ICC Women's World Cup 2022: মেয়েদের একদিনের ক্রিকেটে ঝুলন একাই ‘২৫০’, কুর্নিশ চাকদা এক্সপ্রেস

Last Updated:
ICC Women's World Cup 2022: ঘাম-রক্ত-জল ---পরিশ্রমের মূল্য সুদে আসলে পাচ্ছেন ঝুলন গোস্বামী
1/6
ঝুলন গোস্বামী (Jhulan Goswami) একদিনের ক্রিকেটে মেয়েদের সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী  (Leading ODI wicket taker) হলেন৷ তিনি ১৯৯ টি একদিনের ম্যাচ খেলে ২৫০ টি উইকেট নিয়েছেন৷ বিশ্বকাপে রোজই নতুন নজির গড়ছেন ৩৯ র ঝুলন৷
ঝুলন গোস্বামী (Jhulan Goswami) একদিনের ক্রিকেটে মেয়েদের সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী (Leading ODI wicket taker) হলেন৷ তিনি ১৯৯ টি একদিনের ম্যাচ খেলে ২৫০ টি উইকেট নিয়েছেন৷ বিশ্বকাপে রোজই নতুন নজির গড়ছেন ৩৯ র ঝুলন৷
advertisement
2/6
আর কাউকে টপকাতে হবে না। বাংলার মেয়ে ঝুলন গোস্বামী এখন নিজেই সবার উপরে উঠে গেলেন। মহিলাদের বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী এখন ঝুলন।
আর কাউকে টপকাতে হবে না। বাংলার মেয়ে ঝুলন গোস্বামী এখন নিজেই সবার উপরে উঠে গেলেন। মহিলাদের বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী এখন ঝুলন।
advertisement
3/6
চলতি বিশ্বকাপে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে উইকেট পাওয়ার পর যুগ্মভাবে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন ঝুলন। তবে এদিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে উইকেট পেয়ে ঝুলন সবাইকে টপকে গেলেন।
চলতি বিশ্বকাপে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে উইকেট পাওয়ার পর যুগ্মভাবে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন ঝুলন। তবে এদিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে উইকেট পেয়ে ঝুলন সবাইকে টপকে গেলেন।
advertisement
4/6
এদিন ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ৩৬ তম ওভারে আনিসা মহম্মদের উইকেট নিয়ে বিশ্বরেকর্ড করে ফেললেন চাকদহ এক্সপ্রেস। বিশ্বকাপে এখন তিনি ৪০টি উইকেট পাওয়া বোলার।
এদিন ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ৩৬ তম ওভারে আনিসা মহম্মদের উইকেট নিয়ে বিশ্বরেকর্ড করে ফেললেন চাকদহ এক্সপ্রেস। বিশ্বকাপে এখন তিনি ৪০টি উইকেট পাওয়া বোলার।
advertisement
5/6
বিশ্বকাপের ৩১টি ম্যাচে ৪০টি উইকেট। ঝুলনের এমন রেকর্ড অসাধারণ বললেও হয়তো কম বলা হবে। আর এবার বিশ্বকাপে যেন কেরিয়ারের সেরা ফর্মে রয়েছেন বাংলার পেসার।
বিশ্বকাপের ৩১টি ম্যাচে ৪০টি উইকেট। ঝুলনের এমন রেকর্ড অসাধারণ বললেও হয়তো কম বলা হবে। আর এবার বিশ্বকাপে যেন কেরিয়ারের সেরা ফর্মে রয়েছেন বাংলার পেসার।
advertisement
6/6
অস্ট্রেলিয়ার প্রাক্তন বোলার ফুলস্টোন ১৯৮২ ও ১৯৮৮ সালের দু'টি বিশ্বকাপে ২০টি ম্যাচে ৩৯টি উইকেট পেয়েছিলেন। এবার ঝুলন ২০০৫-২০২২ পর্যন্ত ৫টি বিশ্বকাপ খেলে ৩১টি ম্যাচে ৪০টি উইকেট পেলেন।
অস্ট্রেলিয়ার প্রাক্তন বোলার ফুলস্টোন ১৯৮২ ও ১৯৮৮ সালের দু'টি বিশ্বকাপে ২০টি ম্যাচে ৩৯টি উইকেট পেয়েছিলেন। এবার ঝুলন ২০০৫-২০২২ পর্যন্ত ৫টি বিশ্বকাপ খেলে ৩১টি ম্যাচে ৪০টি উইকেট পেলেন।
advertisement
advertisement
advertisement