Vaibhav Suryavanshi: এখনই সচিনের সঙ্গে তুলনা! বৈভবকে শীঘ্রই জাতীয় দলে খেলানোর পক্ষে সওয়াল প্রাক্তন ভারতীয় তারকার
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Vaibhav Suryavanshi: প্রাক্তন ভারতীয় তারকা পুরুষ দলের ম্যানেজমেন্ট ও নির্বাচকদের প্রতি আহ্বান জানিয়েছেন, মাত্র ১৪ বছর বয়সি বৈভব সূর্যবংশীকে দ্রুত জাতীয় দলে সুযোগ দেওয়ার জন্য।
advertisement
advertisement
ভারতীয় ক্রিকেটে কম বয়সে অভিষেকের নজির খুব বেশি নেই। সচিন তেন্ডুলকার ও রবি শাস্ত্রীর মতো কয়েকজন ব্যতিক্রমী প্রতিভা অল্প বয়সে ভারতের জার্সি গায়ে তুলে সাফল্য পেয়েছেন। সাম্প্রতিক সময়ে পৃথ্বি শ-র উদাহরণ সামনে এসেছে, যিনি দুর্দান্ত শুরু করলেও ধারাবাহিকতা হারিয়ে ছন্দচ্যুত হন। সেই অভিজ্ঞতা মাথায় রেখেই অনেকে মনে করছেন, সূর্যবংশীর ক্ষেত্রে অতিরিক্ত তাড়াহুড়ো ঝুঁকিপূর্ণ হতে পারে।
advertisement
তবে শ্রীকান্তের যুক্তি স্পষ্ট। তাঁর মতে, সূর্যবংশী সব স্তরের ক্রিকেটেই ধারাবাহিকভাবে রান করে চলেছে—আইপিএল, অনূর্ধ্ব-১৯ বা ঘরোয়া ক্রিকেট, সর্বত্রই তার ব্যাট কথা বলছে। বিশেষ করে বিজয় হাজারে ট্রফিতে ৮৪ বলে ১৯০ রানের বিধ্বংসী ইনিংস তার অসাধারণ প্রতিভার প্রমাণ। শ্রীকান্তের দাবি, প্রতিপক্ষ দুর্বল হলেও ধারাবাহিক পারফরম্যান্সকে উপেক্ষা করা যায় না।
advertisement
এর মধ্যেই বৈভব সূর্যবংশীর ঝুলিতে যোগ হয়েছে বড় স্বীকৃতি। শুক্রবার নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে তিনি প্রধাণমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার গ্রহণ করেন। এই সম্মান তার প্রতিভাকে জাতীয় স্তরে আরও একবার স্বীকৃতি দিল। এখন দেখার, ভারতীয় দল পরিচালনা ও নির্বাচকরা তরুণ এই প্রতিভাকে কতটা দ্রুত আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেন।






