Gautam Gambhir: কোনও ধীরে চলো নীতি নয়, এসেই সরিয়ে দিলেন ধোনি লবির প্লেয়ারদের, রোহিত-বিরাটের ছুটিতে কাঁচি, ওয়েলকাম টু গম্ভীর জমানা
- Published by:Debalina Datta
 - news18 bangla
 
Last Updated:
Gautam Gambhir and Indian Team: ধোনি-র নেতৃত্বে ক্রিকেটার হিসেবে খেলেছিলেন, আর কোচ হয়ে দলে এসেই ধোনির প্রিয়দের জাস্ট দুধের থেকে সরের মতো তুলে ফেলে দিলেন গম্ভীর৷ ঢুকে পড়লেন সব কেকেআর প্লেয়াররা৷ গম্ভীরের মাথায় জটিল অঙ্ক 
শ্রীলঙ্কা সফরের জন্য টিম ইন্ডিয়ার একদিনের এবং টি-টোয়েন্টি দল নির্বাচনের ক্ষেত্রে যা সব সিদ্ধান্ত সামনে এসেছে তা একেবারে ছিটকে ছ করে দিয়েছে। গৌতম গম্ভীর কোচ হওয়ার পর, টিম ইন্ডিয়ার অবস্থা এবং দিক দুটোই বদলে গেছে এই নিয়ে আর কারোও কোনও সন্দেহ নেই৷  দল নির্বাচনে গম্ভীরই যে শেষ কথা বলেছেন তা নিয়েও কারোও কোনও সন্দেহ নেই৷ একটি বা দুটি নয় এমন অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার সুদূরপ্রসারী প্রভাব নিশ্চিত।
advertisement
টি-টোয়েন্টির নতুন সূর্যোদয় শোনা গিয়েছিল হার্দিক পান্ডিয়াকে অধিনায়কত্ব দেওয়া হবে, কিন্তু তারপর সূত্র মারফত খবর পাওয়া গিয়েছিল, সূর্য কুমার যাদব  টি-টোয়েন্টির নেতৃত্ব পেতে পারেন৷ আর সেই কথাটাই  ঠিক প্রমাণিত হয়েছে৷  সূর্যকুমার যাদবই টি টোয়েন্টি দলের নেতৃত্বে৷  এমন নয় যে সূর্যকুমার যাদব প্রথমবারের মতো টি-টোয়েন্টির অধিনায়কত্ব করবেন তবে প্রথমবারের মতো তাঁকে স্থায়ী অধিনায়ক করা হয়েছে। জল্পনা ছিল  হার্দিক পান্ডিয়াকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তিনি টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়কের ভূমিকা পালন করছিলেন।
advertisement
advertisement
advertisement
রোহিতের বিশ্রাম নেই গৌতম নতুন দায়িত্ব নেওয়ার সাথে সাথেই তিনি খেলোয়াড়দের ইঙ্গিত দিয়েছেন যে তিনি তাঁর কাজ নিয়ে খুব সিরিয়াস। শ্রীলঙ্কা সফরে অধিনায়ক রোহিত শর্মাকে বিশ্রাম না দিয়ে তিনি এই সিরিয়াস অনুভূতিরই ছাপ রেখেছেন৷  রোহিত শ্রীলঙ্কা সফরে না যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেও নির্বাচকরা তার কথা শোনেননি। গম্ভীরের নির্দেশেই এমনটা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
advertisement
গম্ভীর আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুতি শুরু করতে চান, তাই তিনি পুরো দল নিয়ে শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন। বিরাট কোহলিও একদিনের সিরিজের দলে রয়েছেন৷ এর আগে যে ট্রেন্ড ছিল তাতে  তিনি বড় টুর্নামেন্টের পরে এই ধরণের ছোট সিরিজ থেকে বিরতি নেন। রোহিত এবং বিরাট দু'জনেই গৌতম গম্ভীরের ভবিষ্যত পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন। অন্তত আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য এই দু'জনের কাছ থেকে এটাতে সেরা পারফরম্যান্সের  প্রত্যাশা করে দল৷
advertisement
advertisement
advertisement
চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় যিনি শক্ত ব্যাটসম্যান হিসেবে ছাপ রেখেছেন কিন্তু  তিনিও ওডিআই ও টি টোয়েন্টি দুটি ফর্ম্যাটেই দলে জায়গা করে নিতে ব্যর্থ। রিংকু সিং টি-টোয়েন্টিতে জায়গা পেলেও ওয়ানডে দলের বাইরে। যশস্বী জয়সওয়ালেরও একই অবস্থা। টেস্ট ও টি-টোয়েন্টিতে ধারাবাহিকভাবে জায়গা পাওয়া এই ওপেনার ওয়ানডে ঠাঁই হয়নি৷
advertisement
advertisement
শ্রেয়স আইয়ারের কামব্যাক ওডিআই বিশ্বকাপে তাঁর দুর্দান্ত ব্যাটিংয়ের পরে, শ্রেয়স আইয়ারের কেরিয়ারে হঠাৎ ধাক্কা লাগে। শৃঙ্খলাভঙ্গের কারণে টিম ইন্ডিয়ার কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েছিলেন তিনি। কিন্তু গৌতম গম্ভীর প্রধান কোচ হওয়ার পর শ্রেয়সের দিন বদলাতে শুরু করেছে। শ্রীলঙ্কা সফরে ওয়ানডে দলে জায়গা পেয়েছেন শ্রেয়স।
advertisement
advertisement
সুযোগ পান হর্ষিত রানা ওডিআই দলে জায়গা পেয়েছেন কেকেআরের ফাস্ট বোলার হর্ষিত রানাও। কেকেআর-র একজন মেন্টর হিসাবে, গম্ভীর হর্ষিতকে খুব কাছ থেকে দেখেছেন এবং তাঁর বোলিংয়ে খুব মুগ্ধ হয়েছেন। এমন পরিস্থিতিতে হর্ষিতকে ওডিআই দলে অন্তর্ভুক্ত করে গম্ভীর দেখিয়েছেন যে তিনি লক্ষ্য অর্জনের জন্য বড় ঝুঁকি নিতে প্রস্তুত।
