T20 World Cup: এই পাঁচটি কারণে Team India টি ২০ বিশ্বকাপে FAIL! উঠতে পারেনি সেমিফাইনালে

Last Updated:
ICC T2o World Cup|IPL 2021|Virat Kohli|Rohit Sharma|Mahendra Singh Dhoni|Mohammand Shami|Ravi Shatri|Pakistan|New Zealand|Varun Chakraborty|Hardik Pandya: এই পাঁচটি কারণই ভারতের জয়ের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে, পরিণতি স্বরূপ এবারের মত বিদায়
1/6
টি ২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার পারফরমেন্স মোটেই ভাল ছিলনা (During ICC T20 World Cup 2021 the performance of team India was not up to the mark) ৷ সেমিফাইনালেও উঠতে পারেনি কোহলি (Virat Kohli) ব্রিগেড (Team India eliminited from Group stage) ৷ বেশ কিছু কারণেই প্রতিযোগিতার প্রাথমিক পর্ব থেকেই বিদায় নিতে হল ভারতীয় ক্রিকেট দলকে ৷ বিশ্বকাপ শুরু আগেই ভারতকে ব্যাপক দাবিদার বলেই ধরে নিয়েছিলেন বিশেষজ্ঞরা (Experts though that India was probable winner of T20 world Cup 2021) ৷ কিন্তু পাকিস্তান (India VS Pakistan) ও নিউজিল্যান্ডের (India VS New Zealand) কাছে পরপর দুটি ম্যাচ হারতেই একপ্রকার স্থির হয়ে গিয়েছিল এবারের বিশ্বকাপ অভিযান কী হতে পারে সেই বিষয়ে ৷ ছবি সৌজন্যে এপি ৷
টি ২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার পারফরমেন্স মোটেই ভাল ছিলনা (During ICC T20 World Cup 2021 the performance of team India was not up to the mark) ৷ সেমিফাইনালেও উঠতে পারেনি কোহলি (Virat Kohli) ব্রিগেড (Team India eliminited from Group stage) ৷ বেশ কিছু কারণেই প্রতিযোগিতার প্রাথমিক পর্ব থেকেই বিদায় নিতে হল ভারতীয় ক্রিকেট দলকে ৷ বিশ্বকাপ শুরু আগেই ভারতকে ব্যাপক দাবিদার বলেই ধরে নিয়েছিলেন বিশেষজ্ঞরা (Experts though that India was probable winner of T20 world Cup 2021) ৷ কিন্তু পাকিস্তান (India VS Pakistan) ও নিউজিল্যান্ডের (India VS New Zealand) কাছে পরপর দুটি ম্যাচ হারতেই একপ্রকার স্থির হয়ে গিয়েছিল এবারের বিশ্বকাপ অভিযান কী হতে পারে সেই বিষয়ে ৷ ছবি সৌজন্যে এপি ৷
advertisement
2/6
ভারতীয় দলের খারাপ পারফরমেন্সের জন্য প্রধানত দায়ী ব্যাটয়ম্যানেরা নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি অর্থাৎ প্রয়োজনের সময়ে নিজের সেরাটা উজাড় করে দিতে পারেনি দলের জন্য ৷ প্রথম দুটি বড় ম্যাচ একটি পাকিস্তান (India VS Pakistan) অপরটি নিউজিল্যান্ডের সঙ্গে তাসের ঘরের মত ভেঙে পড়েছিল বিশ্ববিখ্যাত ব্যাটিং লাইন আপ ৷ নতুন বলের সামনে রোহিত-রাহুল জুটির অসহায় আত্মসমর্পণই ভারতীয় ম্যানেজমেন্টকে ভাবতে বাধ্য করেছিল, আফগানিস্থান (India VS Afghanistan) ও স্কটল্যান্ড (India VS Scottland) ম্যাচ থেকেই ছন্দে ফিরতে শুরু করে ওপেনিং জুটি ৷ কিন্তু ততক্ষণে খানিকটা দেরি হয়ে গিয়েছিল ৷ ছবি সৌজন্যে এপি ৷
ভারতীয় দলের খারাপ পারফরমেন্সের জন্য প্রধানত দায়ী ব্যাটয়ম্যানেরা নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি অর্থাৎ প্রয়োজনের সময়ে নিজের সেরাটা উজাড় করে দিতে পারেনি দলের জন্য ৷ প্রথম দুটি বড় ম্যাচ একটি পাকিস্তান (India VS Pakistan) অপরটি নিউজিল্যান্ডের সঙ্গে তাসের ঘরের মত ভেঙে পড়েছিল বিশ্ববিখ্যাত ব্যাটিং লাইন আপ ৷ নতুন বলের সামনে রোহিত-রাহুল জুটির অসহায় আত্মসমর্পণই ভারতীয় ম্যানেজমেন্টকে ভাবতে বাধ্য করেছিল, আফগানিস্থান (India VS Afghanistan) ও স্কটল্যান্ড (India VS Scottland) ম্যাচ থেকেই ছন্দে ফিরতে শুরু করে ওপেনিং জুটি ৷ কিন্তু ততক্ষণে খানিকটা দেরি হয়ে গিয়েছিল ৷ ছবি সৌজন্যে এপি ৷
advertisement
3/6
