T20 World Cup: এই পাঁচটি কারণে Team India টি ২০ বিশ্বকাপে FAIL! উঠতে পারেনি সেমিফাইনালে
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
ICC T2o World Cup|IPL 2021|Virat Kohli|Rohit Sharma|Mahendra Singh Dhoni|Mohammand Shami|Ravi Shatri|Pakistan|New Zealand|Varun Chakraborty|Hardik Pandya: এই পাঁচটি কারণই ভারতের জয়ের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে, পরিণতি স্বরূপ এবারের মত বিদায়
টি ২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার পারফরমেন্স মোটেই ভাল ছিলনা (During ICC T20 World Cup 2021 the performance of team India was not up to the mark) ৷ সেমিফাইনালেও উঠতে পারেনি কোহলি (Virat Kohli) ব্রিগেড (Team India eliminited from Group stage) ৷ বেশ কিছু কারণেই প্রতিযোগিতার প্রাথমিক পর্ব থেকেই বিদায় নিতে হল ভারতীয় ক্রিকেট দলকে ৷ বিশ্বকাপ শুরু আগেই ভারতকে ব্যাপক দাবিদার বলেই ধরে নিয়েছিলেন বিশেষজ্ঞরা (Experts though that India was probable winner of T20 world Cup 2021) ৷ কিন্তু পাকিস্তান (India VS Pakistan) ও নিউজিল্যান্ডের (India VS New Zealand) কাছে পরপর দুটি ম্যাচ হারতেই একপ্রকার স্থির হয়ে গিয়েছিল এবারের বিশ্বকাপ অভিযান কী হতে পারে সেই বিষয়ে ৷ ছবি সৌজন্যে এপি ৷
advertisement
ভারতীয় দলের খারাপ পারফরমেন্সের জন্য প্রধানত দায়ী ব্যাটয়ম্যানেরা নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি অর্থাৎ প্রয়োজনের সময়ে নিজের সেরাটা উজাড় করে দিতে পারেনি দলের জন্য ৷ প্রথম দুটি বড় ম্যাচ একটি পাকিস্তান (India VS Pakistan) অপরটি নিউজিল্যান্ডের সঙ্গে তাসের ঘরের মত ভেঙে পড়েছিল বিশ্ববিখ্যাত ব্যাটিং লাইন আপ ৷ নতুন বলের সামনে রোহিত-রাহুল জুটির অসহায় আত্মসমর্পণই ভারতীয় ম্যানেজমেন্টকে ভাবতে বাধ্য করেছিল, আফগানিস্থান (India VS Afghanistan) ও স্কটল্যান্ড (India VS Scottland) ম্যাচ থেকেই ছন্দে ফিরতে শুরু করে ওপেনিং জুটি ৷ কিন্তু ততক্ষণে খানিকটা দেরি হয়ে গিয়েছিল ৷ ছবি সৌজন্যে এপি ৷
advertisement
দলে কোনও অলরাউন্ডার না থাকায় ভুগতে হয়েছে ভারতীয় দলকে ৷ দলে অবশ্যই হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ছিল ঠিকই কিন্তু প্রথম দু'ম্যাচে কোনও উইকেট পাননি তিনি ৷ বরুণ চক্রবর্তীও (Varun Chankraborty) ফিটনেস নিয়ে ভুগেছেন ৷ ইতিহাস বারে বলছে এমন কওন দল নেই যারা বিশ্বজয়ী তাদের কোনও অলরাউন্ডার নেই ৷ সে টি ২০ হোক বা একদিনের ক্রিকেট ৷ ছবি সৌজন্যে এপি ৷
advertisement
বড় ম্যাচে লক্ষ্যহীন ভাবে বল করে গিয়েছেন ভারতীয় বোলাররা (Indian Bolwers performce was not upto the mark) ৷ পাকিস্তান ম্যাচে একটিও উইকেট নিতে পারেননি শামিরা ৷ নিউজিল্যান্ড ম্যাটে মাত্র ২টি উিকেট নিতে সক্ষম কোহলি ব্রিগেড ৷ আফগানিস্থান ও স্কটল্যান্ড ম্যাচ বড় ব্যবধানে জিতে সেমিফাইনালের স্বপ্ন দেখছিল টিম ইন্ডিয়া ৷ কিন্তু রবিবার বার নিউজিল্যান্ডের (New Zealand) জয়ই সমস্ত স্বপ্নের রং ফ্যাকাসে করে দেয় ৷ ছবি সৌজন্যে এএফপি ৷
advertisement
মরুদেশে মাচ জিততে হলে টস জিততে (Toss was the Key Factor in UAE) হবে এটা যেন সমার্থক হয়ে দাঁড়ায় ৷ পাকিস্তান ও নিউজিল্যান্ড ম্যাচে টস হেরে প্রথমেই ব্যাকফুটে চলে যায় বিরাট বাহিনী ৷ স্কটল্যান্ডের বিরুদ্ধে জয়ের পরে বিরাটও (Indian Captain Virat Kohli) মেনে নেয় সেই সেই বিষয়টি ৷ ছবি সৌজন্যে এএফপি ৷
advertisement
ক্রমাগত ক্রিকেট কি ক্লান্ত করেছে ক্রিকেটারদের? আইপিএলের (IPL 2021) দ্বিতীয় দফ খেলা হয়েছে ইউএই-তে ৷ খেলোয়াড়দের সুবিধার থেকে ক্ষতিই হয়েছে ৷ ফিটনেস সমস্যা বারেবারে বিপদে ফেলেছে দলকে ৷ ভারতীয় ক্রিকেটাররা লাগাতার খেলে গিয়েছে সেখানে অন্য দেশের খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হয়েছে বা আইপিএলের (IPL second phase in UAE) দ্বিতীয় দফায় তাদের পাঠানো হয়নি ৷ ছবি সৌজন্যে পিটিআই ৷