২২ গজে আর দেখা যাবে না এবিডির জাদু, দেখুন তাঁর কিছু স্মরনীয় ক্রিকেটীয় মুহুর্ত

Last Updated:
1/12
বুধবার হঠাৎই বিশ্বক্রিকেট থেকে সন্ন্যাস গ্রহণের সিদ্ধান্ত নিয়ে নিলেন এবি ডিভিলিয়ার্স ৷ নিজের টুইটার হ্যান্ডেলে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন এবিডি ৷ (Photo: Reuters)
বুধবার হঠাৎই বিশ্বক্রিকেট থেকে সন্ন্যাস গ্রহণের সিদ্ধান্ত নিয়ে নিলেন এবি ডিভিলিয়ার্স ৷ নিজের টুইটার হ্যান্ডেলে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন এবিডি ৷ (Photo: Reuters)
advertisement
2/12
পাশাপাশি প্রোটিয়া এই তারকা ক্রিকেটার জানিয়েছেন আর একটিও আন্তর্জাতিক ম্যাচে জাতীয় দলের জার্সি গায়ে তাঁকে আর খেলতে দেখা যাবে না ৷ (Photo: Reuters)
পাশাপাশি প্রোটিয়া এই তারকা ক্রিকেটার জানিয়েছেন আর একটিও আন্তর্জাতিক ম্যাচে জাতীয় দলের জার্সি গায়ে তাঁকে আর খেলতে দেখা যাবে না ৷ (Photo: Reuters)
advertisement
3/12
নিজের অবসর ঘোষণার টুইটের প্রথমেই তিনি লিখেছেন ,‘‘আজ আমি একটা বড় সিদ্ধান্ত নিয়েছি ৷ ’’ (Photo: AP)
নিজের অবসর ঘোষণার টুইটের প্রথমেই তিনি লিখেছেন ,‘‘আজ আমি একটা বড় সিদ্ধান্ত নিয়েছি ৷ ’’ (Photo: AP)
advertisement
4/12
তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএল প্লে অফে উঠতে না পারলেও ব্যাট হাতে জ্বলে উঠেছেন তিনি ৷ (Photo: AP0
তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএল প্লে অফে উঠতে না পারলেও ব্যাট হাতে জ্বলে উঠেছেন তিনি ৷ (Photo: AP0
advertisement
5/12
১১৪ টি টেস্ট ম্যাচ, ২২৮ টি একদিনের ম্যাচ, ৭৮ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি (Photo: Reuters)
১১৪ টি টেস্ট ম্যাচ, ২২৮ টি একদিনের ম্যাচ, ৭৮ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি (Photo: Reuters)
advertisement
6/12
১১৪ টি টেস্টে ৮৭৬৫ রান করেছেন, তাঁর গড় ৫০.৬৬ ৷ তাঁর রয়েছে ২২ টি শতরান ও ৪৬ টি অর্ধশতরান ৷ (Photo: Reuters)
১১৪ টি টেস্টে ৮৭৬৫ রান করেছেন, তাঁর গড় ৫০.৬৬ ৷ তাঁর রয়েছে ২২ টি শতরান ও ৪৬ টি অর্ধশতরান ৷ (Photo: Reuters)
advertisement
7/12
ওয়ানডে তে আরও দারুণ পারফরম্যান্স ৷ তাঁর ঝোলায় রয়েছে ৯৫৭৭ রান ৷ গড় ৫৩.৫০ ৷ রয়েছে ২৫ টি শতরান ও ৫৩ টি অর্ধশতরান ৷ ৭৮ টি টি-টোয়েন্টিতে তাঁর রান ১৬৭২ ৷ (Photo: Reuters)
ওয়ানডে তে আরও দারুণ পারফরম্যান্স ৷ তাঁর ঝোলায় রয়েছে ৯৫৭৭ রান ৷ গড় ৫৩.৫০ ৷ রয়েছে ২৫ টি শতরান ও ৫৩ টি অর্ধশতরান ৷ ৭৮ টি টি-টোয়েন্টিতে তাঁর রান ১৬৭২ ৷ (Photo: Reuters)
advertisement
8/12
একদিনের ক্রিকেটে দ্রুততম অর্ধশতরান, শতরান,দ্রুততম দেড়শো রানের কৃতিত্বের অধিকারী   (Photo: Reuters)
একদিনের ক্রিকেটে দ্রুততম অর্ধশতরান, শতরান,দ্রুততম দেড়শো রানের কৃতিত্বের অধিকারী (Photo: Reuters)
advertisement
9/12
 মাত্র ১৬ বলে ৫০, ৩১ বলে ১০০, এবং ৬৪ বলে ১৫০রান করেছিলেন এই প্রোটিয়া ব্যাটসম্যান ৷ (Photo: Reuters)
মাত্র ১৬ বলে ৫০, ৩১ বলে ১০০, এবং ৬৪ বলে ১৫০রান করেছিলেন এই প্রোটিয়া ব্যাটসম্যান ৷ (Photo: Reuters)
advertisement
10/12
ঘরোয়া ক্রিকেটে টাইটান্সদের হয়ে খেলতে রারেন তিনি (Photo: Reuters)
ঘরোয়া ক্রিকেটে টাইটান্সদের হয়ে খেলতে রারেন তিনি (Photo: Reuters)
advertisement
11/12
Photo: Reuters
Photo: Reuters
advertisement
12/12
Photo: Reuters
Photo: Reuters
advertisement
advertisement
advertisement