হয়ে গেল দল ঘোষণা! বাইরে একাধিক তারকা, স্কোয়াডে ৭ স্পিন অপশন

Last Updated:
ICC Champions Trophy 2025: সামনেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ১২ জানুয়ারির মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবকটি দেশকে ঘোষণা করতে হবে তাদের স্কোয়াড। চ্যাম্পিয়ন্স ট্রফির আবহরে মধ্যেই দল ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া।
1/6
সামনেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ১২ জানুয়ারির মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবকটি দেশকে ঘোষণা করতে হবে তাদের স্কোয়াড। ইংল্যান্ড দল ঘোষণা সবার আগে করে দিয়েছে। বাকি দেশগুলির দল ঘোষণার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
সামনেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ১২ জানুয়ারির মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবকটি দেশকে ঘোষণা করতে হবে তাদের স্কোয়াড। ইংল্যান্ড দল ঘোষণা সবার আগে করে দিয়েছে। বাকি দেশগুলির দল ঘোষণার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
advertisement
2/6
তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আবহরে মধ্যেই দল ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির নয়, আসন্ন শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করল ব্যা গ্রিনরা। আর এই দলে রয়েছে একাধিক মহাচমক।
তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আবহরে মধ্যেই দল ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির নয়, আসন্ন শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করল ব্যা গ্রিনরা। আর এই দলে রয়েছে একাধিক মহাচমক।
advertisement
3/6
১০ বছর পর বর্ডার গাভাসকর সিরিজ জিতে সেলিব্রেশন মুডে রয়েছে অস্ট্রেলিয়া। পাকা হয়ে গিয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিটও। ফলে নিয়মক্ষার সিরিজে বিশ্রাম নিয়েছেম প্যট কামিন্স। দলকে নেতত্ব দেবেন স্টিভ স্মিথ ও সহ অধিনায়ক ট্রেভিস হেড।
১০ বছর পর বর্ডার গাভাসকর সিরিজ জিতে সেলিব্রেশন মুডে রয়েছে অস্ট্রেলিয়া। পাকা হয়ে গিয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিটও। ফলে নিয়মক্ষার সিরিজে বিশ্রাম নিয়েছেম প্যট কামিন্স। দলকে নেতত্ব দেবেন স্টিভ স্মিথ ও সহ অধিনায়ক ট্রেভিস হেড।
advertisement
4/6
এছাড়া অস্ট্রেলিয়ার শ্রীলঙ্কা সফরকারী দলে নেই জস হ্যাজেলউড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েলের মত তারকারা। ভারতের বিরুদ্ধে অভিষেক হওয়া ৩ তরুণ ন্যাথন ম্যাকসুইনি, স্যাম কনস্টাস ও বিউ ওয়েবস্টার সুযোগ পেয়েছেন শ্রীলঙ্কা সফরে।
এছাড়া অস্ট্রেলিয়ার শ্রীলঙ্কা সফরকারী দলে নেই জস হ্যাজেলউড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েলের মত তারকারা। ভারতের বিরুদ্ধে অভিষেক হওয়া ৩ তরুণ ন্যাথন ম্যাকসুইনি, স্যাম কনস্টাস ও বিউ ওয়েবস্টার সুযোগ পেয়েছেন শ্রীলঙ্কা সফরে।
advertisement
5/6
শ্রীলঙ্কায় স্পিন সহায়ক উইকেটে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে অজিদের। সেই কথা প্ল্যানিংয়ে রেখে অস্ট্রেলিয়াও নিজেদের দলে মোট ৭ জন স্পিন অপশন রয়েছে। ন্যাথান লায়ন ছাড়াও দলে রয়েছেন  ম্যাট কুনম্যান, টড মার্ফি, কুপার কনলি। এছাড়াও পার্ট টাইম স্পিন বোলিং অপশন হিসেবে রয়েছে লাবুশেন-হেড-ম্যাকসুইনি।
শ্রীলঙ্কায় স্পিন সহায়ক উইকেটে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে অজিদের। সেই কথা প্ল্যানিংয়ে রেখে অস্ট্রেলিয়াও নিজেদের দলে মোট ৭ জন স্পিন অপশন রয়েছে। ন্যাথান লায়ন ছাড়াও দলে রয়েছেন ম্যাট কুনম্যান, টড মার্ফি, কুপার কনলি। এছাড়াও পার্ট টাইম স্পিন বোলিং অপশন হিসেবে রয়েছে লাবুশেন-হেড-ম্যাকসুইনি।
advertisement
6/6
এক ঝলকে শ্রীলঙ্কা সফরের জন্য ঘোষিত অস্ট্রলিয়া দল: স্টিভ স্মিথ (অধিনায়ক), ট্রেভিস হেড (সহ অধিনায়ক), শন অ্যাবট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), কুপার কনলি, জোশ ইংলিস, উসমান খোয়াজা, স্যাম কনস্টাস, ম্যাথিউ কুনম্যান, মার্নাস ল্যাবুশান, নাথান লিয়ন, ন্যাথন ম্যাকসুইনি, টড মার্ফি, মিচেল স্টার্ক, বিউ ওয়েবস্টার।
এক ঝলকে শ্রীলঙ্কা সফরের জন্য ঘোষিত অস্ট্রলিয়া দল: স্টিভ স্মিথ (অধিনায়ক), ট্রেভিস হেড (সহ অধিনায়ক), শন অ্যাবট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), কুপার কনলি, জোশ ইংলিস, উসমান খোয়াজা, স্যাম কনস্টাস, ম্যাথিউ কুনম্যান, মার্নাস ল্যাবুশান, নাথান লিয়ন, ন্যাথন ম্যাকসুইনি, টড মার্ফি, মিচেল স্টার্ক, বিউ ওয়েবস্টার।
advertisement
advertisement
advertisement