IND vs ENG 1st Test: ব্যাটিং থেকে বোলিং! প্রথম টেস্টেই ভারতের একাদশে বড় চমক! যা ইংল্যান্ডের কল্পনার বাইরে!

Last Updated:
IND vs ENG 1st Test: ২০ জুন প্রথম টেস্টের ২ দিন আগেই ইংল্যান্ড ইতিমধ্যেই তাদের একাদশ ঘোষণা করেছে। ফলে ভারতীয় শিবিরেও এখন দল নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে।
1/6
ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্ট দিয়ে শুরু হতে চলেছে ভারতের টেস্ট ক্রিকেটে এক নতুন অধ্যায়। ২০ জুন প্রথম টেস্টের ২ দিন আগেই ইংল্যান্ড ইতিমধ্যেই তাদের একাদশ ঘোষণা করেছে। ফলে ভারতীয় শিবিরেও এখন দল নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। এই ম্যাচ দিয়েই শুভমান গিল প্রথমবারের মতো ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে নামছেন মাঠে। তার এবং কোচের কাঁধে রয়েছে ভারী দায়িত্ব—একটি ভারসাম্যপূর্ণ দল গঠন করার।
ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্ট দিয়ে শুরু হতে চলেছে ভারতের টেস্ট ক্রিকেটে এক নতুন অধ্যায়। ২০ জুন প্রথম টেস্টের ২ দিন আগেই ইংল্যান্ড ইতিমধ্যেই তাদের একাদশ ঘোষণা করেছে। ফলে ভারতীয় শিবিরেও এখন দল নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। এই ম্যাচ দিয়েই শুভমান গিল প্রথমবারের মতো ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে নামছেন মাঠে। তার এবং কোচের কাঁধে রয়েছে ভারী দায়িত্ব—একটি ভারসাম্যপূর্ণ দল গঠন করার।
advertisement
2/6
ভারতের জন্য সবচেয়ে বড় পরিবর্তন এসেছে অভিজ্ঞ তিন ক্রিকেটার—বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন ও রোহিত শর্মার অবসরের পর। ভারতকে এখন নতুন নেতৃত্ব এবং নবীন খেলোয়াড়দের ওপর ভরসা রাখতে হবে। ব্যাটিং লাইনআপে ওপেনিংয়ে যশস্বী জয়সওয়াল ও কে এল রাহুলের জায়গা পাকা মনে করা হচ্ছে। সঙ্গে থাকছেন  সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ ও করুণ নায়াররা যারা নিজেদের প্রমাণের অপেক্ষায় রয়েছেন। এছাড়া ঋষভ পন্থও রয়েছেন।
ভারতের জন্য সবচেয়ে বড় পরিবর্তন এসেছে অভিজ্ঞ তিন ক্রিকেটার—বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন ও রোহিত শর্মার অবসরের পর। ভারতকে এখন নতুন নেতৃত্ব এবং নবীন খেলোয়াড়দের ওপর ভরসা রাখতে হবে। ব্যাটিং লাইনআপে ওপেনিংয়ে যশস্বী জয়সওয়াল ও কে এল রাহুলের জায়গা পাকা মনে করা হচ্ছে। সঙ্গে থাকছেন সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ ও করুণ নায়াররা যারা নিজেদের প্রমাণের অপেক্ষায় রয়েছেন। এছাড়া ঋষভ পন্থও রয়েছেন।
advertisement
3/6
সব ম্যাচ না খেললেও প্রথম টেস্টে জসপ্রীত বুমরাহের খেলাটা পাকা বলেই ধরা হচ্ছে। যদি তিনি না খেলেন, তবে হর্ষিত রানা  তার জায়গা নিতে পারেন। যাকে বিশেষভাবে স্কোয়াডে রাখা হয়েছে। অন্যদিকে, পেস-বান্ধব কন্ডিশনের পাশাপাশি লিডসের স্পিন-বান্ধব রেকর্ডও বিবেচনায় রাখতে হচ্ছে।
সব ম্যাচ না খেললেও প্রথম টেস্টে জসপ্রীত বুমরাহের খেলাটা পাকা বলেই ধরা হচ্ছে। যদি তিনি না খেলেন, তবে হর্ষিত রানা তার জায়গা নিতে পারেন। যাকে বিশেষভাবে স্কোয়াডে রাখা হয়েছে। অন্যদিকে, পেস-বান্ধব কন্ডিশনের পাশাপাশি লিডসের স্পিন-বান্ধব রেকর্ডও বিবেচনায় রাখতে হচ্ছে।
advertisement
4/6
এই পরিস্থিতিতে কুলদীপ যাদবকে দলে রাখা হতে পারে একটি কৌশলগত সিদ্ধান্ত। যদি কুলদীপ খেলেন, তবে শার্দুল ঠাকুরকে তৃতীয় পেসার হিসেবে খেলানো হতে পারে। তবে জাদেজা ও কুলদীপ খেললে তিন পেসারে ভরসা রাখবে ভারত।
এই পরিস্থিতিতে কুলদীপ যাদবকে দলে রাখা হতে পারে একটি কৌশলগত সিদ্ধান্ত। যদি কুলদীপ খেলেন, তবে শার্দুল ঠাকুরকে তৃতীয় পেসার হিসেবে খেলানো হতে পারে। তবে জাদেজা ও কুলদীপ খেললে তিন পেসারে ভরসা রাখবে ভারত।
advertisement
5/6
ভারতের অলরাউন্ডার পজিশনেও রয়েছে দোটানা। নীতিশ কুমার রেড্ডি একজন ব্যাটিং অলরাউন্ডার হলেও, পেস সহায়ক কন্ডিশনে শার্দুল ঠাকুরকে খেলানোই হতে পারে বুদ্ধিমানের কাজ। আর স্পিন বিভাগে রয়েছেন অভিজ্ঞ রবীন্দ্র জাদেজা, যিনি ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই ভারসাম্য এনে দিতে পারেন।
ভারতের অলরাউন্ডার পজিশনেও রয়েছে দোটানা। নীতিশ কুমার রেড্ডি একজন ব্যাটিং অলরাউন্ডার হলেও, পেস সহায়ক কন্ডিশনে শার্দুল ঠাকুরকে খেলানোই হতে পারে বুদ্ধিমানের কাজ। আর স্পিন বিভাগে রয়েছেন অভিজ্ঞ রবীন্দ্র জাদেজা, যিনি ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই ভারসাম্য এনে দিতে পারেন।
advertisement
6/6
এক ঝলকে দেখে নিন ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম টেস্টে সম্ভাব্য একাদশ: কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ইশ্বরন / সাঁই সুদর্শন, শুভমান গিল, ঋষভ পন্থ, করুণ নায়ার, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর,  জাসপ্রীত বুমরাহ, প্রসিধ কৃষ্ণ / কুলদীপ যদব, মহম্মদ সিরাজ।
এক ঝলকে দেখে নিন ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম টেস্টে সম্ভাব্য একাদশ: কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ইশ্বরন / সাঁই সুদর্শন, শুভমান গিল, ঋষভ পন্থ, করুণ নায়ার, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জাসপ্রীত বুমরাহ, প্রসিধ কৃষ্ণ / কুলদীপ যদব, মহম্মদ সিরাজ।
advertisement
advertisement
advertisement