How India Scored So Much Run: রান উঠল হুড়মুড় করে, কী করে এত সহজে রান লুটলেন তিলক-সঞ্জু, হল পাঁচটি রেকর্ড

Last Updated:
India's Record:রান মেশিন ছিলেন সঞ্জু- তিলকরা৷ ৫৬ বলে ১০৯ রান করে অপরাজিত থাকেন সঞ্জু স্যামসন৷ তাঁর ইনিংস সাজানো ছিল অন্যদিকে তিলক ভর্মা অপরাজিত থাকেন ১২০ রানে৷ তাঁর ইনিংস সাজানো ৯ টি চার ও ১০ টি ছয় দিয়ে৷
1/5
India's Record: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা চতুর্থ টি টোয়েন্টি সিরিজে ভারতীয় ব্যাটসম্যানরা রানের তুবড়ি, রকেট পোড়ালেন তেমনিই একাধিক রেকর্ডের সাক্ষী রইল জোবার্গের মাঠ৷ Photo- AP
India's Record: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা চতুর্থ টি টোয়েন্টি সিরিজে ভারতীয় ব্যাটসম্যানরা রানের তুবড়ি, রকেট পোড়ালেন তেমনিই একাধিক রেকর্ডের সাক্ষী রইল জোবার্গের মাঠ৷ Photo- AP
advertisement
2/5
এদিন ভারত পাঁচটি রেকর্ড গড়ে৷ জোহনেসবার্গের মাঠে সর্বোচ্চ টি টোয়েন্টি রান করল তারা৷ দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ রানের পার্টনারশিপ৷ Photo- AP
এদিন ভারত পাঁচটি রেকর্ড গড়ে৷ জোহনেসবার্গের মাঠে সর্বোচ্চ টি টোয়েন্টি রান করল তারা৷ দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ রানের পার্টনারশিপ৷ Photo- AP
advertisement
3/5
এই প্রথম টি টোয়েন্টি দুজন ক্রিকেটার একই দলের দুজন ক্রিকেটার শতরান করলেন প্রথমবার৷ ভারত দ্রুততম দ্বি শতরান করার রেকর্ড করল৷ Photo- AP
এই প্রথম টি টোয়েন্টি দুজন ক্রিকেটার একই দলের দুজন ক্রিকেটার শতরান করলেন প্রথমবার৷ ভারত দ্রুততম দ্বি শতরান করার রেকর্ড করল৷ Photo- AP
advertisement
4/5
এটা বিদেশের মাটিতে টি টোয়েন্টিতে ভারতীয় দলের সবচেয়ে বড় স্কোর হল৷ যা ২৮৩ ৷ Photo- AP
এটা বিদেশের মাটিতে টি টোয়েন্টিতে ভারতীয় দলের সবচেয়ে বড় স্কোর হল৷ যা ২৮৩ ৷ Photo- AP
advertisement
5/5
এদিকে জোহানেসবার্গের মাঠে এদিন এভাবে রানের ফুলঝুরির একটা বিজ্ঞানসম্মত কারণও আছে৷ জোবার্গের ওয়ান্ডারার্স সমুদ্রতল থেকে ১৬৩৫ মিটার উচ্চতায়৷ তাই এখানে বাতাসের ঘনত্ব অনেকটাই পাতলা, বায়ুর চাপও কম৷ তাই অন্য জায়গার চেয়ে ব্যাটসম্যানরা যে গতিতে মারলে রান হয় এখানে তার চেয়ে ৫ মিটার বেশি গতিতে গেছে ব্যাটে লাগা বল৷ Photo- AP
এদিকে জোহানেসবার্গের মাঠে এদিন এভাবে রানের ফুলঝুরির একটা বিজ্ঞানসম্মত কারণও আছে৷ জোবার্গের ওয়ান্ডারার্স সমুদ্রতল থেকে ১৬৩৫ মিটার উচ্চতায়৷ তাই এখানে বাতাসের ঘনত্ব অনেকটাই পাতলা, বায়ুর চাপও কম৷ তাই অন্য জায়গার চেয়ে ব্যাটসম্যানরা যে গতিতে মারলে রান হয় এখানে তার চেয়ে ৫ মিটার বেশি গতিতে গেছে ব্যাটে লাগা বল৷ Photo- AP
advertisement
advertisement
advertisement