তিন নম্বরে কোহলির বিকল্প পেয়ে গেল ভারত! ব্যাট হাতে দেখাচ্ছেন একের পর এক কামাল

Last Updated:
Team India Got Virat Kohli's Replacement At Number Three Batting Position: ভারতীয় ক্রিকেট খুব শীঘ্রই পালাবদলের মধ্য দিয়ে যেতে চলেছে। ক্রিকেট কেরিয়ার সায়াহ্নে চলে এসেছে বিরাট কোহলি, রোহিত শর্মাদের। ইতিমধ্যেই তাদের জায়গা কারা নেবে সেই খোঁজও শুরু হয়ে গিয়েছে।
1/7
ভারতীয় ক্রিকেট খুব শীঘ্রই পালাবদলের মধ্য দিয়ে যেতে চলেছে। ক্রিকেট কেরিয়ার সায়াহ্নে চলে এসেছে বিরাট কোহলি, রোহিত শর্মাদের। ইতিমধ্যেই তাদের জায়গা কারা নেবে সেই খোঁজও শুরু হয়ে গিয়েছে।
ভারতীয় ক্রিকেট খুব শীঘ্রই পালাবদলের মধ্য দিয়ে যেতে চলেছে। ক্রিকেট কেরিয়ার সায়াহ্নে চলে এসেছে বিরাট কোহলি, রোহিত শর্মাদের। ইতিমধ্যেই তাদের জায়গা কারা নেবে সেই খোঁজও শুরু হয়ে গিয়েছে।
advertisement
2/7
ভারতীয় ক্রিকেটে শুধু নয়, বিশ্ব ক্রিকেটে তিন নম্বর জায়গায় বিরাট কোহলি অন্যতম শ্রেষ্ঠ প্লেয়ার। তার জায়গায় নতুন পারফরমার পাওয়া যে খুব একটা সহজ হবে তা অনেকেই মনে করেছিলেন।
ভারতীয় ক্রিকেটে শুধু নয়, বিশ্ব ক্রিকেটে তিন নম্বর জায়গায় বিরাট কোহলি অন্যতম শ্রেষ্ঠ প্লেয়ার। তার জায়গায় নতুন পারফরমার পাওয়া যে খুব একটা সহজ হবে তা অনেকেই মনে করেছিলেন।
advertisement
3/7
কিন্তু টি-২০ ক্রিকেটে অন্তত বিরাট কোহলি বদলি মনে হয়ে পেয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। গত জুনে টি-২০ ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি। ফাঁকা হয়েছে ব্যাটিং অর্ডারের তিন নম্বর পজিশনটি।
কিন্তু টি-২০ ক্রিকেটে অন্তত বিরাট কোহলি বদলি মনে হয়ে পেয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। গত জুনে টি-২০ ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি। ফাঁকা হয়েছে ব্যাটিং অর্ডারের তিন নম্বর পজিশনটি।
advertisement
4/7
প্রথমে কয়েকটি ম্যাচে সেই জায়গায় খেলেছিলেন সূর্যকুমার যাদব। দক্ষিণ আফ্রিকায় তরুণ তুর্কি তিলক বর্মা’কে  তিন নম্বর পজিশনটি ছেড়ে দিয়ে নিজের পছন্দের চারে ফিরে যান তিনি। অধিনায়কের এই একটা সিদ্ধান্তই ‘বর’ হয়ে দেখা দেয় হায়দ্রাবাদের তিলকের ভাগ্যাকাশে।
প্রথমে কয়েকটি ম্যাচে সেই জায়গায় খেলেছিলেন সূর্যকুমার যাদব। দক্ষিণ আফ্রিকায় তরুণ তুর্কি তিলক বর্মা’কে তিন নম্বর পজিশনটি ছেড়ে দিয়ে নিজের পছন্দের চারে ফিরে যান তিনি। অধিনায়কের এই একটা সিদ্ধান্তই ‘বর’ হয়ে দেখা দেয় হায়দ্রাবাদের তিলকের ভাগ্যাকাশে।
advertisement
5/7
প্রোটিয়াদের বিরুদ্ধে সেঞ্চুরিয়ন ও জোহানেসবার্গে পরপর দু’টি ম্যাচে শতরান করেন তিনি। প্রথমটিতে ১৯১ স্ট্রাইক রেটে ১০৭* করেন তিনি। দ্বিতীয়টিতে করেন ১২০। স্ট্রাইক রেট এক লাফে তা বেড়ে দাঁড়ায় ২৫৫তে।
প্রোটিয়াদের বিরুদ্ধে সেঞ্চুরিয়ন ও জোহানেসবার্গে পরপর দু’টি ম্যাচে শতরান করেন তিনি। প্রথমটিতে ১৯১ স্ট্রাইক রেটে ১০৭* করেন তিনি। দ্বিতীয়টিতে করেন ১২০। স্ট্রাইক রেট এক লাফে তা বেড়ে দাঁড়ায় ২৫৫তে।
advertisement
6/7
প্রয়োজনে যেমন আগ্রাসী হতে পারেন কোহলি, তেমনই কঠিন পরিস্থিতিতে উইকেটে শেষ অবধি টিকে থেকে কার্যসিদ্ধি করে আসাও তাঁর অন্যতম ইউএসপি। ঠিক তেমন গুণই রয়েছে তিলকেরও। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে সেই প্রমাণ দিয়েছেন তিলক বর্মা।
প্রয়োজনে যেমন আগ্রাসী হতে পারেন কোহলি, তেমনই কঠিন পরিস্থিতিতে উইকেটে শেষ অবধি টিকে থেকে কার্যসিদ্ধি করে আসাও তাঁর অন্যতম ইউএসপি। ঠিক তেমন গুণই রয়েছে তিলকেরও। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে সেই প্রমাণ দিয়েছেন তিলক বর্মা।
advertisement
7/7
বিরাট কোহলির মত ঠান্ডা মাথায় যেমন ব্যাট করেছেন, আবার সঠিক সময় রানের গতিবেগও বাড়িয়েছেন। ফলে কোহলির তিন নম্বরে টি-২০ ক্রিকেটে নিজের জায়গা প্রায় পাকা করে ফেলেছেন তিলক। আগামী দিনে অন্য ফরম্যাটে সুযোগ পেলে তিলক কী করেন সেটাই দেখার।
বিরাট কোহলির মত ঠান্ডা মাথায় যেমন ব্যাট করেছেন, আবার সঠিক সময় রানের গতিবেগও বাড়িয়েছেন। ফলে কোহলির তিন নম্বরে টি-২০ ক্রিকেটে নিজের জায়গা প্রায় পাকা করে ফেলেছেন তিলক। আগামী দিনে অন্য ফরম্যাটে সুযোগ পেলে তিলক কী করেন সেটাই দেখার।
advertisement
advertisement
advertisement