India vs Australia: অস্ট্রেলিয়াকে চেপে ধরল বিরাটের ভারত
Bangla Editor
1/ 5
ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের চতুর্থ দিনে বেশ চাপে অস্ট্রেলিয়া ব্রিগেড ৷ ৩২৩ রানের টার্গেট রয়েছে তাদের সামনে ৷ ইতিমধ্যেই ৮৫ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছে দল ৷ স্বমহিমায় রয়েছে ভারতীয় দল ৷ Photo Courtesy: Twitter
2/ 5
ব্যাটিং থেকে বোলিংয়ে মাত করছেন বিরাট ব্রিগেড ৷ এই অবস্থায় অশ্বিন-ইশান্ত-শামি-বুমরাদের আক্রমণ— সব কিছুর মোকাবিলা এখন কী ভাবে করেন ফিঞ্চরা সেটাই দেখার। বৃষ্টির জন্য কী হয় সেটাও নজরে রয়েছে ৷ Photo Courtesy: Twitter
3/ 5
শেষ দিনে জিততে ২১৯ রান চাই অজিদের ৷ দ্বিতীয় ইনিংসে ৩০৭ রানে অলআউট হন কোহলিরা ৷ চতুর্থ দিনের শেষে অস্ট্রেলিয়া ৪ উইকেট খুইয়ে ১০৪ রান তুলেছে ৷ Photo Courtesy: Twitter
4/ 5
চতুর্থ দিনের খেলা শুরু করেন অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পূজারা। ব্যাটে ঝড় তোলেন দুজনেই ৷ Photo Courtesy: Twitter
5/ 5
রাহানে আউট হন ৭০ রান করে। ঋষভ পন্থের কথাও উল্লেখ করতে হয় ৷ পন্থ আউট হওয়ার পর দ্রুত শেষ হয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস। Photo Courtesy: Twitter
India vs Australia: অস্ট্রেলিয়াকে চেপে ধরল বিরাটের ভারত
ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের চতুর্থ দিনে বেশ চাপে অস্ট্রেলিয়া ব্রিগেড ৷ ৩২৩ রানের টার্গেট রয়েছে তাদের সামনে ৷ ইতিমধ্যেই ৮৫ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছে দল ৷ স্বমহিমায় রয়েছে ভারতীয় দল ৷ Photo Courtesy: Twitter
India vs Australia: অস্ট্রেলিয়াকে চেপে ধরল বিরাটের ভারত
ব্যাটিং থেকে বোলিংয়ে মাত করছেন বিরাট ব্রিগেড ৷ এই অবস্থায় অশ্বিন-ইশান্ত-শামি-বুমরাদের আক্রমণ— সব কিছুর মোকাবিলা এখন কী ভাবে করেন ফিঞ্চরা সেটাই দেখার। বৃষ্টির জন্য কী হয় সেটাও নজরে রয়েছে ৷ Photo Courtesy: Twitter
India vs Australia: অস্ট্রেলিয়াকে চেপে ধরল বিরাটের ভারত
শেষ দিনে জিততে ২১৯ রান চাই অজিদের ৷ দ্বিতীয় ইনিংসে ৩০৭ রানে অলআউট হন কোহলিরা ৷ চতুর্থ দিনের শেষে অস্ট্রেলিয়া ৪ উইকেট খুইয়ে ১০৪ রান তুলেছে ৷ Photo Courtesy: Twitter