Euro Cup 2021 Prize Money: কোপাকে মাত ইউরোর, হেরেও 'জিতলেন' রোনাল্ডো! কোন দল কত অর্থ পেল?

Last Updated:
Euro Cup 2021 Prize Money: ইউরো কাপে ট্রাইবেকারে চ্যাম্পিয়ন হল ইতালি। শেষ পর্যন্ত অপবাদ ঘোচাতে পারল না ইংল্যান্ড। আর কে কত পেল পুরস্কার মূল্য?
1/5
রুদ্বশ্বাস ফাইনাল। ইউরো কাপে ট্রাইবেকারে চ্যাম্পিয়ন হল ইতালি। শেষ পর্যন্ত অপবাদ ঘোচাতে পারল না ইংল্যান্ড। আর ইউরো জেতা মাত্রই ইতালি ১০ মিলিয়ন ইউরো পুরস্কার মূল্য পেল। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮৮ কোটি টাকা। রানার্স আপ ইংল্যান্ড পেল সাত মিলিয়ন ইউরো, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৬১ কোটি টাকা। টুর্নামেন্টের সেমিফাইনালিস্টরা পেল ৫ মিলিয়ন ইউরো করে।
রুদ্বশ্বাস ফাইনাল। ইউরো কাপে ট্রাইবেকারে চ্যাম্পিয়ন হল ইতালি। শেষ পর্যন্ত অপবাদ ঘোচাতে পারল না ইংল্যান্ড। আর ইউরো জেতা মাত্রই ইতালি ১০ মিলিয়ন ইউরো পুরস্কার মূল্য পেল। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮৮ কোটি টাকা। রানার্স আপ ইংল্যান্ড পেল সাত মিলিয়ন ইউরো, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৬১ কোটি টাকা। টুর্নামেন্টের সেমিফাইনালিস্টরা পেল ৫ মিলিয়ন ইউরো করে।
advertisement
2/5
কোয়ার্টার ফাইনালে উঠেছে যে আট দল, তাদের ৩.২৫ মিলিয়ন ইউরো করে দেওয়া হয়েছে। শেষ ১৬ রাউন্ডে পৌঁছনো দলগুলিকে ২ মিলিয়ন ইউরো করে আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে।
কোয়ার্টার ফাইনালে উঠেছে যে আট দল, তাদের ৩.২৫ মিলিয়ন ইউরো করে দেওয়া হয়েছে। শেষ ১৬ রাউন্ডে পৌঁছনো দলগুলিকে ২ মিলিয়ন ইউরো করে আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে।
advertisement
3/5
ইউরো কাপের ফাইনালের টাইব্রেকারে নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন ইতালির গোলরক্ষক জানলুইজি দন্নারুম্মাকে। তাঁকে সেরা খেলোয়ার হিসেবে পুরস্কৃত করা হয়েছে। সোনার বলে সম্মানিত করা হয়েছে তাঁকে।
ইউরো কাপের ফাইনালের টাইব্রেকারে নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন ইতালির গোলরক্ষক জানলুইজি দন্নারুম্মাকে। তাঁকে সেরা খেলোয়ার হিসেবে পুরস্কৃত করা হয়েছে। সোনার বলে সম্মানিত করা হয়েছে তাঁকে।
advertisement
4/5
ইউরো কাপের শেষ ১৬ থেকে তাঁর দল পর্তুগাল ছিটকে গেলেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো টুর্নামেন্টে চারটি ম্যাচ খেলে ৫টি গোল করেছেন। অপেক্ষাকৃত বেশি ম্যাচ খেলে সমপরিমাণ গোল করেছেন চেক প্রজাতন্ত্রের ফরোয়ার্ড প্যাটট্রিক শিক। তাই টুর্নামেন্টের সর্বাধিক গোলদাতা হয়ে সোনার বুট পুরস্কার জিতেছেন রোনাল্ডো। তালিকার দ্বিতীয় স্থানে থাকা শিক জিতলেন রূপোর বুট। চার ম্যাচ খেলে চার গোল করা ফ্রান্সের কারিম বেঞ্জেমার ভাগ্যে জুটল ব্রোঞ্জের বুট।
ইউরো কাপের শেষ ১৬ থেকে তাঁর দল পর্তুগাল ছিটকে গেলেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো টুর্নামেন্টে চারটি ম্যাচ খেলে ৫টি গোল করেছেন। অপেক্ষাকৃত বেশি ম্যাচ খেলে সমপরিমাণ গোল করেছেন চেক প্রজাতন্ত্রের ফরোয়ার্ড প্যাটট্রিক শিক। তাই টুর্নামেন্টের সর্বাধিক গোলদাতা হয়ে সোনার বুট পুরস্কার জিতেছেন রোনাল্ডো। তালিকার দ্বিতীয় স্থানে থাকা শিক জিতলেন রূপোর বুট। চার ম্যাচ খেলে চার গোল করা ফ্রান্সের কারিম বেঞ্জেমার ভাগ্যে জুটল ব্রোঞ্জের বুট।
advertisement
5/5
অপরদিকে, কোপা আমেরিকা শিরোপা জয় করে আর্জেন্টিনা পাচ্ছে ৬৫ লাখ ডলার। রানার্সআপ ব্রাজিল পাচ্ছে ৩৫ লাখ ডলার। টুর্নামেন্টে তৃতীয় হওয়া কলম্বিয়া পেয়েছে ৩০ লাখ ইউরো আর চতুর্থ হয়ে পেরু পেয়েছে ২১ কোটি টাকা।
অপরদিকে, কোপা আমেরিকা শিরোপা জয় করে আর্জেন্টিনা পাচ্ছে ৬৫ লাখ ডলার। রানার্সআপ ব্রাজিল পাচ্ছে ৩৫ লাখ ডলার। টুর্নামেন্টে তৃতীয় হওয়া কলম্বিয়া পেয়েছে ৩০ লাখ ইউরো আর চতুর্থ হয়ে পেরু পেয়েছে ২১ কোটি টাকা।
advertisement
advertisement
advertisement