দলে কোনও অলরাউন্ডার না থাকায় ভুগতে হয়েছে ভারতীয় দলকে ৷ দলে অবশ্যই হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ছিল ঠিকই কিন্তু প্রথম দু'ম্যাচে কোনও উইকেট পাননি তিনি ৷ বরুণ চক্রবর্তীও (Varun Chankraborty) ফিটনেস নিয়ে ভুগেছেন ৷ ইতিহাস বারে বলছে এমন কওন দল নেই যারা বিশ্বজয়ী তাদের কোনও অলরাউন্ডার নেই ৷ সে টি ২০ হোক বা একদিনের ক্রিকেট ৷ ছবি সৌজন্যে এপি ৷
দলে কোনও অলরাউন্ডার না থাকায় ভুগতে হয়েছে ভারতীয় দলকে ৷ দলে অবশ্যই হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ছিল ঠিকই কিন্তু প্রথম দু'ম্যাচে কোনও উইকেট পাননি তিনি ৷ বরুণ চক্রবর্তীও (Varun Chankraborty) ফিটনেস নিয়ে ভুগেছেন ৷ ইতিহাস বারে বলছে এমন কওন দল নেই যারা বিশ্বজয়ী তাদের কোনও অলরাউন্ডার নেই ৷ সে টি ২০ হোক বা একদিনের ক্রিকেট ৷ ছবি সৌজন্যে এপি ৷
advertisement
4/6
বড় ম্যাচে লক্ষ্যহীন ভাবে বল করে গিয়েছেন ভারতীয় বোলাররা (Indian Bolwers performce was not upto the mark) ৷ পাকিস্তান ম্যাচে একটিও উইকেট নিতে পারেননি শামিরা ৷ নিউজিল্যান্ড ম্যাটে মাত্র ২টি উিকেট নিতে সক্ষম কোহলি ব্রিগেড ৷ আফগানিস্থান ও স্কটল্যান্ড ম্যাচ বড় ব্যবধানে জিতে সেমিফাইনালের স্বপ্ন দেখছিল টিম ইন্ডিয়া ৷ কিন্তু রবিবার বার নিউজিল্যান্ডের (New Zealand) জয়ই সমস্ত স্বপ্নের রং ফ্যাকাসে করে দেয় ৷ ছবি সৌজন্যে এএফপি ৷
বড় ম্যাচে লক্ষ্যহীন ভাবে বল করে গিয়েছেন ভারতীয় বোলাররা (Indian Bolwers performce was not upto the mark) ৷ পাকিস্তান ম্যাচে একটিও উইকেট নিতে পারেননি শামিরা ৷ নিউজিল্যান্ড ম্যাটে মাত্র ২টি উিকেট নিতে সক্ষম কোহলি ব্রিগেড ৷ আফগানিস্থান ও স্কটল্যান্ড ম্যাচ বড় ব্যবধানে জিতে সেমিফাইনালের স্বপ্ন দেখছিল টিম ইন্ডিয়া ৷ কিন্তু রবিবার বার নিউজিল্যান্ডের (New Zealand) জয়ই সমস্ত স্বপ্নের রং ফ্যাকাসে করে দেয় ৷ ছবি সৌজন্যে এএফপি ৷
advertisement
5/6
মরুদেশে মাচ জিততে হলে টস জিততে (Toss was the Key Factor in UAE) হবে এটা যেন সমার্থক হয়ে দাঁড়ায় ৷ পাকিস্তান ও নিউজিল্যান্ড ম্যাচে টস হেরে প্রথমেই ব্যাকফুটে চলে যায় বিরাট বাহিনী ৷ স্কটল্যান্ডের বিরুদ্ধে জয়ের পরে বিরাটও (Indian Captain Virat Kohli) মেনে নেয় সেই সেই বিষয়টি ৷ ছবি সৌজন্যে এএফপি ৷
মরুদেশে মাচ জিততে হলে টস জিততে (Toss was the Key Factor in UAE) হবে এটা যেন সমার্থক হয়ে দাঁড়ায় ৷ পাকিস্তান ও নিউজিল্যান্ড ম্যাচে টস হেরে প্রথমেই ব্যাকফুটে চলে যায় বিরাট বাহিনী ৷ স্কটল্যান্ডের বিরুদ্ধে জয়ের পরে বিরাটও (Indian Captain Virat Kohli) মেনে নেয় সেই সেই বিষয়টি ৷ ছবি সৌজন্যে এএফপি ৷
advertisement
6/6
ক্রমাগত ক্রিকেট কি ক্লান্ত করেছে ক্রিকেটারদের? আইপিএলের (IPL 2021) দ্বিতীয় দফ খেলা হয়েছে ইউএই-তে ৷ খেলোয়াড়দের সুবিধার থেকে ক্ষতিই হয়েছে ৷ ফিটনেস সমস্যা বারেবারে বিপদে ফেলেছে দলকে ৷ ভারতীয় ক্রিকেটাররা লাগাতার খেলে গিয়েছে সেখানে অন্য দেশের খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হয়েছে বা আইপিএলের (IPL second phase in UAE) দ্বিতীয় দফায় তাদের পাঠানো হয়নি ৷ ছবি সৌজন্যে পিটিআই ৷
ক্রমাগত ক্রিকেট কি ক্লান্ত করেছে ক্রিকেটারদের? আইপিএলের (IPL 2021) দ্বিতীয় দফ খেলা হয়েছে ইউএই-তে ৷ খেলোয়াড়দের সুবিধার থেকে ক্ষতিই হয়েছে ৷ ফিটনেস সমস্যা বারেবারে বিপদে ফেলেছে দলকে ৷ ভারতীয় ক্রিকেটাররা লাগাতার খেলে গিয়েছে সেখানে অন্য দেশের খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হয়েছে বা আইপিএলের (IPL second phase in UAE) দ্বিতীয় দফায় তাদের পাঠানো হয়নি ৷ ছবি সৌজন্যে পিটিআই ৷
advertisement
advertisement
advertisement