উত্তর আয়ারল্যান্ডকে হারিয়ে গ্রুপ সেরা জার্মানি

Last Updated:
গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই ইউরোর শেষ ষোলোয় বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রি কোয়ার্টার ফাইনালের আগেই ছন্দে জার্মানরা।
1/4
গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই ইউরোর শেষ ষোলোয় বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রি কোয়ার্টার ফাইনালের আগেই ছন্দে জার্মানরা। নর্দান আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম মিনিট থেকেই ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেন জার্মানরা। পোল্যান্ডের বিরুদ্ধে আটকে যাওয়ার পরেই যেন ইউরোয় হুঁশ ফিরল মারিও গোমেজ, থমাস মুলারদের।
গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই ইউরোর শেষ ষোলোয় বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রি কোয়ার্টার ফাইনালের আগেই ছন্দে জার্মানরা। নর্দান আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম মিনিট থেকেই ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেন জার্মানরা। পোল্যান্ডের বিরুদ্ধে আটকে যাওয়ার পরেই যেন ইউরোয় হুঁশ ফিরল মারিও গোমেজ, থমাস মুলারদের।
advertisement
2/4
ম্যাচে আগাগোড়া প্রাধান্য। ৭৬ শতাংশ বল পজেশন। প্রতিপক্ষের গোলে ১৮ টা শট। পরিসংখ্যানই বলে দিচ্ছে গ্রুপের শেষ ম্যাচে জার্মানদের দাদাগিরি। তিন পয়েন্টে আটকে রইল নর্দান আয়ারল্যান্ড। নক আউট পর্বে যেতে এখন আইরিশদের তাকিয়ে থাকতে হবে অন্য গ্রুপের দিকে।
ম্যাচে আগাগোড়া প্রাধান্য। ৭৬ শতাংশ বল পজেশন। প্রতিপক্ষের গোলে ১৮ টা শট। পরিসংখ্যানই বলে দিচ্ছে গ্রুপের শেষ ম্যাচে জার্মানদের দাদাগিরি। তিন পয়েন্টে আটকে রইল নর্দান আয়ারল্যান্ড। নক আউট পর্বে যেতে এখন আইরিশদের তাকিয়ে থাকতে হবে অন্য গ্রুপের দিকে।
advertisement
3/4
পার্ক দে প্রিন্সেসে ২৯ মিনিটেই আইরিশদের গোলের লকগেট খুলে ফেলেন মারিও গোমেজ। মুলারের শট পোস্টে লেগে না ফিরলে আরও ব্যবধান বাড়িয়ে জিততে পারত জার্মানরা।
পার্ক দে প্রিন্সেসে ২৯ মিনিটেই আইরিশদের গোলের লকগেট খুলে ফেলেন মারিও গোমেজ। মুলারের শট পোস্টে লেগে না ফিরলে আরও ব্যবধান বাড়িয়ে জিততে পারত জার্মানরা।
advertisement
4/4
অন্য ম্যাচে ইউক্রেনকে হারিয়ে সাত পয়েন্টে শেষ করল পোল্যান্ড। গোল-পার্থক্যে শীর্ষে জোয়াকিম লো-র দল।
অন্য ম্যাচে ইউক্রেনকে হারিয়ে সাত পয়েন্টে শেষ করল পোল্যান্ড। গোল-পার্থক্যে শীর্ষে জোয়াকিম লো-র দল।
advertisement
advertisement
advertisement