কোটি কোটি টাকার বাড়ি-গাড়ি-ঘড়ি, জন্মদিনে জানুন কেমন বিলাসবহুল জীবন কাটান হার্দিক পান্ডিয়া

Last Updated:
১১ অক্টোবর ভারতীয় তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার ২৯ তম জন্মদিন। বিশেষ দিনে পরিবার, সতীর্থ ক্রিকেটার ও ফ্য়ানেদের শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তারকা ক্রিকেটার। ব্য়ক্তিগত জীবনে খুব বিলাসবহুল ও সৌখিন জীবনাপন করেন হার্দিক। রয়েছে কোটি কোটি টাকার বাড়ি, গাড়ি, ঘড়ি। জেনে নিন হার্দিকের বিলাসবহুল জীবনের ইতি বৃত্তান্ত।
1/6
বডোদরায় একটি বিলাসবহুল পেন্টহাউস রয়েছে হার্দিকের। ৬ হাজার বর্গফুট এলাকা জুড়ে রয়েছে হার্দিকের পেন্টহাউস। সেখানে আধুনিক জীবনের সব রকম সুবিধা রয়েছে। একটি জিমন্যাশিয়াম ও সিনেমা হল রয়েছে সেই পেন্টহাউসে।
বডোদরায় একটি বিলাসবহুল পেন্টহাউস রয়েছে হার্দিকের। ৬ হাজার বর্গফুট এলাকা জুড়ে রয়েছে হার্দিকের পেন্টহাউস। সেখানে আধুনিক জীবনের সব রকম সুবিধা রয়েছে। একটি জিমন্যাশিয়াম ও সিনেমা হল রয়েছে সেই পেন্টহাউসে।
advertisement
2/6
মুম্বইয়ের বান্দ্রাতে ৩৮৩৮ বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে হার্দিকের। আট বেডরুমের সেই ফ্ল্যাটে মা, দাদা ক্রুণাল, বৌদি পঙ্খুরী, স্ত্রী নাতাশা ও ছেলে অগস্ত্যকে নিয়ে থাকেন হার্দিক। বান্দ্রাতে হার্দিকের ফ্ল্যাটের আনুমানিক দাম ৩০ কোটি টাকা।
মুম্বইয়ের বান্দ্রাতে ৩৮৩৮ বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে হার্দিকের। আট বেডরুমের সেই ফ্ল্যাটে মা, দাদা ক্রুণাল, বৌদি পঙ্খুরী, স্ত্রী নাতাশা ও ছেলে অগস্ত্যকে নিয়ে থাকেন হার্দিক। বান্দ্রাতে হার্দিকের ফ্ল্যাটের আনুমানিক দাম ৩০ কোটি টাকা।
advertisement
3/6
advertisement
4/6
বেশ কয়েকটি গাড়ি রয়েছে হার্দিকের। তার মধ্যে অন্যতম মার্সিডিজ জি-ওয়াগন (দাম ১ কোটি ৭৪ লক্ষ), জিপ কম্পাস (দাম ২৯ লক্ষ), রেঞ্জ রোভার ভগ (দাম ৩ কোটি), ল্যাম্বরগিনি হুরাকান ইভো (দাম ৪ কোটি), অডি এ৬ (দাম ৬৫ লক্ষ)।
বেশ কয়েকটি গাড়ি রয়েছে হার্দিকের। তার মধ্যে অন্যতম মার্সিডিজ জি-ওয়াগন (দাম ১ কোটি ৭৪ লক্ষ), জিপ কম্পাস (দাম ২৯ লক্ষ), রেঞ্জ রোভার ভগ (দাম ৩ কোটি), ল্যাম্বরগিনি হুরাকান ইভো (দাম ৪ কোটি), অডি এ৬ (দাম ৬৫ লক্ষ)।
advertisement
5/6
হার্দিক বিসিসিআইয়ের চুক্তিবদ্ধ ক্রিকেটার। বোর্ডের কাছ থেকে প্রতি বছর ১ কোটি টাকা পান তিনি। ২০১৫ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত আইপিএল খেলে মোট ৫৯ কোটি ৩০ লক্ষ টাকা রোজগার করেছেন হার্দিক।
হার্দিক বিসিসিআইয়ের চুক্তিবদ্ধ ক্রিকেটার। বোর্ডের কাছ থেকে প্রতি বছর ১ কোটি টাকা পান তিনি। ২০১৫ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত আইপিএল খেলে মোট ৫৯ কোটি ৩০ লক্ষ টাকা রোজগার করেছেন হার্দিক।
advertisement
6/6
খেলার বাইরেও রোজগার রয়েছে হার্দিকের। অনেক কোম্পানির বিজ্ঞাপন করেন তিনি। সেখান থেকে বছরে ভাল আয় হয় এই ভারতীয় ক্রিকেটারের। বর্তমানে বিজ্ঞাপনের বাজারে রোহিত শর্মা ও বিরাট কোহলিদেরও টেক্কা দিচ্ছেন হার্দিক পান্ডিয়া।
খেলার বাইরেও রোজগার রয়েছে হার্দিকের। অনেক কোম্পানির বিজ্ঞাপন করেন তিনি। সেখান থেকে বছরে ভাল আয় হয় এই ভারতীয় ক্রিকেটারের। বর্তমানে বিজ্ঞাপনের বাজারে রোহিত শর্মা ও বিরাট কোহলিদেরও টেক্কা দিচ্ছেন হার্দিক পান্ডিয়া।
advertisement
advertisement
advertisement