Euro 2020: ভাত-মাংসেই নাকি এমন ফিট রোনাল্ডো! পর্তুগিজ তারকার ডায়েট শুনলে অবাক হবেন

Last Updated:
এই তিনটে খাবার রোজ খান রোনাল্ডো। একদিনও বাদ যায় না।
1/5
৩৬ বছর বয়স তাঁর। দেখে বোঝার উপায় নেই। এখনও যে কোনও কমবয়সী ফুটবলারকে ফিটনেসে টক্কর দিতে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বয়সের সঙ্গে পাল্লা দিয়ে তিনি এখনও নিজেকে ফিট রেখেছেন।
৩৬ বছর বয়স তাঁর। দেখে বোঝার উপায় নেই। এখনও যে কোনও কমবয়সী ফুটবলারকে ফিটনেসে টক্কর দিতে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বয়সের সঙ্গে পাল্লা দিয়ে তিনি এখনও নিজেকে ফিট রেখেছেন।
advertisement
2/5
শরীরের যত্ন নেন। খাবারে একটুও এদিক-ওদিক হয় না তাঁর। কীভাবে এই বয়সেও নিজেকে এমন ফিট রেখেছেন রোনাল্ডো! এই প্রশ্ন অনেকেরই। কী এমন খাদ্যাভাস তাঁর!
শরীরের যত্ন নেন। খাবারে একটুও এদিক-ওদিক হয় না তাঁর। কীভাবে এই বয়সেও নিজেকে এমন ফিট রেখেছেন রোনাল্ডো! এই প্রশ্ন অনেকেরই। কী এমন খাদ্যাভাস তাঁর!
advertisement
3/5
রোনাল্ডোর এক সতীর্থ জানিয়েছেন, রোজ পর্তুগিজ তারকার খাবারে চিকেনের কোনও না কোন পদ থাকবেই। প্যাট্রিক এভরা একবার বলেছিলেন, প্রচণ্ড খিদে নিয়ে রোনাল্ডোর বাড়িতে পৌঁছেছিলাম। তার পর দেখি ওর টেবিলে কিছুটা স্যালাড, মুরগীর মাংস আর জল রাখা। এর বেশি কিছুই নেই।
রোনাল্ডোর এক সতীর্থ জানিয়েছেন, রোজ পর্তুগিজ তারকার খাবারে চিকেনের কোনও না কোন পদ থাকবেই। প্যাট্রিক এভরা একবার বলেছিলেন, প্রচণ্ড খিদে নিয়ে রোনাল্ডোর বাড়িতে পৌঁছেছিলাম। তার পর দেখি ওর টেবিলে কিছুটা স্যালাড, মুরগীর মাংস আর জল রাখা। এর বেশি কিছুই নেই।
advertisement
4/5
ইউরোর শেষ ষোলোর লড়াইয়ে বেলজিয়ামের মুখোমুখি হবে পর্তুগাল। তার আগে বেলজিয়ান মিডফিল্ডারের দাউদা পিটার্স পর্তুগিজ তারকার খাদ্যাভাস সম্পর্কে জানিয়েছেন। পিটার্স জুভেন্তাসে রোনাল্ডোর সঙ্গে খেলেছেন। ফলে রোনাল্ডোর খাওয়া-দাওয়া, চালচলন কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে তাঁর।
ইউরোর শেষ ষোলোর লড়াইয়ে বেলজিয়ামের মুখোমুখি হবে পর্তুগাল। তার আগে বেলজিয়ান মিডফিল্ডারের দাউদা পিটার্স পর্তুগিজ তারকার খাদ্যাভাস সম্পর্কে জানিয়েছেন। পিটার্স জুভেন্তাসে রোনাল্ডোর সঙ্গে খেলেছেন। ফলে রোনাল্ডোর খাওয়া-দাওয়া, চালচলন কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে তাঁর।
advertisement
5/5
পিটার্স জানিয়েছেন, রোনাল্ডোর রোজকা খাবারে ভাত, মুরগীর মাংস ও ব্রোকোলি থাকে। এই তিনটে জিনিস ছাড়া রোনাল্ডোর একেবারেই চলে না। তা ছাড়া রোনাল্ডো প্রচুর জল পান করেন। তবে কোনওরকম পানীয় নেন না রোনাল্ডো।
পিটার্স জানিয়েছেন, রোনাল্ডোর রোজকা খাবারে ভাত, মুরগীর মাংস ও ব্রোকোলি থাকে। এই তিনটে জিনিস ছাড়া রোনাল্ডোর একেবারেই চলে না। তা ছাড়া রোনাল্ডো প্রচুর জল পান করেন। তবে কোনওরকম পানীয় নেন না রোনাল্ডো।
advertisement
advertisement
advertisement