মিলখা সিং ও তাঁর স্ত্রী নির্মল কউর চলে গেলেন ২০২১। করোনা আক্রান্ত হয়েছিলেন দুজনেই। ভারতীয় কিংবদন্তি মিলখার দেশের খেলার জগতে অবদান ছিল অনস্বাকীর্য।
অলিম্পিয়ান ফুটবলার সৈয়দ হাকিম ২০২১-এ প্রয়াত হয়েছেন। ৮২ বছর বয়স হয়েছিল তাঁর।
১৯৬০ রোম ওলিম্পিক্সে ভারতীয় দলের সদস্য ছিলেন ও চন্দ্রশেখর। তিনিও প্রয়াত হয়েছেন ২০২১-এ।
মিডলওয়েট বক্সিং ইতিহাসে মার্ভিন হাগলার প্রয়াত হয়েছেন চলতি বছরে। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।
১৯৯৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত এফওয়ান প্রেসিডেন্ট ছিলেন ম্যাক্স মোসলে। ২০২১-এ তিনিও চলে গেলেন। মে মাসে প্রয়াত হয়েছিলেন তিনি।
বক্সিং কিংবদন্তি মহম্মদ আলিকে হারিয়েছিলেন। সেই লিয়ন স্পিঙ্কস ৬৭ বছর বয়সে প্রয়াত হয়েছেন। ১৯৭৮ সালে তিনি মহম্মদ আলিকে হারিয়েছিলেন।
অলিম্পিক্স পোডিয়ামে দাঁড়িয়ে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন তিনি। সেই লি ইভান্স প্রয়াত হন ২০২১-এ।
ভারতীয় ফুটবলে নভি কপাডিয়া অত্যন্ত চেনা নাম। ধারাভাষ্যকার, ফুটবল বিশেষজ্ঞ নভি প্রয়াত হয়েছেন চলতি বছরে।
...