Lionel Messi: ফুটবল রাজপুত্রের 'শাপমোচন', আর্জেন্টিনাকে কোপা জেতালেন লিওনেল মেসি!

Last Updated:
Lionel Messi: দলের ফাইনালে পৌঁছানোর দৌড়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আগেই।
1/6
অবশেষে 'শাপমোচন'। নিজের প্রথম আন্তর্জাতিক ট্রফি জয়ের উদ্দেশ্যে মাঠে নামা লিওনেল মেসি অবশেষে ধরলেন বহু কাঙ্খিত সেই ট্রফি কোপা আমেরিকা। নিজের পারফরম্যান্সে ফের একবার মন্ত্রমুগ্ধ করতে সক্ষম হয়েছেন সকলকে। টুর্নামেন্টে চারটি গোল এবং পাঁচটি অ্যাসিস্টের ফলে ওই দুই বিভাগেই অন্যদের ছাপিয়ে গেলেন ‘এলএম১০’।
অবশেষে 'শাপমোচন'। নিজের প্রথম আন্তর্জাতিক ট্রফি জয়ের উদ্দেশ্যে মাঠে নামা লিওনেল মেসি অবশেষে ধরলেন বহু কাঙ্খিত সেই ট্রফি কোপা আমেরিকা। নিজের পারফরম্যান্সে ফের একবার মন্ত্রমুগ্ধ করতে সক্ষম হয়েছেন সকলকে। টুর্নামেন্টে চারটি গোল এবং পাঁচটি অ্যাসিস্টের ফলে ওই দুই বিভাগেই অন্যদের ছাপিয়ে গেলেন ‘এলএম১০’।
advertisement
2/6
দলের ফাইনালে পৌঁছানোর দৌড়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আগেই। এই টুর্নামেন্টেই ব্যক্তিগত কিছু রেকর্ড ইতিমধ্যেই গড়ে ফেলেছেন তিনি।
দলের ফাইনালে পৌঁছানোর দৌড়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আগেই। এই টুর্নামেন্টেই ব্যক্তিগত কিছু রেকর্ড ইতিমধ্যেই গড়ে ফেলেছেন তিনি।
advertisement
3/6
সতীর্থ হাভিয়ের ম্যাসচেরানোকে (১৪৭) পিছনে ফেলে বলিভিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে লা আলবিসেলেস্তের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার নজির গড়েছেন মেসি।
সতীর্থ হাভিয়ের ম্যাসচেরানোকে (১৪৭) পিছনে ফেলে বলিভিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে লা আলবিসেলেস্তের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার নজির গড়েছেন মেসি।
advertisement
4/6
ম্যাসচেরানোর বদলেই সবচেয়ে বেশিবার (৬) কোপা আমেরিকায় অংশগ্রহণকারী আর্জেন্তাইন হওয়ার কৃতিত্বও অর্জন করেন তিনি।
ম্যাসচেরানোর বদলেই সবচেয়ে বেশিবার (৬) কোপা আমেরিকায় অংশগ্রহণকারী আর্জেন্তাইন হওয়ার কৃতিত্বও অর্জন করেন তিনি।
advertisement
5/6
ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামতেই যুগ্মভাবে চিলির সার্জিও লিভিংস্টোনের কোপা আমেরিকায় সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করবেন মেসি। টুর্নামেন্টের শুরুতে মেসির কোপায় খেলায় ম্যাচের সংখ্যা ছিল ২৭, যা ফাইনালের পর দাঁড়াল ৩৪-এ।
ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামতেই যুগ্মভাবে চিলির সার্জিও লিভিংস্টোনের কোপা আমেরিকায় সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করবেন মেসি। টুর্নামেন্টের শুরুতে মেসির কোপায় খেলায় ম্যাচের সংখ্যা ছিল ২৭, যা ফাইনালের পর দাঁড়াল ৩৪-এ।
advertisement
6/6
কিন্তু সব হিসেবের বাইরে কোপা আমেরিকার ট্রফি হাতে তুললেন লিও মেসি। ম্যাচের ২১ মিনিটে করা মেসির ডি মারিয়ার গোল একাধারে যেমন ট্রফি এনে দিল আর্জেন্টিনাকে, তেমনি 'শাপমোচন' হল লিও মেসির।
কিন্তু সব হিসেবের বাইরে কোপা আমেরিকার ট্রফি হাতে তুললেন লিও মেসি। ম্যাচের ২১ মিনিটে করা মেসির ডি মারিয়ার গোল একাধারে যেমন ট্রফি এনে দিল আর্জেন্টিনাকে, তেমনি 'শাপমোচন' হল লিও মেসির।
advertisement
advertisement
advertisement