা উইকেটে ম্যাচ। ভারত পাকিস্তান ম্যাচ যে পিচে খেলা হয়েছিল। সেই উইকেটেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের ফাইনাল খেলবে ভারত। Photo- AP
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement