IND vs ENG 1st Test: ব্যাটিং থেকে বোলিং! প্রথম টেস্টেই ভারতের একাদশে বড় চমক! যা ইংল্যান্ডের কল্পনার বাইরে!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs ENG 1st Test: ২০ জুন প্রথম টেস্টের ২ দিন আগেই ইংল্যান্ড ইতিমধ্যেই তাদের একাদশ ঘোষণা করেছে। ফলে ভারতীয় শিবিরেও এখন দল নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে।
ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্ট দিয়ে শুরু হতে চলেছে ভারতের টেস্ট ক্রিকেটে এক নতুন অধ্যায়। ২০ জুন প্রথম টেস্টের ২ দিন আগেই ইংল্যান্ড ইতিমধ্যেই তাদের একাদশ ঘোষণা করেছে। ফলে ভারতীয় শিবিরেও এখন দল নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। এই ম্যাচ দিয়েই শুভমান গিল প্রথমবারের মতো ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে নামছেন মাঠে। তার এবং কোচের কাঁধে রয়েছে ভারী দায়িত্ব—একটি ভারসাম্যপূর্ণ দল গঠন করার।
advertisement
ভারতের জন্য সবচেয়ে বড় পরিবর্তন এসেছে অভিজ্ঞ তিন ক্রিকেটার—বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন ও রোহিত শর্মার অবসরের পর। ভারতকে এখন নতুন নেতৃত্ব এবং নবীন খেলোয়াড়দের ওপর ভরসা রাখতে হবে। ব্যাটিং লাইনআপে ওপেনিংয়ে যশস্বী জয়সওয়াল ও কে এল রাহুলের জায়গা পাকা মনে করা হচ্ছে। সঙ্গে থাকছেন সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ ও করুণ নায়াররা যারা নিজেদের প্রমাণের অপেক্ষায় রয়েছেন। এছাড়া ঋষভ পন্থও রয়েছেন।
advertisement
advertisement
advertisement
advertisement