How India Scored So Much Run: রান উঠল হুড়মুড় করে, কী করে এত সহজে রান লুটলেন তিলক-সঞ্জু, হল পাঁচটি রেকর্ড
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
India's Record:রান মেশিন ছিলেন সঞ্জু- তিলকরা৷ ৫৬ বলে ১০৯ রান করে অপরাজিত থাকেন সঞ্জু স্যামসন৷ তাঁর ইনিংস সাজানো ছিল অন্যদিকে তিলক ভর্মা অপরাজিত থাকেন ১২০ রানে৷ তাঁর ইনিংস সাজানো ৯ টি চার ও ১০ টি ছয় দিয়ে৷
advertisement
advertisement
advertisement
advertisement
এদিকে জোহানেসবার্গের মাঠে এদিন এভাবে রানের ফুলঝুরির একটা বিজ্ঞানসম্মত কারণও আছে৷ জোবার্গের ওয়ান্ডারার্স সমুদ্রতল থেকে ১৬৩৫ মিটার উচ্চতায়৷ তাই এখানে বাতাসের ঘনত্ব অনেকটাই পাতলা, বায়ুর চাপও কম৷ তাই অন্য জায়গার চেয়ে ব্যাটসম্যানরা যে গতিতে মারলে রান হয় এখানে তার চেয়ে ৫ মিটার বেশি গতিতে গেছে ব্যাটে লাগা বল৷ Photo- AP