Euro Cup 2021 Prize Money: কোপাকে মাত ইউরোর, হেরেও 'জিতলেন' রোনাল্ডো! কোন দল কত অর্থ পেল?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Euro Cup 2021 Prize Money: ইউরো কাপে ট্রাইবেকারে চ্যাম্পিয়ন হল ইতালি। শেষ পর্যন্ত অপবাদ ঘোচাতে পারল না ইংল্যান্ড। আর কে কত পেল পুরস্কার মূল্য?
রুদ্বশ্বাস ফাইনাল। ইউরো কাপে ট্রাইবেকারে চ্যাম্পিয়ন হল ইতালি। শেষ পর্যন্ত অপবাদ ঘোচাতে পারল না ইংল্যান্ড। আর ইউরো জেতা মাত্রই ইতালি ১০ মিলিয়ন ইউরো পুরস্কার মূল্য পেল। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮৮ কোটি টাকা। রানার্স আপ ইংল্যান্ড পেল সাত মিলিয়ন ইউরো, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৬১ কোটি টাকা। টুর্নামেন্টের সেমিফাইনালিস্টরা পেল ৫ মিলিয়ন ইউরো করে।
advertisement
advertisement
advertisement
ইউরো কাপের শেষ ১৬ থেকে তাঁর দল পর্তুগাল ছিটকে গেলেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো টুর্নামেন্টে চারটি ম্যাচ খেলে ৫টি গোল করেছেন। অপেক্ষাকৃত বেশি ম্যাচ খেলে সমপরিমাণ গোল করেছেন চেক প্রজাতন্ত্রের ফরোয়ার্ড প্যাটট্রিক শিক। তাই টুর্নামেন্টের সর্বাধিক গোলদাতা হয়ে সোনার বুট পুরস্কার জিতেছেন রোনাল্ডো। তালিকার দ্বিতীয় স্থানে থাকা শিক জিতলেন রূপোর বুট। চার ম্যাচ খেলে চার গোল করা ফ্রান্সের কারিম বেঞ্জেমার ভাগ্যে জুটল ব্রোঞ্জের বুট।
advertisement