অধিনায়ক সঞ্জু স্যামসন এবং তাঁর গোটা রাজস্থান রয়্যালস দলের প্লেয়িং ইলেভেনের সদস্যদের কেন শাস্তি দিল বিসিসিআই? জেনে নিন বিশদে
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
GT vs RR Highlights: স্যামসনকে ২৪ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। সেই সঙ্গে বিসিসিআই বিবৃতিতে আরও বলা হয়েছে যে, প্লেয়িং ইলেভেনে থাকা দলের বাকি সদস্য এমনকী, ইমপ্যাক্ট প্লেয়ারকেও ৬ লক্ষ টাকা অথবা তাঁদের নিজেদের ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা হিসেবে দিতে হবে, যেটি কম হবে।
আইপিএল ২০২৫-এর মরশুমে তৃতীয় ম্যাচে পরাজিত হয়েছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। গত ৯ এপ্রিল অর্থাৎ বুধবার রাতে আহমেদাবাদের বুকে গুজরাত টাইটান্সের বেঁধে দেওয়া দুশো রানেরও বেশি টার্গেটের মোকাবিলা করতে গিয়ে ব্যর্থ হয়েছে তারা। স্লো ওভার-রেট বজার রাখার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে রাজস্থান রয়্যালসকে। যার জেরে সেই দলের অধিনায়কের উপর আর্থিক জরিমানা ধার্য করেছে বিসিসিআই। আসলে চলতি মরশুমে এই অপরাধের জন্য দোষী সাব্যস্ত করে শাস্তি হিসেবে মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে রাজস্থান রয়্যালসকে। Photo: X
advertisement
একটি বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে যে, যেহেতু আইপিএল-এর আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী এটি ছিল তাঁর (স্যামসন) দলের চলতি মরশুমের দ্বিতীয় অপরাধ, যা ন্যূনতম ওভার-রেট অপরাধের সঙ্গে সম্পর্কিত। স্যামসনকে ২৪ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। সেই সঙ্গে বিসিসিআই বিবৃতিতে আরও বলা হয়েছে যে, প্লেয়িং ইলেভেনে থাকা দলের বাকি সদস্য এমনকী ইমপ্যাক্ট প্লেয়ারকেও ৬ লক্ষ টাকা অথবা তাঁদের নিজেদের ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা হিসেবে দিতে হবে, যেটি কম হবে। (Photo Courtesy: Rajasthan Royals/X)
advertisement
এর পাশাপাশি নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাত টাইটান্সের ইনিংসের শেষ ওভারে সার্কেলের বাইরে একজন ফিল্ডার কম রাখার অনুমতি দেওয়া হয়েছিল বলে স্লো ওভার-রেটের জন্য রাজস্থান রয়্যালকে শাস্তি দেওয়া হয়। গুজরাত ২০-তম ওভারে ১৬ রান তুলেছিল। ওই ওভারে বল করেছিলেন সন্দীপ শর্মা। ফলে গুজরাত টাইটান্স ৬ উইকেটে মোট করেছিল ২১৭ রান। (Photo Courtesy: Rajasthan Royals/X)
advertisement
এদিকে ২১৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালসের একের পর এক উইকেট পড়তে থাকে। কিন্তু শিমরন হেটমেয়ার এবং স্যামসন একসঙ্গে ব্যাট করে ম্যাচটি ছন্দে ফিরিয়ে আনেন। অষ্টম ওভারে ধ্রুব জুড়েলের উইকেট পতন হতেই হেটমেয়ার আর স্যামসনেপ পার্টনারশিপ হয়। ফলে ৪ উইকেটে ৬৮ রান থেকে ৪ উইকেটে ১১৬ রানে পৌঁছে যায় রাজস্থান রয়্যালস। (Photo Courtesy: Rajasthan Royals/X)
advertisement
এরপর ৪১ রানে স্যামসন আউট হতেই গুজরাত টাইটান্স যেন ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেয়। ১৯.২ ওভারের মধ্যেই ১৫৯ রানেই থামিয়ে দেয় রাজস্থান রয়্যালসের ইনিংস। ফলে ৫৮ রানে বড়সড় জয় ছিনিয়ে আনে গুজরাত টাইটান্স। আইপিএল ২০২৫ মরশুমে এটাই গুজরাত টাইটান্সের চতুর্থ জয়। যার ফলে পাঁচটি ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের একেবারে শীর্ষে পৌঁছে গিয়েছে তারা। পিছনে ফেলে দিয়েছে দিল্লি ক্যাপিটালসকে। অন্যদিকে বর্তমানে পয়েন্টস টেবিলে সপ্তম স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। (Photo Courtesy: Rajasthan Royals/X)