বাবা হিমাংশু পান্ডিয়া স্বপ্ন দেখেছিলেন, তাঁর দুই ছেলে যেন ক্রিকেটার হয়। তাঁর স্বপ্ন সত্যি হয়েছে। ক্রুনাল ও হার্দিক পান্ডিয়া এখন জাতীয় দলে খেলা ক্রিকেটার।
2/ 6
আজ ক্রুনাল পান্ডিয়ার জন্মদিন। ৩১ বছরে পা রাখলেন তিনি. বাবা হিমাংশু পান্ডিয়া দুই ছেলেকে ক্রিকেটার হিসেবে গড়ে তুলতে অনেক কষ্ট করেছেন। আর্থিক সমস্যায় জেরবার ছিল পান্ডিয়া পরিবার।
3/ 6
একটা সময় হার্দিক ও ক্রুনাল ব্যাট ধার করে ক্রিকেট খেলতেন। ট্রাকে চেপে যেতেন প্র্যাকটিসে। তবে এখন তাঁরাই দেশের অন্যতম সেরা অলরাউন্ডার।
4/ 6
একেক দিন ম্যাগি খেয়ে কাটিয়ে দিতে হত ক্রুনালকে। তবে ক্রিকেট তাঁর জীবন বদলে দিয়েছে। ২০১৬ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অভিষেক হয় ক্রুনালের। তার পর থেকে তাঁকে আর ফিরে তাকাতে হয়নি।
5/ 6
আইপিএলে ভাল খেলার সুবাদে ২০১৮ সালে ভারতীয় দলে খেলার জন্য ডাক পান ক্রুনাল। ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেন তিনি।
6/ 6
এবার আইপিএলে ক্রুনাল পান্ডিয়া খেলবেন লখনউ সুপার জায়েন্টস-এর হয়ে। ৮.২৫ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছে লখনউ।